অক্টোবর ২৯, ২০২৩ ১৫:০১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ২৯ অক্টোবর (রোববার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতের বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটো খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

প্রথমেই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • গাজায় স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করল সৌদি আরব: দৈনিক যুগান্তর
  • বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি : যা বলল ইইউ: দৈনিক কালেরকণ্ঠ
  • বিএনপি-পুলিশ সংঘর্ষ-পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার- ইত্তেফাক

  • সারা দেশে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আটক: প্রথম আলো
  • দেশকে সামনের দিকে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন
  • গ্রেপ্তার দেখানো হবে মির্জা ফখরুলকে : ডিএমপি- এনটিভি বিডি অনলাইন

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • রেশন বন্টনের দুর্নীতির টাকা মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অভিযোগ শুভেন্দুর, তীব্র প্রতিবাদ তৃণমূলের: দৈনিক আজকাল
  • মণ্ডপে মণ্ডপে বিদ্যুৎ 'চুরি', ১২৮২টি পুজো কমিটিকে জরিমানা লাখ লাখ টাকার: হিন্দুস্তান টাইমস
  • ক্রিকেট বিশ্বকাপের মধ্যেই কেরলে বিস্ফোরণ, দিল্লি, মু্ম্বইতে জারি ‘হাই অ্যালার্ট’: সংবাদ প্রতিদিন
  • খবর করতে গিয়ে ইহুদি হামলায় নিহত ২৫ সাংবাদিক, রিপোটার্সদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বার্তা ইসরাইলের’-পূবের কলম

বিশ্লেষণের বিষয়

১. ২৮ অক্টোবরের সমাবেশে হামলা, গ্রেফতার ও পণ্ড করার প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। এরইমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া, শনিবারের সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে দেখছেন এসব ঘটনা?
২. গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযান ঠেকাতে ভয়াবহ ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হচ্ছে- তিনি কেন এই সত্য মনে নিলেন?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

সারা দেশে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আটক: প্রথম আলো

বিএনপি-জামায়াতের ডাকা আজ রোববার সকাল-সন্ধ্যার হরতাল এবং গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি জেলা থেকে ৫৩২ জনকে আটকের খবর পাওয়া গেছে।

রংপুর

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাঁদের আটক করা হয়েছে।

দিনাজপুর

দিনাজপুরে বিএনপি ও জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলা থেকে ২৭ জনকে আট করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল আছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে জেলা কালেক্টরেট স্কুলের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেন, বিরামপুর শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১১ জন ও জামায়াতের ১ কর্মীকে আটক করা হয়েছে। পরে নাশকতার অভিযোগে করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিরোজপুর

পিরোজপুরে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার ২০, নাজিরপুর উপজেলার ৪, ইন্দুরকানি উপজেলায় ৪, নেছারাবাদ উপজেলার ৫, কাউখালী উপজেলার ২, ভান্ডারিয়া উপজেলার ১ ও মঠবাড়িয়া উপজেলায় ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা নাশকতায় জড়িত বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সরদার কামরুজ্জামান বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীদের পুলিশ আটক করে পুরোনো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।’

নোয়াখালী

নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ৮৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাঁদের আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ৮৪ জনকে আটক করা হয়েছে। তবে আজ হরতালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

আজ সকালে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে পুলিশ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খোকন চৌধুরীসহ অনেক নেতা-কর্মীকে আটক করেছে। আটক নেতা-কর্মীদের মধ্যে আরও আছেন কোম্পানীগঞ্জ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, নোয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. সুজন ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন।

রাজশাহী

রাজশাহীতে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে রাজশাহী মহানগর এলাকার ৭০ ও রাজশাহী জেলার ৫৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, হরতালের সমর্থনে নাশকতার পরিকল্পনার জন্য বৈঠককালে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলেছে।মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার কুসুম্বি ও সুঘাট ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শেরপুর থানার উপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ প্রথম আলোকে বলেন, আটক তিনজনই স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাইবান্ধা

গাইবান্ধায় হরতাল সমর্থনে পিকেটিং করার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরতালের সমর্থনে মিছিল থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সকাল সাতটার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করলে তাঁদের আটক করে পুলিশ। আটক ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, হরতালে শান্তিপূর্ণ কর্মসূচিতেও বিএনপির নেতা-কর্মীদের নামতে দিচ্ছে না পুলিশ। তাঁদের ওপর গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। সকালে সাইনবোর্ড এলাকা থেকে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের মুক্তির দাবি করেছেন তিনি।

নারায়ণগঞ্জে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ভাঙচুরের চেষ্টা করলে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে হরতাল সফল করার জন্য নাশকতা সৃষ্টি ও সরকার উৎখাতের জন্য গোপন বৈঠকের অভিযোগে বিএনপি-জামায়াতের ১৭ আটক করেছে পুলিশ। এর মধ্যে এজাহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হরতাল সফল ও সরকার উৎখাতের জন্য এক গোপন বৈঠকে মিলিত হন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরণ ঘটিয়ে জানমালের ক্ষতি করতে পারেন—এমন ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে পুলিশ আটক করেছে।

চাঁদপুর

হরতালের সমর্থনে পিকেটিং করার সময় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দু-এক জায়গায় হরতালকারীরা একটু পিকেটিং করার চেষ্টা করলে আমরা গিয়ে তা স্বাভাবিক করি। এ সময় আমরা বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করি।’

ঝিনাইদহ

হরতাল ঘরে গতকাল রাতে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ প্রস্তুত আছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

জয়পুরহাট

জেলাজুড়ে বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪১ জন বিএনপির এবং ৫ জন জামায়াতের নেতা-কর্মী বলে জেলা পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জয়পুরহাট সদর থানার ২৫ জন, কালাই থানার ৩ জন, পাঁচবিবি থানার ৬ জন, ক্ষেতলাল থানার ৫ জন ও আক্কেলপুর থানার ৭ জন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, নোয়াখালী, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ; প্রতিনিধি, দিনাজপুর, বিরামপুর, পিরোজপুর, গাইবান্ধা, শেরপুর, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও জয়পুরহাট)

গাজায় স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করল সৌদি আরব: দৈনিক যুগান্তর

গাজা উপত্যকায় স্থল অভিযান চালানো নিয়ে ইসরাইলকে সতর্ক করেছে সৌদি আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকিতে ফেলে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটি।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত শুক্রবার রাতে বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরাইলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। আর এর পরই স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করল সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের চালানো যে কোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব। কারণ এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে।

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এভাবে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালানো হলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, অঞ্চলটির স্থিতিশীলতার ক্ষেত্রে এর গুরুতর প্রভাব পড়বে।

৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করে তারা। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। গত শুক্রবার রাতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি : যা বলল ইইউ: দৈনিক কালেরকণ্ঠ

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (২৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে। 

এর পাশাপাশি ইইউ একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্সে লিখেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাজপথে সহিংসতায় প্রাণহানির বিষয়টি দেখে গভীরভাবে মর্মাহত।

তাঁরা আরো বলেছে, ‘অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।’ এর আগে গতকাল শনিবার রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানান। ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।

বিএনপি-পুলিশ সংঘর্ষ-পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার- ইত্তেফাক’

রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। 

এদিন দুপুরে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন, শামীম রেজা ও মো. সুলতান। তাদের মধ্যে শামীম রেজা গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক।  

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিটি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশকে সামনের দিকে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতার সুফল আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলাম, সেটি বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে আমরা সরকারে আছি। ২০০৯ সাল থেকে আজকে ২০২৩, এটি এখন এক বদলে যাওয়া বাংলাদেশ। আজকের ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করতে পারবে না ২০ বছর আগে কেমন বাংলাদেশ ছিল। সেখানে ক্ষুধা-দারিদ্র ছিল, বৈজ্ঞানিক কোনো কিছু ছিল না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা চালু করি। 

প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার।

জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। অনেক দেশই আমাদের সঙ্গে হয়েছিল, অনেকেই পিছিয়ে গেছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি।

ক্রিকেট বিশ্বকাপের মধ্যেই কেরলে বিস্ফোরণ, দিল্লি, মু্ম্বইতে জারি ‘হাই অ্যালার্ট’: সংবাদ প্রতিদিন

দেশে ক্রিকেট বিশ্বকাপ চলছে। বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফদের পাশাপাশি বিদেশি সমর্থকরাও রয়েছেন ভারতে। তখন কেরলে (Kerala) একটি ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দিল্লি (Delhi) এবং মুম্বইয়ের (Mumbai) নিরাপত্তা জোরদার করা হল। উল্লেখ্য, দুই শহরেই বিশ্বকাপের ম্যাচ রয়েছে। এছাড়াও উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিল প্রশাসন। 

রবিবার সকালে কেরলের এর্নাকুলম শহরের কালামাসেরি এলাকার একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। যার ফলে মৃত্যু হয়ে এক জনের। জখম হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। কেরল পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। ঘটনার সঙ্গে জঙ্গি যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

এর্নাকুলমে বিস্ফোরণের পরেই দিল্লি এবং মুম্বইয়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হল। অতিরিক্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরকে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিশেষত জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মুম্বইয়ে ইহুদি সেন্টার হিসেবে পরিচিত ছাবাদ হাউসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে সতর্ক মুম্বই পুলিশও।

এদিকে কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণ ঘটনার তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরক রাখা ছিল একটি টিফিন কৌটোতে। পুলিশ দাবি, আইইডি ব্যবহার করা হয়েছে ওই বিস্ফোরণে। অন্যদিকে আহতদের চিকিৎসার কথা মাথায় রেখে রাজ্যের চিকিৎসকদের ছুটি বাতিল করেছে কেরল সরকার।

রেশন বন্টনের দুর্নীতির টাকা মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অভিযোগ শুভেন্দুর, তীব্র প্রতিবাদ তৃণমূলের: দৈনিক আজকাল

রাজ্যে রেশন বন্টনের দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দিকে আঙুল তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তরে বসে তিনি বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর আমরা মনে করি তিনি সামনে ছিলেন। তাঁর তোলা অর্থ মুখ্যমন্ত্রী এবং শাসকদলের কাছে গেছে। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই হাজার হাজার কোটির দুর্নীতি সম্ভব ছিল না।' দিনভর তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।শুক্রবার সকালে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দুর্নীতির অভিযোগে এর আগে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিসহ অন্যান্য তৃণমূল নেতাদের নাম উল্লেখ করে শুভেন্দু লেখেন, এর পর হয়ত মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।

খবর করতে গিয়ে ইহুদি হামলায় নিহত ২৫ সাংবাদিক, রিপোটার্সদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বার্তা ইসরাইলের’-পূবের কলম 

অবিরাম বোমাবর্ষণ চালাচ্ছে ইসরাইল। গাজায় নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন সাংবাদিক।সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  সিপিজে বিবৃতি, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে। এই সমস্ত সাংবাদিকরা ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামাস-সমর্থিত রেডিও আল-আকসার। এই সংবাদমাধ্যমের ৭ সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইসরেল  প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় আসা সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ