অক্টোবর ০১, ২০২৩ ১৬:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’-প্রথম আলো
  • দুই দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার-ইত্তেফাক
  • সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের-যুগান্তর
  • রিজার্ভের পতন কেন থামছে না-মানবজমিন
  • ভারত বিশ্বকাপ : ফের আইসিসির কাছে অভিযোগ করতে হলো পাকিস্তানকে-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • ৮৫৪ কোটি টাকার সাইবার প্রতারণা! হোয়াট্‌সঅ্যাপে পাতা হত জাল, দেশ জুড়ে প্রতারিত বহু মানুষ-আনন্দবাজার পত্রিকা
  • ‘রাতের দিল্লিতে ‘বেঙ্গল অ্যাসম্বলি’, তৃণমূলের ‘নীল নকশা’ ঘিরে জোর জল্পনা-সংবাদ প্রতিদিন
  • মোদির স্বচ্ছ ভারত অভিযান, রাস্তায় ঝাড়ু হাতে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ-আজকাল
  • দুর্নীতিতে বোঝাপড়া ফাঁস এখন আদালতেও-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

অসুস্থ বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার প্রথম আলোকে বলেছেন, আইনগতভাবে অনুমতি দেওয়ার কোনো সুযোগ সরকারের হাতে নেই। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী গতকাল বলেছিলেন সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক।

সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের-যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। গণতন্ত্রের অধিকার চায়।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের চাপ আমাদের ওপর পড়েছে: সিইসি-প্রথম আলো

কাজী হাবিবুল আউয়াল

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেটার চাপ বর্তমান নির্বাচন কমিশনের ওপর পড়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে কমিশন নির্বাচন বিশ্বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিতে চায়।সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ও সমালোচনা হতে পারে। অতীতেও হয়েছে। ৫০, ৬০, ৭০ বছরের ইতিহাস ঘাঁটলেও বিতর্ক পাওয়া যাবে।কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আমরা যে নির্বাচনটি করতে যাচ্ছি, সেটার একটা বিশেষ দিক হচ্ছে, অভিযোগ বা বিতর্কের মাত্রাটা একটু অতিরিক্ত। ২০১৪ ও ২০১৮-এর চাপটা এসে আমাদের ওপর পড়েছে, এই নির্বাচন কমিশনের ওপর পড়েছে। আমরাও নিরলস পরিশ্রম করে যাচ্ছি....মানুষের যে...। এগুলো সত্য হতে পারে, অসত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। আমরা সেদিকে যাচ্ছি না।’

রিজার্ভের পতন কেন থামছে না-মানবজমিন

বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ধারাবাহিকভাবে কমছে দেশের রিজার্ভ। রিজার্ভের পতন ঠেকাতে বাজারে ডলারের প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বহুমুখী সিদ্ধান্ত সহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। কিন্তু বাস্তবে এর সুফল মিলছে না। উল্টো ডলারের সংকটকে আরও প্রকট করে তুলছে। এতে টাকার মান কমে যাচ্ছে। মূল্যস্ফীতিতে চাপ বাড়াচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকেই বিদেশি ঋণ পরিশোধের চাপ সামলাতে হচ্ছে সরকারকে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করে ঋণ শোধ করার ধারা অব্যাহত থাকায় রিজার্ভের ক্ষয় মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে।রেমিট্যান্স কমে যাওয়ায় প্রতিনিয়ত কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রেমিট্যান্সের নিম্নমুখী প্রবাহ এ পতনকে আরও বেগবান করেছে। এতে চলতি মাসে ২৬ দিনেই রিজার্ভ কমেছে ২ বিলিয়ন ডলারের বেশি, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। রিজার্ভের পতন শিগগিরই কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

৮৫৪ কোটি টাকার সাইবার প্রতারণা! আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, বিনিয়োগের লোভনীয় ছক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে কোটি কোটি টাকা প্রতারণার ঘটনা এ বার দেশের তথ্যপ্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে। অভিযান চালিয়ে পুলিশ ছয় প্রতারককে গ্রেফতার করেছে। আপাতত ভুয়ো সংস্থাটির পাঁচ কোটি টাকা ‘ফ্রিজ়’ করে রাখা হয়েছে।মাসিক ভিত্তিতে ১ হাজার থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই দৈনিক ভিত্তিতে মিলতে থাকবে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। হোয়াট্‌সঅ্যাস, টেলিগ্রামের মতো সমাজমাধ্যমের অ্যাপ ব্যবহার করে এ ভাবেই প্রতারণার জাল বিছিয়েছিলেন প্রতারকরা। বিপুল মুনাফার লোভে সেই ফাঁদে পা দেন বহু মানুষ।গড়ে প্রত্যেকের বিনিয়োগের অঙ্ক ছিল, ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। এ ভাবে বাজার থেকে তোলা হয়েছিল মোট ৮৫৪ কোটি টাকা।পুলিশ তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করেছে। শুধু বেঙ্গালুরুই নয়, এই প্রতারণাচক্রের জাল গোটা দেশেই ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের।

জাতভিত্তিক গণনার দাবি ওড়াতে মোদী সামনে আনছেন সেই ‘ওবিসি’ পরিচিতি-গণশক্তি

কংগ্রেসের জাতভিত্তিক গণনার দাবি বেশ বিপাকে ফেলে দিয়েছে বিজেপি-কে। তিন রাজ্যের ভোট প্রচারেই তা বেশ টের পাওয়া যাচ্ছে। শনিবার মধ্য প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের অন্যান্য জাতভিত্তিক গণনার দাবি জানান। তিনি বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় এলে জাতভিত্তিক গণনাই প্রথমে করা হবে।’ দেশে কতজন ওবিসি রয়েছেন তার সঠিক তথ্য জানতেই ওই গণনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। আর এই দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সমগ্র দলকে বেশ চাপে ফেলে দিয়েছে তার প্রমাণ মিলেছে এদিন ছত্তিশগড়ের বিলাসপুরে এদিনই তাঁর ওবিসি পরিচিত সামনে এনে ভাষণেই।

‘আর একটাও মৃত্যু নয়’, ডেঙ্গু রুখতে উচ্চপর্যায়ের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ডেঙ্গু নিধনে আরও কড়া রাজ্য সরকার। ডেঙ্গুতে আর কোনও মৃত্যু নয়, মুখ্যসচিবের বৈঠকে এমনটাই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, শুধু স্বাস্থ্য নয়, সকল দপ্তরকেই সতর্ক থাকতে হবে।

মোদির স্বচ্ছ ভারত অভিযান, রাস্তায় ঝাড়ু হাতে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ-আজকাল

নরেন্দ্র মোদির আহ্বানে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অগণিত সাধারণ মানুষ। সম্প্রতি 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পয়লা অক্টোবর দেশজুড়ে সাধারণ মানুষদের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান। 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির জন্য একঘণ্টা শ্রমদানের জন্য আবেদন করেন তিনি। মহাত্মা গান্ধীর জন্মদিবসের আগে এটিই হবে দেশবাসীর 'স্বচ্ছাঞ্জলি'। 

প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবাসরীয় সকাল থেকেই রাস্তায় বিজেপির নেতা-কর্মীরা। এদিন সকালেই আহমেদাবাদের রাস্তায় ঝাড়ু হাতে কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১

ট্যাগ