অক্টোবর ১০, ২০২৩ ১৬:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১০ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দক্ষিণের পথে রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ট্রেনে চড়ে গেলেন মাওয়া থেকে ভাঙ্গা-প্রথম আলো
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত নেতারা-মানবজমিন
  • শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন: হাইকোর্ট-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসেরআনন্দবাজার পত্রিকা
  • সন্ত্রাসবাদের সমর্থক ওয়েইসি, সেই কারণেই হামাসের পাশে! তোপ বিজেপির-সংবাদ প্রতিদিন
  • অবরুদ্ধ গাজায় বন্ধ খাদ্য-জ্বালানি, হামলা উদ্বাস্তু শিবিরেও-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আদিলুর-এলানের শুনানিতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট- দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দৈনিক মানব জমিনের শিরোনাম এটি। কী বলবেন আপনি?

২. কাসসাম ব্রিগেড মুখপাত্রের ঘোষণা: হামলার মধ্যে বন্দী মুক্তি নিয়ে ইসরাইলের সাথে কোনো আলোচনা হবে না। কতটা যৌক্তিক এই ঘোষণা?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না।মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে ফরিদপুরের ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে সুধী সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজনীতি-ফখরুল–আব্বাসদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের-প্রথম আলো

এবার বিএনপির নেতাদের মাথায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করার কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, ‘যে লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’বিএনপির নেতাদের আন্দোলন কর্মসূচির হুমকি সম্পর্কে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে। পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। বাংলাদেশে সাংঘাতিক আলোঝলমলে পরিবেশ হবে। এতে ফখরুলের অন্তর্জ্বালা, মঈনুদ্দিন খানের (মঈন খান) অন্তর্জ্বালা। রূপপুর বন্ধ করে দেবে বলেছে, কে বলেছে? আমরা বলছি রূপপুর যারা বন্ধ করতে চায়, সে ফখরুল, মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। সেটা আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন আহমেদের (মঈন খান) মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়...। যে লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’

বিএনপির ঢাকা অচল করে দেওয়ার কথা উল্লেখ করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল বলে ঢাকা অচল করে দেবে অক্টোবর মাসে। ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে।’বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কবে আসবেন, ডেটটা (তারিখ) দেন না! ডেট দেন, লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। আমরা প্রস্তুত।’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন: হাইকোর্ট-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনের মামলায় দণ্ডিত অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেছেন, যাবজ্জীবন দিলেই পারতেন, দেশটা জাহান্নাম বানিয়ে ফেলছেন!

বিচারপতি এমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানির সময় এমন মন্তব্য করেন।

এদিন আদালতে জামিনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। এসময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন?

এরপর আসামিদের আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবারো জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না।

একপর্যায়ে আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চাওয়া হয়। 

গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সন্ত্রাসবাদের সমর্থক ওয়েইসি, সেই কারণেই হামাসের পাশে! তোপ বিজেপির-সংবাদ প্রতিদিন

ইজরায়েল ও প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের ভয়ঙ্কর যুদ্ধের আঁচ ভারতীয় রাজনীতিতে। একদিকে যখন মোদি সরকার দাঁড়িয়েছে ইহুদি দেশটির পাশে, তখন প্যালেস্টাইনের পক্ষে সোমবার এক প্রস্তাব পেশ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস । এই ঘটনায় মঙ্গলবার কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েইসিকে তোপ দাগল গেরুয়া শিবির। বিজেপির জাতীয় সম্পাদক বান্দি সঞ্জয়ের তোপ, কংগ্রেস ও ওয়েইসি হামাস গোষ্ঠীকে সমর্থন করে সন্ত্রাসবাদকেই উৎসাহ দিচ্ছে।এক্স হ্যান্ডেলে কংগ্রেস এবং ওয়েইসির দলকে সঞ্জয় কটাক্ষ করেন, “হামাস গোষ্ঠীকে সমর্থন করে আদতে কংগ্রেস ও এআইএমআইএম সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছে। এই কারণেই আশ্চর্যের নয় যে ইউপিএ আমলে দেশে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়েছে।সোমবার একটি ভিডিও সাক্ষাৎকারে এআইএমআইএম প্রধান ওয়েইসি দাবি করেন, প্যালেস্টাইনের বিপুল পরিমাণ এলাকা দখল করে রেখেছে ইজরায়েল।শনিবার ইজরায়েলের বুকে ভয়াবহ হামলা চালায় প্যালেস্টাইনের জেহাদি সংগঠন হামাস।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে কেরলের ৭ হাজার বাসিন্দা রয়েছে! নিজের রাজ্য তথা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনি কেরলের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে।

আর গণশক্তি লিখেছে, অবরুদ্ধ গাজায় বন্ধ খাদ্য-জ্বালানি, হামলা উদ্বাস্তু শিবিরেও।

অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সোমবার রাতে দিল্লিতে এসে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শাহের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে যান তিনি। সেখানেই প্রায় এক ঘণ্টা ছিলেন বোস। বেলা ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে বৈঠক হয় রাজ্যপালের। তার পরেই সন্ধ্যার বিমানে তিনি রওনা দেন রাজধানীর উদ্দেশে। আর পর দিন সকালেই শাহের দফতরে তাঁর সাক্ষাৎপর্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

বড় দিদিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’! দুই একরত্তির গলা কেটে খুন যোগীরাজ্যে-সংবাদ প্রতিদিন পত্রিকার মর্মান্তিক এ খবরে লেখা হয়েছে, বড় দিদির হাতে খুন হল দুই একরত্তি বোন। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার এক তরুণীর বিরুদ্ধে। আরও অভিযোগ অঞ্জলি নাম্নী ওই অভিযুক্ত সব প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল। তবে শেষপর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে সে সব অপরাধ কবুল করেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। মৃত দুই শিশুকন্যা শিল্পী ও রোশনীর বয়স যথাক্রমে পাঁচ ও সাত।তরুণীর মা সুশীলা জানিয়েছেন, তিনি বিকেলে পরিবারের বাকিদের সঙ্গে পশুখাদ্য আনতে গিয়েছিলেন ৫টা নাগাদ। কিন্তু ফিরে এসে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে দুই বোনের মৃতদেহ। তাদের গলা কেটে খুন (Murder) করা হয়েছে।কেন এই কাজ করল ওই তরুণী? পুলিশের দাবি, অঞ্জলিকে কোনও আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল তার দুই বোন। আর তাই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই মনস্থ করে সে। নৃশংস ভাবে দুজনকে খুন করে পোশাক ও খুনের অস্ত্র বেলচাও ধুয়ে ফেলে অভিযুক্ত। কিন্তু পুলিশ ঠিকই রক্তের শুকনো দাগ খুঁজে পেয়ে যায়। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় সকলকে। তখনই নিজের অপরাধ স্বীকার করে নেয় অঞ্জলি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১০

ট্যাগ