ডিসেম্বর ২৪, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৪ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক যুবককে রিমান্ডে চায় পুলিশ-প্রথম আলো
  • প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না: মানবজমিন
  • হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি-ইত্তেফাক
  • আজও কাফনের কাপড় জড়িয়ে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা-যুগান্তর
  • ‘মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লোটার চেষ্টা বাংলার মাটিতে চলবে না’-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • বাংলায় সফল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, দাবি বিজেপির, বেকারত্ব কমবে? পালটা প্রশ্ন তৃণমূলের-সংবাদ প্রতিদিন
  • সেনার অত্যাচারে মৃত্যু তিনজনের, উত্তাল জম্মু–গণশক্তি
  • লোকসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী-শাহের! বাদ পড়তে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
  • একবছর ধরে কিশোরীকে লাগাতার ধর্ষণ, রাজস্থানে তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ব্যাংকিং খাত নিয়ে ভুল তথ্য দিয়েছে সিপিডি- একথা বলেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আপনার পর্যবেক্ষণ কী?

২. স্থল অভিযান বন্ধ করবে ইসরাইল; জোর দেবে বিমান হামলার ওপর। গাজায় ইসরাইলের আগ্রাসন পরিকল্পনা সম্পর্কে আপনি কী বলবেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

‘মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লোটার চেষ্টা বাংলার মাটিতে চলবে না’-ডেইলি স্টার বাংলা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে। মানুষের উন্নয়নের কথা বলে। মানুষের জন্য কতটুকু করতে পারব সেই কথা বলে কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না। প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সেভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, সেটি জেনে দেশবাসী বিস্মিত।

আজও কাফনের কাপড় জড়িয়ে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা-যুগান্তর

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদ সংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। রোববার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। এদিন চাকরিপ্রার্থীদের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি ও পছন্দক্রম বাতিল, ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ এবং আগের বিসিএসগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পদ বাড়ানোর দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএসে হঠাৎ ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে দিতে তড়িঘড়ি করে খুবই অল্পসংখ্যক পদে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। সেই পদগুলোতে পছন্দক্রম নিয়েছে। এতে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ অসংখ্য প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েও নন-ক্যাডারের চাকরি পাবেন না। এটা ৪৩তম ব্যাচের সঙ্গে স্পষ্টই বৈষম্য। এ প্রক্রিয়া বন্ধ করে পদ বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

এর আগে সকালে আন্দোলনকারীরা পিএসসির ফটকে তালা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা পিএসসির সামনের দুই ফটকে অবস্থান নেন। অনেকে কাফনের কাপড় পরে, কেউ গলায় মুলা ঝুলিয়ে আন্দোলনে অংশ নেন।

প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না: বদিউল আলম মজুমদার-মানবজমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা কোনো নির্বাচনই না। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যেই এটা পড়ে না। নির্বাচনের যে গ্রামার-বিকল্প থেকে বেছে নেয়ার সুযোগ, সেটাও নেই। আজ সকালে রাজধানীর শের-ই-বাংলা নগর থানাধীন আগারগাঁওয়ের আইডিবি ভবনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, ভোটবিডি ওয়েবসাইট সম্পর্কিত অবহিতকরণ সভায় তিনি একথা বলেন।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না। নির্বাচন হতে হলে, গণতন্ত্র হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকবে। গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র। এটাকে আমি বলি ভোটাভুটির খেলা।

আমি মনে করি, আমরা এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছি। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে তা অসাংবিধানিক। তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলে বদিউল আলম মজুমদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে যে আইন তাতে বলা আছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করবে। কিন্তু যখন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল তখন সেটি উন্মুক্ত করে দিয়েছিল। সুতরাং আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তাই নির্বাচন কমিশনের আইনগত বৈধতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো তার সব কার্যক্রম, তফসিল ঘোষণা এবং নির্বাচন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি না থাকলে এটা নিশ্চিত করে বলা যায় যে, আওয়ামী লীগ চাইলে সকল আসনে জিততে পারে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বড়দিনের প্রাক্কালে ছুটির দিনে গড়ের মাঠে আয়োজিত হল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। গেরুয়া শিবির যতই এই আয়োজনকে সফল বলে দাবি করুক, তৃণমূল কংগ্রেস পালটা দিয়ে সাফ জানিয়ে দিচ্ছে, এই লোক দেখানো অনুষ্ঠানে লোক হয়নি। বিজেবির দাবি, বাংলায় সফল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ সফল হয়েছে এবং বেকারত্ব কমবে? এদিকে তৃণমূল পাল্টা তোপ , রোটি, কাপড়া, কামানের রাজনীতি করতে পারছে না বলেই ধর্মের হাত ধরতে হয়েছে। আজ সকাল ১০টায় ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠান শুরু হয়। মোট ২০টি আলাদা ভাগে ব্রিগেডকে ভাগ করা হয়।গীতাপাঠে উপস্থিত দ্বারকার শঙ্করাচার্য বলে দেন, বাংলায় বিভাজনের ষড়যন্ত্র চলছে। এক হতে হবে।

টার্গেট ৫০ শতাংশ ভোট! লোকসভায় নতুন মুখে জোর বিজেপির- এ শিরোনামের খবরে সংবাদ প্রতিদিন লিখেছে,

২০২৪ লোকসভা নির্বাচনে টার্গেট ৫০ শতাংশ ভোট। ইতিহাস গড়তে চান মোদি। সেই লক্ষ্যে নতুন বছর থেকেই জোরকদমে নেমে পড়বে বিজেপি (BJP)। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রস্তুতি নিয়ে শুক্র ও শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক বসেছিল। শুক্রবার বৈঠকে ছিলেন নরেন্দ্র মোদি। শনিবার বৈঠকে যোগ দেন অমিত শাহ। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এবারের লোকসভায় ৫০ শতাংশ ভোট চায়। আর আসন সংখ্যার নিরিখে শুধু বিজেপিরই টার্গেট থাকবে ৩৫০।

সেনার অত্যাচারে মৃত্যু তিনজনের, উত্তাল জম্মু-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, জেরার নামে সেনা অত্যাচারে তিন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। উত্তেজনার জেরে সীমান্ত জেলা পুঞ্চ ও রাজৌরিতে ইতিমধেই প্রশাসন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা। জনবিক্ষোভ ঠেকাতে তড়িঘড়ি নিহতদের ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করে সামাল দেওয়া যাচ্ছে না ক্ষোভ। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, কাশ্মীরে উগ্রপন্থীদের গুলিতে নিহত  হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারীক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৪

ট্যাগ