ডিসেম্বর ২২, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • অসহযোগের কৌশল সাজাচ্ছে বিএনপি-মানবজমিন
  • ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক-বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলায়নি জাতিসংঘ-প্রথম আলো

  • গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করছে ইসরাইল!-নয়াদিগন্ত
  • জাতীয় নির্বাচন-সশস্ত্র বাহিনীর দায়িত্ব জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়’-ইত্তেফাক

  • যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে’-যুগান্তরের খবর 

কোলকাতার শিরোনাম:

  • পাক সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান, এ বার কি ভোটের মাঠেও ‘কামব্যাক ইনিংস’ ক্যাপ্টেনের?-আনন্দবাজার পত্রিকা
  • অধীরদের ‘অযৌক্তিক দাবি’ হেসে ওড়ালেন রাহুল! তৃণমূলের সঙ্গে জোটের পক্ষেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব-সংবাদ প্রতিদিন
  • সাধারণতন্ত্র দিবসে ম্যাক্রোঁকে আমন্ত্রণ ভারতের-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক-বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলায়নি জাতিসংঘ-প্রথম আলো

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সংস্থাটির সেই অবস্থান অপরিবর্তিত আছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক স্টিফেন ডুজারিককে প্রশ্ন করেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের ক্ষমতাসীনেরা আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে। এর আগে বিরোধীদের কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গত দুই সপ্তাহে হেফাজতে ছয়জনের মৃত্যু হয়েছে। এরপরও কি আপনি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন, নাকি গণতন্ত্রে ফিরে যেতে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ নেবেন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি আপনার প্রশ্নের জবাব আগেও দিয়েছি। এমনকি আপনার উত্তরের একটি অংশ নিজেই বলেছেন। তা হলো—আমরা (জাতিসংঘ) একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি। এটা এমন একটি নির্বাচন হতে হবে, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। স্পষ্টতই, নির্বাচনের পর আমাদের কিছু বলার থাকতে পারে। তবে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত আছে।’

জাতীয় নির্বাচন-সশস্ত্র বাহিনীর দায়িত্ব জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়’-ইত্তেফাক

দ্বাদশ জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ সময়ে সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

যেসব দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী

• ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‌ইনস্ট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পন্ন হবে।

• রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজন অনুসারে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে। 

সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/ মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।

• রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোটগণনা কক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।

• সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে।

গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করছে ইসরাইল!-নয়াদিগন্ত

গাজায় প্রায় আড়াই মাস ধরে সর্বাত্মক শক্তি নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্রতিনিয়ত তারা বড় বড় সাফল্য লাভের দাবি করে আসছে। কিন্তু তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছে না। বিভিন্ন বিশ্লেষণে ইসরাইলি দাবিগুলো ভুয়া কিনা, সে প্রশ্ন ওঠছে।

ইসরাইল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন যে ১ ডিসেম্বর থেকে ইসরাইলি বাহিনী গাজায় দুই হাজার হামাস সদস্যকে হত্যা করেছে। এর ফলে নিহত হামাস সদস্যের সংখ্যা দাঁড়াল আট হাজার।

কিন্তু আল জাজিরার হামদাহ সালহুত অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে জানিয়েছেন, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে, তার সাথে এই দাবি বিপরীত মনে হচ্ছে। ফিস্তিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গাজায় ৭ অক্টোবর ইসরাইলি হামলা শুরুর পর থেকে যে ২০ হাজারের বেশি লোক নিহত হয়েছে, তার মধ্যে প্রায় আট হাজার শিশু এবং ৬,২০০ নারী। আ বাকি ৫,৮০০ ফিলিস্তিনি পুরুষের বেশির ভাগই বেসামরিক নাগরিক। 

ইসরাইলি সামরিক বাহিনী আরো দাবি করেছে, তারা হামাসের একটি বিশেষ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। এটির অবস্থান ছিল উত্তর গাজার প্যালেস্টাইন স্কয়ারের নিচে। এই সুড়ঙ্গটির সাথে অনেক বাড়ি, গোপন আস্তানা, বেশ কয়েকটি হামাস কর্মকর্তাদের অফিসের সংযোগ ছিল।

কিন্তু হামদা হালহুত বলেন, 'এখানেও ফাঁক রয়েছে। তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ বা ছবি প্রকাশ করেনি। তারা বরং মাটির ওপর থেকে তোলা বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে। ইসরাইল সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে আগেও যেসব দাবি করেছিল, সেগুলোর ব্যাপারেও প্রমাণ উপস্থাপন করেনি।'

যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে’-যুগান্তরের খবর 

দ্বাদশ সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠকে করেন তিনি।

সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

অসহযোগের কৌশল সাজাচ্ছে বিএনপি-মানবজমিন

সদ্য ঘোষিত অসহযোগ আন্দোলন সফলে কৌশলী হচ্ছে বিএনপি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে কীভাবে এই কর্মসূচি কার্যকর করা যায় সেটাই ভাবছেন দলটির নীতিনির্ধারকরা। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে এশিয়াসহ দুনিয়ার দেশে দেশে নন-কো-অপারেশন মুভমেন্ট কীভাবে সফল হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন বর্জন করা সরকারবিরোধী দলগুলোর সঙ্গে কর্মসূচি সফল করতে কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন দলটির দায়িত্বশীল নেতারা। সরকারের সেবামূলক প্রতিষ্ঠানে কর্মচারী ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন তারা। এ ছাড়া শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষকে অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছেন। কর্মপন্থা নির্ধারণে বুধবার রাতে ঢাকা বিভাগের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি ম্যারাথন বৈঠক করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

অধীরদের ‘অযৌক্তিক দাবি’ হেসে ওড়ালেন রাহুল! তৃণমূলের সঙ্গে জোটের পক্ষেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব-সংবাদ প্রতিদিন

 বঙ্গে একা লড়াই। আর তার জন‌্য ২০টা আসন! বুধবার এআইসিসি (AICC) সদর দপ্তরের বৈঠকে প্রদেশ নেতাদের এই ‘অযৌক্তিক’ কথা শুনে প্রথমে হেসে শেষে প্রবল ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্ন, ‘বাস্তবসম্মত কথা বলুন। কলকাতা থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বাংলায় দলের কজন বিধায়ক আছেন?’ তৃণমূলের সঙ্গে কংগ্রেস যে জোট করতে চলেছে সেই বার্তা দিয়েই এ রাজ্যে দলের ভোট শতাংশ সামনে রেখে এর পরই একেবারে বাস্তবসম্মত আলোচনা করে যান রাহুল। ‘অযৌক্তিক’ হলেও বাংলা থেকে যাওয়া প্রত্যেক নেতার কথা তিনি শুনেছেন এবং শেষে স্পষ্ট বলে দিয়েছেন, “বিজেপিকে হারানো ছাড়া দ্বিতীয় কোনও লক্ষ‌্য নেই। সংগঠনের কাজ করুন। দলের কর্মী চাই।”

পাক সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান, এ বার কি ভোটের মাঠেও ‘কামব্যাক ইনিংস’ ক্যাপ্টেনের?-আনন্দবাজার পত্রিকা

তোশাখানা মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজায় আগেই স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাই কোর্ট। এ বার পাকিস্তান সুপ্রিম কোর্ট বিচারাধীন ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’ মামলায় জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের আবেদন মঞ্জুর করল। সাধারণ নির্বাচনের আগে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কাছে শীর্ষ আদালতের এই রায় ‘বড় জয়’ বলে মনে করা হচ্ছে। ইমরানের পাশাপাশি ওই মামলায় তাঁর সহ-অভিযুক্ত, প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির জামিনের আবেদনও মঞ্জুর করেছে পাক সুপ্রিম কোর্ট।

চলতি বছরের অগস্টে ইসলামাবাদের বিশেষ আদালত তোশাখানা মামলায় তিন বছরের জেলের সাজা ঘোষণার পরেই ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পর ইসলামাবাদ হাই কোর্ট সেই সাজায় স্থগিতাদেশ দিয়ে ইমরানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ (ওএসএ)-এ মামলা চলায় তিনি মুক্তি পাননি। এই পরিস্থিতিতে বুধবার পিটিআই নেতৃত্ব জানিয়েছিলেন, আদিয়ালা জেল থেকেই লাহোর, মিয়াঁওয়ালি এবং ইসলামাবাদে তিনটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সাধারণতন্ত্র দিবসে ম্যাক্রোঁকে আমন্ত্রণ ভারতের-গণশক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন আসছেন না। এবার ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁকে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানালো নয়াদিল্লি। সেক্ষেত্রে ম্যাক্রোঁ হবেন ফ্রান্সের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান যিনি দিল্লিতে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি থাকবেন। জো বাইডেন আসছেন না কেন তার স্পষ্ট ব্যাখ্যা যদিও ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র, কোনও তরফ থেকেই স্পষ্ট করা হয়নি। তবে আন্তর্জাতিক স্তরে আলোচনা রয়েছে খালিস্তানপন্থী গুরপতওয়ন্ত সিং পান্নুনকে নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, পান্নুনকে আমেরিকার মাটিতেই হত্যার চেষ্টা করছে ভারত। তা নিয়ে দু’তরফে বারকয়েক বার্তা বিনিময়ও হয়েছে। বাইডেনের না আসার কারণ সম্পর্কে যদিও ভিন্ন একাধিক মতও রয়েছে। জানুয়ারির শেষে মার্কিন কংগ্রেসে তাঁর ভাষণের কথা রয়েছে। ২০২৪-এ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে। হোয়াইট হাউসের বিভিন্ন সূ্ত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের কারণও দেখিয়েছে। সম্প্রতি ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। তিনি জানিয়েছেন, দু’দেশের সম্পর্কে চিড় ধরার যে অনুমান চলছে তা সঠিক নয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২২

ট্যাগ