জানুয়ারি ০৪, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান।

আকতার জাহান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী (আ.) বলেছেন:  "শিক্ষাগ্রহণ করা অজ্ঞদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করেননি।  কিন্তু শিক্ষা দেয়া- জ্ঞানীদের জন্য তিনি বাধ্যতামূলক করেছেন।"

গাজী আবদুর রশীদ: আমরা সবাই সাধ্যানুযায়ী অন্যদের শিক্ষাদান করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। রংপুরের বুড়িরহাট থেকে ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগের সভাপতি।

ঈসায়ী ২০২৪ সনের শুভেচ্ছা জানাবার পর রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, "রেডিও তেহরান হচ্ছে হৃদয়ের আয়না। যে আয়নায় বাস্তব জীবনের সকল চিত্র প্রস্ফুটিত হয়। আমার মতে, রেডিও তেহরানের সব অনুষ্ঠান সব বয়সের সব মানুষের জন্য উপযোগী এবং উপকারী। রেডিও তেহরানের প্রাত্যহিক অনুষ্ঠানগুলো মানুষকে দেয় প্রাণ চাঞ্চল্যতা, কর্মে বাড়ায় শক্তি এবং জ্ঞানের বাড়ায় পরিধি। সকলের মাঝে গড়ে তোলে বন্ধুত্বের সুবর্ণ সুযোগ। তাইতো রেডিও তেহরানের অনুষ্ঠান আজ সকলের কাছে প্রিয়।"

আকতার জাহান:  এরপর তিনি রেডিও তেহরানের সুন্দর জীবন অনুষ্ঠানের প্রশংসা করে লিখেছেন, "সুন্দর জীবন অনুষ্ঠানটি মানুষের জীবনের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে জীবনকে সুন্দর করে গড়তে সহায়তা করে। এ অনুষ্ঠানের প্রতিটি কথাই উপদেশমূলক, যা মেনে চললে মানুষের জীবন হবে ত্রুটিমুক্ত।" 

গাজী আবদুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে সার্বিক মূল্যায়নের জন্য ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ গোংড়া গ্রাম থেকে। আর লিখেছেন, হিরামন সেখ।

রেডিও তেহরান বাংলা বিভাগের কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রেডিও তেহরান থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম; খুব ভালো লাগল। সুন্দর জীবন অনুষ্ঠান থেকে অনেক সুন্দর সুন্দর কথা জানতে পারলাম যা থেকে আমি খুবই উপকৃত হয়েছি। এছাড়া, বিশ্ব সংবাদ ও কথাবার্তা আসরে ভারতসহ বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ খবর ছিল। এজন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ।"

আকতার জাহান: আমাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য হিরামন সেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ

আসরের পরের মেইলটি এসেছে রংপুরের পীরগাছা থেকে। আর পাঠিয়েছেন এটিএম আতাউর রহমান রঞ্জু। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর-এর সভাপতি।

রঞ্জু ভাই লিখেছেন. "চলমান গাজা-ইসরাইল যুদ্ধে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ ও লাখ লাখ মানুষ আহত করেছে। ২৩ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছে। কিন্তু জাতিসংঘের তেমন পদক্ষেপ দেখছি না। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি নিরব কেন? ফিলিস্তিন কি স্বাধীনতা পাবে না? মুসলিম দেশগুলোসহ অন্যান্য শান্তিকামী দেশগুলোকে নিয়ে ইরান ইহুদিবাদী ইসরাইলকে উচিত শিক্ষা দিক- এটাই প্রত্যাশা।"

গাজী আবদুর রশীদ: ভাই আতাউর রহমান রঞ্জু, সমসাময়িক বিষয়ে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও লিখবেন।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী মিলন সংঘ থেকে মহ: হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, “মুসলিম বিশ্বের গর্ব ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে প্রতি শনিবার রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর তারিখে নতুন এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্বে ওমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান-পতনের ঘটনার সাথে আমরা পরিচিত হলাম। এরপর ২৩ ডিসেম্বর এই নতুন ধারাবাহিকের দ্বিতীয় পর্ব শুনলাম। দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের রেশ ধরে নিশাপুর শহরের প্রাচীন বিভিন্ন শাসক ও উত্থান-পতনের ইতিহাস সমন্ধে অবগত হলাম। সুন্দর, জ্ঞানবর্ধক ও আকর্ষণীয় অনুষ্ঠানটি উপহার দেওয়ায় জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

গাজী আবদুর রশীদ:  'অমর কিংবদন্তি ওমর খৈয়াম'শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে ইমেইল করায় ভাই হাফিজুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে মোঃ আজিনুর রহমান লিমন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সহ-সভাপতি।

‘রেডিও তেহরান এক চিকিৎসা কেন্দ্রও বটে’ শিরোনামের চিঠিতে তিনি লিখেছেন, “আমরা সাধারণত অসুস্থ্ হলে সুস্থতার লক্ষ্যে ডাক্তারের কাছে বা চিকিৎসা কেন্দ্রে যাই। কিন্তু আমার প্রিয় গণমাধ্যম রেডিও তেহরানও একটি চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে। রেডিও তেহরানের ‘স্বাস্থ্যকথা’ নামক অনুষ্ঠানটি শ্রোতাদের জন্য ভীষণ উপকারী হয়ে উঠেছে। গত ২০ ডিসেম্বর স্বাস্থকথার ৫ম পর্বে হার্টের ভাল্ব নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ জনাব ডা. প্রদীপ কুমার কর্মকার স্যারের আলোচনা ও উত্তরগুলো দারুণ ভালো লেগেছে। এজন্য ডাক্তার মহোদয়কে ও রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। এভাবে আগামীতে ডায়াবেটিস বিশেষজ্ঞের ধারাবাহিক আলোচনার আয়োজন শুনতে চাই।” 

আকতার জাহান: ভাই আজিনুর রহমান লিমন, স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। আর ডায়াবেটিস নিয়ে আমরা কয়েকমাস আগেই কয়েক পর্বের ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করেছি, আপনি আমাদের ওয়েবসাইট থেকে তা শুনে নিতে পারেন। চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কুষ্টিয়া খাদিমপুর বাজার মোখলেছুর রহমান পাঠিয়েছেন আসরের পরের মেইলটি।

১৮ ডিসেম্বর প্রচারিত প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, "আসরের প্রথমেই মসজিদের গুরুত্ব সম্পর্কে হযরত আলী (আ.)-এর মূল্যবান বাণী; বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলার জ্ঞানী-গুণী শ্রোতা বন্ধুদের লিখা সুন্দর সুন্দর ই-মেইলগুলোর জবাবদান; গত নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা হিসাবে বিজয়ের অনুভূতি সম্পর্কে আমার ভয়েস বার্তা; শ্রোতা বন্ধুদের পাঠানো রিসেপশন রিপোর্ট প্রাপ্তি সংবাদ এবং সব শেষে 'যুদ্ধ বন্ধ হোক' শিরোনামে যুদ্ধ বিরতির গানটি শুনে আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি।"

গাজী আবদুর রশীদ: ভাই মোখলেছুর রহমান, প্রিয়জন অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সেখ রাজিব পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা। ভীষণ ভালো লাগে কুরআন তেলাওয়াত, দৃষ্টিপাত, বিশ্বসংবাদ, কুরআনের আলো ও রংধনু আসর।"

আকতার জাহান: আমাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য রাজিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের এক নতুন শ্রোতার সঙ্গে। হ্যালো, প্রথমেই আপনার পরিচয় দিন।

আকতার জাহান: আপনার প্রস্তাব দুটি আমাদের বিবেচনায় থাকল। তো আজকের এই সাক্ষাৎকারপর্বে অংশ নেওয়ায় ভাই আসাদুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আবদুর রশীদ: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যাল।  

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের শ্রোতা সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরাইলের উগ্র জায়নবাদী প্রতিক্রিয়াশীল সরকার পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে নিরাপরাধ ও নিরস্ত্র সাধারণ মানুষের জীবন বিধ্বস্ত করার মারণ যুদ্ধে মত্ত হয়েছে। ইসরাইলের উগ্র দক্ষিণপন্থী ধর্মান্ধ জায়নপন্থী ইহুদি মৌলবাদী উন্মত্ত হয়ে নির্মম গণহত্যার অমানবিক পথে অগ্রসর। রেডিও তেহরানের শ্রোতাসমাজ এই অনৈতিক যুদ্ধ অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রসঙ্ঘকে উদ্যোগী হবার দাবি জানাচ্ছে।"

আকতার জাহান:  ভাই বিধান চন্দ্র সান্যাল, গাজা-ইসরাইল যুদ্ধ বন্ধে শ্রোতাসমাজের পক্ষ থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে ইমেইল করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি।

২৬ ডিসেম্বর প্রচারিত দর্পন অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "গত আসরের দর্পনে গাজা যুদ্ধে হামাসের অর্জন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আমেরিকা কিভাবে ইসরাইলকে সমর্থন করছে সে বিষয়েও আলোচনা করা হয়। এমন তথ্যবহুল প্রতিবেদনটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই।"

গাজী আবদুর রশীদ: দর্পন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা তারুণ্যের প্রতিচ্ছবি। এ বেতারের দুর্বার  গতিতে সব অন্যায় মুছে যায় নিমিষে। মুখে তার সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর, হৃদয়ে  আপনজনের  জন্য  অকৃত্রিম  ভালবাসা। তার  অমোঘ বাণী  মুক্তি  এনে  দেয়  সকলের। জীবনের মানে খুঁজে নিতে একটুও অসুবিধা হয় না। সে নিরাপদ পথের  দিশ  দেখিয়ে  শান্তি নিয়ে আসে। আমরা ধন্য হই।"

এরপর তিনি ২৬ ডিসেম্বর প্রচারিত দর্পন ও 'গল্প ও প্রবাদের গল্প' আসর অনুষ্ঠানের প্রশংসা করেছেন।

আকতার জাহান: ভাই দেবাশীষ গোপ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলো। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে সম্প্রতি রিলিজ পাওয়া একটি গান। যুদ্ধ, সংঘাত ও হতাশার বিরুদ্ধে গান লিখেছেন এবং সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। আর গেয়েছেন নচিকেতা চক্রবর্তী. আমিরুল মোমেনীন মানিক ও সিফাত রিজওয়ান নাফি।

গাজী আবদুর রশীদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী সপ্তাহে।

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

  

 

ট্যাগ