অক্টোবর ০৭, ২০২৩ ১১:২৩ Asia/Dhaka
  • 'বিষ্ণোইকে না ছাড়লে খুন করা হবে মোদিকে’

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমেছে-প্রথম আলো
  • তৃতীয় টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • সরকার পতনের একদফা দাবি বিএনপির মূল টার্গেট ঢাকা-যুগান্তর
  • বিএনপি’র কঠোর আন্দোলনের হুমকি উপহাস–মানবজমিন
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা-যানজটে নাকাল জনজীবন-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • ভয়ের অন্ধকারে ডুবেছে সিকিম, রাত জেগে তিস্তার গর্জন শোনেন ওঁরা!-আনন্দবাজার পত্রিকা
  • বিষ্ণোইকে না ছাড়লে খুন করা হবে মোদিকে’, হুমকির জেরে আরও কঠোর নিরাপত্তা-সংবাদ প্রতিদিন
  • লড়াই আগের চেয়েও তীব্র, ধর্নায় বার্তা অভিষেকের-আজকাল
  • নিউজক্লিক: নিপীড়নের প্রতিবাদ ছড়ালো বিশ্বে, হাইকোর্টে শুনানি ৯ অক্টোবর-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী-অবাধ–নিরপেক্ষ নির্বাচন আমাকে শেখাতে হবে না-প্রথম আলো

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাঁকে শেখাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এ কথা তিনি যুক্তরাষ্ট্রেও বলে এসেছেন। বারবার সুষ্ঠু ভোটের কথা কেন আসছে—এই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছন, যুক্তরাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়নি। একদিকে আমার আইনশৃঙ্খলা সংস্থার ওপর স্যাংশন দেবে, আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব।

এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর গণভবনে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। ফখরুল বলেন, ‘আবার তারা (সরকার) জোরেশোরে বলতে শুরু করেছে, আমরা নির্বাচন করব, সংবিধান অনুযায়ী নির্বাচন করব, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী গণভবনে সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন। এসব মিথ্যা কথা বলে, প্রতারণা করে, খালি মাঠে যাকে বলি ওয়াক ওভার নিয়ে আবারও সরকার গঠন করতে চায়।

রাজনীতির অপর এক খবরে যুগান্তর শিরোনাম করেছে এমন, সরকার পতনের একদফা দাবি, বিএনপির মূল টার্গেট ঢাকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের টানা কর্মসূচির শেষ দিনে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকাকেন্দ্রিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এজন্য এসব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। ১৮ অক্টোবরের আলটিমেটাম মেনে সরকার পদত্যাগ না করলে দুর্গাপূজার পর আন্দোলনের চূড়ান্ত ধাপে নামবে বিএনপি ও তার মিত্ররা। সেক্ষেত্রে ঘেরাও দিয়ে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হতে পারে। আর মানবজমিনের খবরে বিএনপির কঠোর আলটিমেটামের প্রতিক্রিয়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র কঠোর আন্দোলনের হুমকি উপহাস মাত্র।

অর্থনীতির খবরে প্রথম আলো লিখেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমেছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স আসে এমন ১০টি উৎস দেশের মধ্যে ৭টি থেকেই আয় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের উৎস যুক্তরাষ্ট্র থেকে আয় আসা প্রায় অর্ধেকে নেমেছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে দেড় বছর ধরে ডলার-সংকট চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা কমে যাওয়ায় সেই চাপ আরও বাড়ছে।যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি নাগরিকদের বড় অংশই শিক্ষিত। তাঁদের আয় না কমলেও দেশে আয় পাঠানো কমিয়ে দিয়েছেন। বৈধ পথের চেয়ে হুন্ডিতে দাম অনেক বেশি। এ জন্য এখন অনেকেই সেই পথ বেছে নিচ্ছেন। 

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

ভয়ের অন্ধকারে ডুবেছে সিকিম, রাত জেগে তিস্তার গর্জন শোনেন ওঁরা! আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তারই মধ্যে পাহাড়ের কোলে একটা-দু’টো আলো টিমটিম করে জ্বলছে। আর সে দিকে তাকিয়েই মনে ভয় আর আতঙ্ক নিয়ে রাত্রিযাপন করছেন বানভাসি উত্তর সিকিমের বহু মানুষ। ভোর হওয়ার অপেক্ষা এবং আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। মনে তাঁদের একটাই প্রশ্ন, ‘‘তিস্তা আবার রুদ্রমূর্তি ধারণ করবে না তো? অন্ধকারে ভেসে যেতে হবে না তো?’’ হু হু করে বাড়ছে সিকিমের দুর্যোগে মৃত্যুর সংখ্যা। সিকিমের লোনক হ্রদ ফেটে সৃষ্টি হওয়া বন্যা কমপক্ষে ২৪ হাজার মানুষের জীবনে প্রভাব ফেলেছে। মৃত্যুর সংখ্যা ২৫ ছাড়িয়েছে।

কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪-সংবাদ প্রতিদিন

কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা রদ। পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাই কোর্টের। দোষী আনসার আলি মোল্লা এবং সইফুল আলি মোল্লাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বেকসুর খালাস আমিন আলি,  ইমানুল হক,  ভোলানাথ নস্কর এবং আমিনুর ইসলাম।  ২০১৩ সালের ৭ জুন পরীক্ষা দিয়ে কামদুনির (Kamduni) বাড়িতে ফিরছিলেন রাজারহাট ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীটি। অভিযোগ, বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফেরার পথে তাঁকে রাস্তা থেকে জোর করে পাঁচিল ঘেরা একটি ঘরে নিয়ে যায় নজন দুষ্কৃতী। সেখানেই দফায় দফায় চলে গণধর্ষণ।এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ধিক্কার-আন্দোলন শুরু হয়। রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তদন্তভার হাতে নিয়ে সিআইডি অভিযুক্ত ৮জনকে গ্রেপ্তার করে।ওই মামলায় ২০১৬ সালে ৬ জন অভিযুক্তর সাজা ঘোষণা করেছিল কলকাতা নগর দায়রা আদালত।

বিষ্ণোইকে না ছাড়লে খুন করা হবে মোদিকে’, হুমকির জেরে আরও কঠোর নিরাপত্তা-সংবাদপ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এক গুচ্ছ হুমকি। যার জেরে সারা দেশে কঠোর করা হল নিরাপত্তা। সতর্ক করা হল নিরাপত্তা এজেন্সিগুলোকে। উড়ো ই-মেলে হুমকি দেওয়া হয়েছে, গ‌্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুক্তি দেওয়া না হলে এবং পাঁচশো কোটি টাকার দাবি মেটানো না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও।

জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে এসেছে একটি উড়ো ই-মেল। যেখানে প্রেরকের কথা না বলা থাকলেও দাবি জানানো হয়েছে বিষ্ণোইকে মুক্তি দেওয়ার। ফলে প্রেরক যে বিষ্ণোইয়ের অনুগামী এমনটাই মনে করছে পুলিশ ও গোয়েন্দারা। ন‌্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এই ই-মেল পাওয়ার পরেই সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের যেখানে ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি খেলা হতে চলেছে। যদিও হুমকি মেলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তবে সতর্কতা বাড়ানো হয়েছে সব স্টেডিয়ামেরই। অন‌্যদিকে, পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে ই-মেলটি কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বের করার। বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে এনআইএ-র তরফে সতর্ক থাকার বার্তা দিয়ে হুমকি ই’মেলটির বিষয়ে জানানো হয়েছে।হুমকি ই-মেলে বলা হয়েছে, ‘ভারতে সব কিছুই বিক্রি হয় তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি। তোমাদের সরকারের কাছ থেকে পাঁচশো কোটি এবং লরেন্স বিষ্ণোই চাই। না হলে নরেন্দর মোদিকেও উড়িয়ে দেওয়া হবে, মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়া হবে।’ যোগাযোগ করতে হলে ই-মেলের মাধ‌্যমেই যোগাযোগ করার কথা বলা হয়েছে।

উল্লেখ‌্য, অতীতে সলমন খানকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের তরফে। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন এবং কানাডার ওটাওয়ায় সুখদল সিংয়ের হত‌্যার দায় স্বীকার করে দাবি করেছে লরেন্স বিষ্ণোই। যদিও সুখদলের বিষয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু ই-মেল পেয়েই সতর্ক হয়েছে সারা দেশ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ