ভোট কারচুপি’র কথা বলছেন নৌকার পরাজিত প্রার্থীরাও
নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান ৬ সংগঠনে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- সরকার হঠাতে বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়ে আছে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- ভোট কারচুপি’র কথা বলছেন নৌকার পরাজিত প্রার্থীরাও - প্রথম আলো
- নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান ৬ সংগঠনের-মানবজমিন
- ৩৭ সদস্যের মন্ত্রিসভায় প্রায় অর্ধেকই ব্যবসায়ী -ডেইলি স্টার বাংলা
- নতুন সরকারের ১১ চ্যালেঞ্জ। -যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- ‘ইন্ডিয়া’র চেয়ারপার্সন করা হল খড়্গেকেই - আনন্দবাজার পত্রিকা
- ধর্ষকদের আশ্রয় দিচ্ছে বিজেপি! লোকসভার আগে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল -সংবাদ প্রতিদিন
- ভারতে এক বছরে খাবারের দাম বেড়ে দ্বিগুণ-গণশক্তি
- ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি সতর্কতা, সেনা কনভয়ে জঙ্গি হামলা-আজকাল
এবং আমি মুজাহিদুল ইসলাম
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
ভোট কারচুপি’র কথা বলছেন নৌকার পরাজিত প্রার্থীরাও-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে। ভোটের পরপর শেষ বেলায় প্রকাশ্যে ব্যালটে সিল মারাসহ কারচুপির অভিযোগ তুলেছেন ভোটে হেরে যাওয়া প্রার্থীদের অনেকে। এঁদের মধ্যে কেবল জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থী ও কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া নতুন দলগুলো নয়; আওয়ামী লীগের প্রার্থীও রয়েছেন। ৭ জানুয়ারি ভোটের দিন থেকেই বিভিন্ন আসনের প্রার্থীরা নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন। নির্বাচনের দিন থেকে গতকাল শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের ৪ জন, আওয়ামী লীগের স্বতন্ত্র ১৫জন, নৌকা প্রতীকে ভোট করা শরিক দল ২ ও বাকিরা অন্য দলের।
সরকার হঠাতে বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়ে আছে: ওবায়দুল কাদের-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু পিছু হটেনি, নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।
নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান ৬ সংগঠনের-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্ববান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজবন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস , ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস ,এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক,ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট (অস্ট্রেলিয়া) ও অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এমন বহু খবর ও তথ্য-প্রমাণ আছে, যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয়। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কারচুপির মতো বিষয়ও রয়েছে। এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতিসমূহ ক্ষুণ্ন করে। নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠ রোধ এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক।
বিএনপি সম্পর্কিত খবরে প্রথম আলোর একটি খবর এরকম, নিস্তেজ’ হয়ে পড়া আন্দোলনে গতি আনার পথ খুঁজছে বিএনপি।নেতা-কর্মীদের অনেকে আশা করছেন, মহাসচিবসহ কারাবন্দী নেতারা শিগগিরই মুক্তি পাবেন। আবার আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে। মানবজমিনের একটি খবরে ভোট নিয়ে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ ও চট্টগ্রাম-৩ আসনের দুই কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এছাড়া রাঙ্গামাটির আট কেন্দ্রে এবং খাগড়াছড়ির ১৯ কেন্দ্রের কোনো বাক্সে একটিও ভোট পড়েনি। দৈনিকটি শ্রমিক বিক্ষোভ সম্পর্কিত খবরে লিখেছে, গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে পোশাক শ্রমিকরা প্রায় এক ঘন্টা বিক্ষোভ করেছে। এ সময় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে জান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভিন্ন ভিন্ন কয়েকটি খবর এরকম-বাংলাদেশের ১৩ জেলায় শৈত্য প্রবাহ চলছে বলে খবর দিয়েছে ইত্তেফাক।বঙ্গবন্ধুরা সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। এফডিসি গেটের অগ্নিকাণ্ড নিয়ে ডিএমপি বলেছে, তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। আর যুগান্তর লিখেছে, নতুন সরকারের ১১ চ্যালেঞ্জ। আর ডেইলি স্টার বাংলা লিখেছে, ৩৭ সদস্যের মন্ত্রিসভায় প্রায় অর্ধেকই ব্যবসায়ী।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
সংবাদ প্রতিদিনের শিরোনাম- ধর্ষকদের আশ্রয় দিচ্ছে বিজেপি! লোকসভার আগে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ধর্ষকদের সমর্থন করে বিজেপি। গেরুয়া শিবির নারীবিদ্বেষী। মহিলাদের সম্মান করে না। এমন অভিযোগ তুলেই এবার বিজেপির বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিজেপির (BJP) আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপির কো-ইনচার্জ অমিত মালব্য তাঁর আইটি সেলে ধর্ষকদের চাকরি দিয়েছেন। অর্থাৎ যৌন হেনস্তায় অভিযুক্তদের রীতিমতো মদত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অথচ এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘ইন্ডিয়া’র চেয়ারপার্সন করা হল খড়গেকেই, বৈঠকে না থেকেও তৃণমূল বলল, এই কথাই তো মমতা বলেছিলেন। ইন্ডিয়া’র আগের বৈঠক হয়েছিল গত ১৯ ডিসেম্বর। যদিও সেই বৈঠক ছিল মুখোমুখি। সেখানে মমতা প্রস্তাব দিয়েছিলেন, খড়্গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
কেজরিওয়াল কি গ্রেপ্তার হচ্ছেন? ভারতের বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত এ খবেরে লেখা হয়েছে, ফের অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় সমন পাঠাল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৮ জানুয়ারি তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এড়িয়েছিলেন তিনি। আম আদমি পার্টির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, শুধু তাকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সে কারণেই তিনি হাজিরা দেননি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৩