গাজায় দুর্ভিক্ষের হাহাকার: ফিলিস্তিনি সাংবাদিক বললেন, আমরা সবাই মারা যাচ্ছি
https://parstoday.ir/bn/news/west_asia-i150546
একজন ফিলিস্তিনি সাংবাদিক এক বার্তায় গাজা উপত্যকার ক্ষুধার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে আমরা সকলেই মারা যাচ্ছি।
(last modified 2025-07-22T12:05:03+00:00 )
জুলাই ২০, ২০২৫ ২০:১৩ Asia/Dhaka
  • ছবিতে গাজার দুর্ভিক্ষ
    ছবিতে গাজার দুর্ভিক্ষ

একজন ফিলিস্তিনি সাংবাদিক এক বার্তায় গাজা উপত্যকার ক্ষুধার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে আমরা সকলেই মারা যাচ্ছি।

ইহুদিবাদী সরকারের তীব্র অবরোধ এবং অবিরাম আক্রমণের মুখে গাজার মানুষ এক মানবিক বিপর্যয়ের কবলে পতিত হয়েছে।  অবরুদ্ধ ফিলিস্তিনি ভূমিতে ব্যাপক দুর্ভিক্ষ, ব্যাপক ক্ষুধা এবং সীমাহীন যন্ত্রণা এই তিক্ত বাস্তবতার অংশ মাত্র। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক নাহিদ হাজ্জাজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন, আমরা সাংবাদিকরা আর সংবাদ প্রকাশ না করলে অবাক হবেন না। বিশ্বাস করুন, আজ আমি চরম ক্ষুধা থেকে উঠতে পারিনি। খাবার নেই। কারও কাছে টাকা থাকলেও বাজারে কেনার জন্য এখনও কিছুই নেই। আমরা সবাই অনাহারে আছি। আমরা সবাই মারা যাচ্ছি।

এদিকে, আল জাজিরার সংবাদদাতা আনাস জামাল আল-শরিফ তার ইনস্টাগ্রাম পেজে গাজার দুর্ভিক্ষ এবং ক্ষুধার ছবি শেয়ার করেছেন যা আজকের নিবন্ধে  প্রকাশিত হয়েছে

গাজায় ক্ষুধা তীব্র আকার ধারণ করেছে
ইহুদিবাদী সরকার গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
ক্ষুধা ও দুর্ভিক্ষ গাজার যুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুল সংখ্যক ক্ষুধার্ত মানুষের অবস্থা আশঙ্কাজনক।
গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৭১ জন শিশু অপুষ্টি এবং তীব্র ক্ষুধার কারণে মারা গেছে।
গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর ট্র্যাজেডি দিন দিন গভীরতর হচ্ছে।
খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে গাজার বাসিন্দারা প্রায়শই ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।