পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
একনজরে ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৬অক্টোবর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো দৈনিকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে অগ্রাধিকার দিয়ে প্রকাশ করেছে। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচন নিয়ে কেন এতো মাথাব্যথা?: প্রধানমন্ত্রী: মানবজমিন
- বিএনপির ১৩ দিনের আল্টিমেটাম ‘হাস্যকর’: ওবায়দুল কাদের: দৈনিক ইত্তেফাক
- বৃষ্টি হলেই ঢাকায় কেন অসহ্য যানজট, কী বলছে পুলিশ ও চালক-দৈনিক প্রথম আলো
- সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না: কৃষিমন্ত্রী–যুগান্তর।
- ডেঙ্গু পরীক্ষায় ভুল নেগেটিভের ঝুঁকিতে রোগীরা -কালের কণ্ঠ
- খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান ড্যাবের - এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত
- ভারতের শিরোনাম:
- কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাই কোর্টের - দৈনিক পুবের কলম
- অভিষেকদের দিল্লি অভিযানকে ‘তামাশা’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পালটা দিল তৃণমূল– দৈনিক সংবাদ প্রতিদিনি
- রাজ্যপালকে ‘ধাওয়া’ করবে তৃণমূল, যেখানেই যাবেন, শুনবেন ১০০ দিনের কাজ ও আবাসের টাকার দাবি -আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
নির্বাচন নিয়ে কেন এতো মাথাব্যথা?: প্রধানমন্ত্রী:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে দেশের যতটুকু অর্থনৈতিক উন্নতি হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে হয়েছে। তাহলে আজকে কেন এই প্রশ্ন উঠছে তা নিয়ে আমার জিজ্ঞাসা। হঠাৎ একটা দেশের নির্বাচন নিয়ে কেন এতো আগ্রহ? এর পেছনে কি-এ দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তা দেখেই হচ্ছে?
তিনি বলেন, আমি স্পষ্ট বলে এসেছি, আমাকে শিখাতে হবে না। আমরা রক্ত দিয়ে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তাহলে কেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে?
বিএনপির ১৩ দিনের আল্টিমেটাম ‘হাস্যকর’: ওবায়দুল কাদের:- শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতারা রোর্ড মার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘একের পর এক ব্যর্থ আল্টিমেটামের রেশ না কাটতেই তথাকথিত এক দফার জন্য তারা আবারও হাস্যকর আল্টিমেটাম দিয়েছে। জনগণ ভুলে যায়নি, তাদের এক দফা, দশ দফা, একত্রিশ দফা চরম ব্যর্থতায় বিলীন হয়ে গেছে। তাদের ঈদের পর, পূজার পর, পরীক্ষার পর কঠোর আন্দোলনের হুমকি আজ জনগণের কাছে উপহাসের বিষয়ে পরিণত হয়েছে।’
বৃষ্টি হলেই ঢাকায় কেন অসহ্য যানজট, কী বলছে পুলিশ ও চালক:-শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, গত মাসের ২১ তারিখ রাতের বৃষ্টিতে যাঁরা রাজধানীর রাস্তায় ছিলেন, তাঁদের অনেকে এখন বৃষ্টি দেখলে আতঙ্কে ভোগেন। বৃষ্টিতে বারবার যানজট ও ঢাকাবাসীর ভোগান্তির কারণ রাস্তায় দীর্ঘসময় ধরে থাকা মানুষদের কাছে জানতে চান এই প্রতিবেদক। প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন কারণের কথা বলেন ট্রাফিক পুলিশ, গণপরিবহনের চালকেরা। ট্রাফিক পুলিশ বলেছে, রাস্তায় মোটরসাইকেল রেখে আরোহীদের দাঁড়িয়ে থাকা, ইঞ্জিনে পানি ঢুকে যানবাহন অচল হয়ে পড়া, রিকশা-অটোরিকশার অলিগলিতে ঢুকে পড়ার প্রবণতা যানজটের অন্যতম কারণ। গণপরিবহনের চালকেরা বলছেন, রাস্তার খানাখন্দের কারণে তাঁরা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারেন না। রাস্তায় পানি জমে থাকলে গাড়ি আটকে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন নাজুক ড্রেনেজ-ব্যবস্থার কথা।
সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না: কৃষিমন্ত্রী - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, কীভাবে সিন্ডিকেট করে কোল্ডস্টোরেজগুলো সাধারণ মানুষের টাকা শুষে নিচ্ছে। আমরা অসহায়, কিছুই করতে পারছি না। কী একটা অসহায় অবস্থা। আমরা বেশি চাপ দিলে তারা বাজার থেকে আলু তুলে নিয়ে যায়। কৃষিমন্ত্রী বলেন, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আলুতে আমাদের ঘাটতি নেই। গত বছর আলুতে কৃষক দাম পায়নি, তাই এ বছর তারা বেশি আলু চাষ করেনি। সেই সুযোগে এ বছর সিন্ডিকেট করে একটা অবস্থা তৈরি করা হয়েছে। এ সিন্ডিকেটের কারণে আমাদের মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
ডেঙ্গু পরীক্ষায় ভুল নেগেটিভের ঝুঁকিতে রোগীরা –শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু শনাক্তে বহুল প্রচলিত এনএস-১ পরীক্ষায় অনেক ক্ষেত্রে সঠিক ফল পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ডেঙ্গু ভাইরাসের ধরন বদলে যাওয়ায় এই পদ্ধতিতে সব ক্ষেত্রে ডেঙ্গু শনাক্তে সঠিক ফল আসছে না। সম্প্রতি এক সমীক্ষায় এর প্রমাণ মিলেছে।আক্রান্তদের ৪১ শতাংশের ক্ষেত্রে এনএস-১ পরীক্ষায় প্রকৃত ফল আসছে না। ‘বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এনএস-১ পরীক্ষার রিপোর্ট নানা কারণে পজিটিভ নাও আসতে পারে।
খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান ড্যাবের:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ শুক্রবার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের নিষ্ঠুর আচরনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ড্যাব নেতৃবৃন্দ। তারা সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক খেলা বন্ধ করে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে পাঠানোর জোর দাবি জানিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেছেন ড্যাবের চিসিৎসকরা।
শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।
কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাই কোর্টের -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাই কোর্টের। দোষী সাব্যস্ত দুজনের ফাঁসির সাজার বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। সইফুল আলির ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। আনসার আলি মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড। ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলি এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ইমানুল হক, ভোলানাথ নস্কর এবং আমিনুর ইসলামকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়। অপরাধ অনুযায়ী এই চারজনের সাজার মেয়াদ শেষ হয়েছে, সে কারণেই অবিলম্বে বেকসুর খালাসের নির্দেশ বলেই পর্যবেক্ষণ হাই কোর্টের।
অভিষেকদের দিল্লি অভিযানকে ‘তামাশা’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পালটা দিল তৃণমূল–শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিনি লিখেছে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে বাকযুদ্ধ চলছেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি যার উপস্থিতিতে যাবতীয় কাণ্ড কারখানা, তিনি ফের তোপ দাগলেন এ রাজ্যের শাসকদলকে। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, তাঁর সঙ্গে দেখা করার সদিচ্ছাই ছিল না তৃণমূল প্রতিনিধিদের। তাঁরা ‘তামাশা’ করতে গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীর এই ‘মিথ্যাচার’ নিয়ে পালটা বিবৃতি দিয়েছে তৃণমূলও। এরাজ্যের শাসকদলের বক্তব্য, ”মিথ্যা কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী। ওর কথা সত্যি হলে আমরা ওর দপ্তরেই পৌঁছতে পারতাম না। আমাদের ৩ ঘণ্টা বসিয়ে রেখে ওকে পালাতে হত না। আর দিল্লি পুলিশ দিয়ে আমাদের হেনস্তা করা হত না।”
রাজ্যপালকে ‘ধাওয়া’ করবে তৃণমূল, যেখানেই যাবেন, শুনবেন ১০০ দিনের কাজ ও আবাসের টাকার দাবি–শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘গ্রাউন্ড জিরো’য় যাওয়ার পক্ষপাতী। এ বার সেই রাজ্যপালকে ‘গ্রাউন্ড জিরো’তেই ঘেরার কৌশল নিচ্ছে তৃণমূল। শাসকদল সূত্রের খবর, অতঃপর রাজ্যপাল যেখানেই যাবেন, সেখানেই তাঁকে শুনতে হবে ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া টাকা দেওয়ার দাবি। রাজ্যপালকে রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’-এর চেয়ে বাংলায় নিযুক্ত ‘কেন্দ্রের প্রতিনিধি’ হিসাবেই দেখা শুরু করেছে তৃণমূল।
শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।