নভেম্বর ২৯, ২০২৩ ১২:৪৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, "গুনাহ'র দরজাগুলো বন্ধ কর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং আনুগত্যের দরজাগুলো খোল 'বিসমিল্লাহ' বলার মাধ্যমে।"

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা আমল করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে। আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. হৃদয় রহমান।

গাজী আবদুর রশীদ: প্রায় ছয় মাস পর হৃদয় ভাইয়ের মেইল পেলাম। তো কী লিখেছেন তিনি?

আকতার জাহান: হৃদয় ভাই লিখেছেন, "ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর একের পর এক বর্বরোচিত হামলা চালাচ্ছে। ইহুদিবাদীদের এই হামলা অন্য যেকোন সময়ের বর্বরতাকে হার মানিয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডে চলা এই যুদ্ধ যদি দেশে দেশে ছড়িয়ে পড়ে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। আরব ও মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ এবং জোড়ালো অবস্থানই পারে নৃশংস ইসরাইলকে দমন করতে।"

চিঠির শেষাংশে তিনি ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরান ও পার্সটুডের ভূমিকার প্রশংসা করেছেন।

আশরাফুর রহমান: ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ লেখাটির জন্য এস এম হৃদয় রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "মন ও মননের চর্চার উপযুক্ত সঙ্গী রেডিও তেহরান। রেডিও তেহরান শ্রোতাদের পরম বন্ধু। শ্রোতাদের সংবাদ পিপাসা মেটাতে সদা তৎপর। শ্রোতাদের নৈতিক শিক্ষা এবং সুস্থ সংস্কৃতিতে আবদ্ধ রাখতে রেডিও তেহরান দিনকে দিন প্রগতিশীলতার পরিচয় দিয়ে চলেছে। তাইতো দিকে দিকে এবং দিনে দিনে রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা বাড়ছে। অজ্ঞানতার অন্ধকার ভেদ করে শ্রোতারা পেতে চায় জ্ঞানের আলো। রেডিও তেহরানের অনুষ্ঠানমালাতে সেই জ্ঞানের আলোর দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে।"

গাজী আবদুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নধর্মী চিঠিটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের রংপুরের পূর্ব শালবন থেকে শায়লা ফারজানা পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি নিজেকে রেডিও তেহরান-এর একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন,  "আমি রেডিও তেহরানের সকল অনুষ্ঠান শুনি। সব অনুষ্ঠান আমার ভালো লাগে। তার মধ্যে বেশি ভালো লাগে সোনালি সময় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির একটি পর্বে বইপড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয় যা ছিল খুবই উপভোগ্য।"

আকতার জাহান: বোন শায়লা ফারজানা, সোনালি সময় অনুষ্ঠানটি উপভোগ করেছেন জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন।

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন মো. সারিকুল ইসলাম। এ শ্রোতাভাই তার চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করেননি।

গাজী আবদুর রশীদ: চিঠিতে অবশ্যই ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করা উচিত যাতে আমরা প্রয়োজনে যোগাযোগ করতে পারি। তো আশরাফ ভাই, এ শ্রোতাবন্ধু কী লিখেছেন?

আশরাফুর রহমান: তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের খবর শুনি জ্ঞান আহরণের জন্য। গাজা-ইসরাইল যুদ্ধের খবর থেকে বুঝতে পারছি যে, ফিলিস্তিনের নিরপরাধ ও মজলুম মানুষকে ব্যাপকহারে হত্যা করা হচ্ছে। খবরে যা শুনছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইসরাইলের উগ্র ইহুদিরা চরম অপরাধী।"

আকতার জাহান: ভাই সারিকুল ইসলাম, সমসাময়িক বিষয়ে মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ. পরবর্তী চিঠিতে অবশ্যই ঠিকানা উল্লেখ করবেন।

আসরের পরের মেইলটি এসেছে কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান।

১৯ অক্টোবর প্রচারিত পুরো অনুষ্ঠান শোনার পর তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। লিখেছেন, “হযরত যেইনাব (সা. আ.) এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনে মুগ্ধ হয়েছি। কথাবার্তা অনুষ্ঠানে দু'টি সংবাদের ওপর সিরাজুল ইসলামের বিশ্লেষণ এবং হযরত ইমাম মাহদি (আ.) এর পুনঃআবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান ‘শেষ ত্রাণকর্তা’র ৫ম পর্বে ইহুদিবাদী খ্রিস্টানদের অপব্যাখ্যার উপর আলোচনাটি শুনে অনেক অজানা তথ্য জেনে আমার ভীষণ ভালো লেগেছে।”

গাজী আবদুর রশীদ: মোখলেছুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখার জন্য। আশা করি আবারও লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক মহ: হাফিজুর রহমান।

১৬ নভেম্বর প্রচারিত রংধনু আসরের প্রশংসা করে তিনি লিখেছেন, “লোভের পরিণতি সম্পর্কে কয়েকটি মহামূল্যবান বাণী, লোভ নিয়ে দুটি শিক্ষণীয় গল্প এবং সবশেষে কবি মতিউর রহমান মল্লিকের সুন্দর একটি উপদেশমূলক গানসহ প্রচারিত রংধনু আসর অত্যন্ত চিত্তকর্ষক ছিল। অনুষ্ঠানটি শোনার পর উপলব্ধি করলাম যে, লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ কষ্টের কারণ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের বিপথে চালিত করে। আমাদের লোভ পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।” 

আশরাফুর রহমান: ভাই হাফিজুর রহমান, রংধনু আসরসহ আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে চমৎকার ভাষায় নিয়মিত চিঠি লিখায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন।

আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর-এর সভাপতি , টি, এম, আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের 'রংধনু আসর' শিশু-কিশোরের পাশাপাশি বড়দের জন্যও সমান উপভোগ্য ও শিক্ষণীয় একটি অনুষ্ঠান। প্রিয়জন যেমন শ্রোতাদের মতামতপরামর্শকে তুলে ধরে, তেমনি রংধনু আসর বিভিন্ন গল্প, ছড়া, কবিতা, গানের মাধ্যমে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। ভালোলাগার, ভালোবাসার রংধনু ছোট-বড় সবার।"

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করার জন্য ভাই আতাউর রহমান রঞ্জু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে ২০২৩ সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতাবান্ধব কমর্সূচি কিংবা ফ্যান ক্লাবগুলোর তৎপরতা কেমন ছিল- সে সম্পর্কে মতামত জানব 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের কাছ থেকে। (অডিও)

গাজী আবদুর রশীদ:  আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আবু তাহের ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আশরাফুর রহমান: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন ৫টি মেইল।

চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের নাম প্রিয়জন। শ্রোতাদের চিঠিপত্রের এ আসরটি শুধু শ্রোতাদের আড্ডা নয়, বরং শ্রোতাদের সাথে রেডিও তেহরানের কর্মকর্তাদের এক মিলনমেলা। ফলে এ মিলনমেলায় অংশ নিতে সকল শ্রোতা সারা সপ্তাহ ধরে সোমবারের জন্য অপেক্ষায় থাকেন। আমিও তাদেরই একজন।"

আকতার জাহান:  এরপর তিনি লিখেছেন, "১৩ নভেম্বর প্রচারিত প্রিয়জনে চিঠিপত্রের শেষে প্রচারিত হয় একটি গান। 'স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন' শিরোনামের গানটি ছিল অসাধারণ। এটি আমাদের দেশপ্রেম ও ইসলামের প্রতি ভালোবাসাকে জাগ্রত করতে সহায়ক হয়েছে।"

গাজী আবদুর রশীদ: গানসহ চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে সুন্দর মতামতের জন্য ভাই শাহাদত হোসেন আপনাকে আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। আপনাদের অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও জ্ঞানমূলক দিকগুলো আমায় আকৃষ্ট ও সমৃদ্ধ  করে। রেডিও তেহরান প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা    দিয়ে চলেছে। সেসব শুনে নিরপেক্ষ ও সত্য ঘটনা জানতে পারছি। আমাদের  বিশ্বাস ফিলিস্তিনিরা একদিন নিশ্চিতভাবে বিজয় লাভ করবে।"

আশরাফুর রহমান: দখলদার ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনিরা বিজয়ী হোক বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের প্রত্যাশা এটাই। তো নিয়মিত ইমেইল করায় দেবাশীষ গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

রংপুর শহর থেকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি  ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।  

তিনি লিখেছেন, "পশ্চিমা প্রচারমাধ্যমগুলোকে পেছনে ফেলে শীর্ষে আসা জনপ্রিয় বেতার রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা। এদিক থেকে আমি একজন ভাগ্যবানও বটে। দিনের শতব্যস্ততার গ্লানি দূর করে প্রশান্তির বার্তা নিয়ে আসে রেডিও তেহরান। তাইতো রেডিও তেহরান সবখানের, সব বয়সের, সব মানুষের প্রিয়। বর্তমান বিশ্বে নিরপেক্ষ সংবাদ প্রচারের একমাত্র মাধ্যম অকুতোভয়  রেডিও তেহরান।"

আকতার জাহান: এরপর মোস্তাফিজ ভাই ১৪ নভেম্বর প্রচারিত পুরো অনুষ্ঠানের ওপর একটি মতামত দিয়েছেন। জানিয়েছেন, ওইদিনের দর্পন এবং গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি ভালো লেগেছে।

গাজী আবদুর রশীদ: ভাই ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, রেডিও তেহরান সম্পর্কে সার্বিক মূল্যায়ন এবং ১৪ নভেম্বরের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের বরিশালের কাশিপুর থেকে। আর পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের মাধ্যমে আমরা প্রতিদিন সারাবিশ্বের সঠিক সংবাদ জানতে পারি। ইহুদিবাদীদের বিষাক্ত ছোবলে মুসলমানদের প্রথম কেবল আল আকসা মসজিদ ও পূণ্যভূমি ফিলিস্তিন আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের এই মহাবিপদের দিনে সমগ্র বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই- তারা যেন চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। সেইসাথে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকায় ইরান সরকার ও ইরানি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।"  

আশরাফুর রহমান: সমসাময়িক বিষয়ে সুন্দর মতামতের জন্য ভাই জিল্লুর রহমান জিল্লু, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেলের প্রাপ্তিস্বীকার করছি যেগুলোতে শ্রোতাবন্ধুরা মতামত জানানোর পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের নয়াদিল্লির সিদ্বার্থ এক্সটেনশন রোড থেকে জয়ন্ত চক্রবর্তী
  • পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ
  • ছত্রিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  • বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থেকে মোঃ মেহেদি হাসান
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না
  • এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাজরাডাঙ্গা থেকে শ্রী দিপক চক্রবর্তী

আকতার জাহান: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে আররি ভাষার একটি বিখ্যাত কাসিদা। 'মাওলা ইয়া সাল্লি' শিরোনামের কাসিদাটি গেয়েছেন বাংলাদেশি কণ্ঠশিল্পী ইকবাল এইচ জে এবং তার সহশিল্পীবৃন্দ। 

গাজী আবদুর রশীদ: শ্রোতাবন্ধুরা, আপনারা  নাতে রাসূলটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

 

ট্যাগ