অক্টোবর ০৯, ২০২৩ ১৬:৪১ Asia/Dhaka
  • 'রিজার্ভ ১০ বিলিয়নে নামলে বিপদ, শ্রীলঙ্কার সঙ্গে মিল!'

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রিজার্ভ ১০ বিলিয়নে নামলে বিপদ, আইএমএফের সহায়তা না–ও মিলতে পারে: রেহমান সোবহান-প্রথম আলো
  • দেশে চিকিৎসা নেই, খালেদাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ-ইত্তেফাক
  • মার্কিন পর্যবেক্ষক দলকে,  অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী-ডেইলি স্টার বাংলা
  • শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-যুগান্তর
  • বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • সংবাদমাধ্যম নিষেধ, নিষেধ মোবাইলে ছবি, সাত বঞ্চিত আর চিঠি নিয়ে রাজভবনে অভিষেক-আনন্দবাজার পত্রিকা
  • এবার কংগ্রেস শাসিত ৪ রাজ্যে জাতিগত জনগণনা, দলীয় বৈঠক শেষে ঘোষণা রাহুলের-সংবাদ প্রতিদিন
  • ২ বছরে বিজেপির ৭ বার মিছিল রাজভবনের বাইরে, ১৪৪ ধারা প্রসঙ্গে রাজ্যপালকে প্রশ্ন অভিষেকের-আজকাল
  • কংগ্রেস বিজেপি’র সরাসরি লড়াই তিন রাজ্যে-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

দেশে চিকিৎসা নেই, খালেদাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে এখন সিসিইউতে রাখা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার পরর্বতী ধাপের চিকিৎসা বাংলাদেশে করার ব্যবস্থা- মেশিনারি, জনবল এবং চিকিৎসাক নেই বলে মত দিয়েছে ১৭ জনের সম্মিলিত মেডিক্যাল বোর্ড। এ অবস্থায় তাকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সম্মিলিত মেডিক্যাল বোর্ড এ তথ্য জানায়। বার্ধক্যজনিত কারণে রোগ না, সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার অবস্থা আশংকাজনক হয়েছে বলেও জানানো হয়েছে।

দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি। তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। প্রথম আলো এ সম্পর্কে লিখেছে, ঢাকায় সফররত মার্কিন প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাঁদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেছেন। আর যুগান্তরে লেখা হয়েছে, বিএনপি বলেছে, শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।

রিজার্ভ ১০ বিলিয়নে নামলে বিপদ, আইএমএফের সহায়তা না–ও মিলতে পারে: রেহমান সোবহান-প্রথম আলোর অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, দেশের রিজার্ভ এখন যা আছে, তার চেয়ে কমে গেলে বিপদ হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেন, রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকলে একসময় যদি তা ১০ বিলিয়ন ডলারে নেমে আসে, সেই সময় এমন হতে পারে যে আইএমএফের সহায়তা পাওয়া যাবে না।বাংলাদেশের রিজার্ভ যেভাবে ধারাবাহিকভাবে কমছে, তার সঙ্গে শ্রীলঙ্কার মিল খুঁজে পান রেহমান সোবহান।শীর্ষস্থানীয় এই অর্থনীতিবিদ বলেন, দেশের আর্থিক খাতের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। ঋণ নেওয়ার পর ফেরত না দেওয়াটা নিয়মে পরিণত হয়েছে। এটা করার জন্য বড় ব্যবসায়ী নয়; বরং যারা এসব করছেন, তাঁরা নিজেদের বড় রাজনীতিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে মানবজমিনের একটি খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক রকম প্রতিবন্ধকতা আসবে। কারণ আমাদের শত্রু বাইরে থেকে  আসতে হয় না, দেশের ভেতরেও আছে। রিজার্ভ নিয়ে এত চিন্তার কিছু নেই।

শিক্ষা কর্মকর্তার ঘুসের রেট: প্রধান শিক্ষক নিয়োগে ১ লাখ, কর্মচারী ৬০ হাজার-যুগান্তরের এ খবরে বলা হয়েছে, নিয়মিত আসেন না অফিসে। উপস্থিত থাকেন না কোনো জাতীয় দিবসের সরকারি কর্মসূচিতে। সরকারি-বেসরকারি কারও ফোনই তিনি রিসিভ করেন না। তবে কড়ায়-গণ্ডায় ঘুস আদায়ে তার জুড়ি মেলা ভার। গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ জমা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।শিক্ষা বিভাগের উদাসীনতায় ঘুস আদায়ে বেপরোয়া হয়ে উঠেছেন শিক্ষা বিভাগের এই কর্মকর্তা।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৭  নভেম্বর থেকে শুরু হবে পাঁচ রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া। ওই মাসের মধ্যেই নির্বাচন সেরে ফেলতে হবে বলে জানাল কমিশন। ৩ ডিসেম্বর একসঙ্গেই পাঁচ রাজ্যের ভোটগণনা হবে। রাজস্থান মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম- পাঁচটি রাজ্যে নির্বাচন হবে চলতি বছরের শেষে। একমাত্র ছত্তিশগড়েই দুই দফায় নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। আজ সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এ সম্পর্কে গণশক্তির শিরোনাম এরকম, কংগ্রেস বিজেপি’র সরাসরি লড়াই তিন রাজ্যে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০২৪’র লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন অংশই মনে করছিল পাঁচ রাজ্যের নির্বাচনের সঙ্গেই হবে লোকসভা ভোট। তা হচ্ছে না। কিন্তু লোকসভা ভোটের আগে এই পর্বের নির্বাচন কংগ্রেস এবং বিজেপি, দু’দলই গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশে লড়াই সরাসরি কংগ্রেস এবং বিজেপি’র।পাঁচ রাজ্যের মধ্যে কেবল মধ্য প্রদেশে সরকারে আছে বিজেপি। ২০১৮ সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয় কংগ্রেস।

এবার কংগ্রেস শাসিত ৪ রাজ্যে জাতিগত জনগণনা, দলীয় বৈঠক শেষে ঘোষণা রাহুলের-সংবাদ প্রতিদিন

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তার আগে দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কংগ্রেস। সেখানে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হল। শীঘ্রই কংগ্রেস শাসিত পাঁচ রাজ্যে জাতিগত জনগণনা হবে, জানালেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বের সাফ কথা, “দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।” ঘণ্টা চারেকের বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাঁচ রাজ্যের ভোটের আগে বিজেপির উপর জাতিগত জনগণনার বিষয়ে চাপ সৃষ্টি করা হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া জোটের অধিকাংশ দল জাতিগত জনগণনা চায়। তবে এই বিষয়ে জোটের সব দলের সঙ্গে আলোচনার হবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, “শ্রেণি বা ধর্মের বিষয় নয়। এটা গরিবির প্রসঙ্গ। এক দেশের মধ্যে দুটো দেশ। একটি আদানিজির। অন্য বাকিদের। জাতিগত জনগণনা হলে দেশের ছবিটা পরিষ্কার হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৯

ট্যাগ