বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
একনজরে ২৬ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৬ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
-
ঢাকায় চার ধরনের অপরাধ বাড়ছে-দৈনিক প্রথম আলো
- তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী-মানবজমিন-
- বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে : ওবায়দুল কাদের-নয়া দিগন্ত
- সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- নীতীশ আবার বিজেপির হাত ধরলে কতটা ক্ষতি হবে ‘ইন্ডিয়া’র? কী উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা?- আনন্দবাজার পত্রিকা
- বিতর্কের মাঝেই ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাল মালদ্বীপ-সংবাদ প্রতিদিন
- এবার রামমন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের, কী বলছে পড়শি দেশ?-দৈনিক সংবাদ প্রতিদিন
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
ঢাকায় চার ধরনের অপরাধ বাড়ছে-দৈনিক প্রথম আলো
একটি টেক্সটাইল কারখানার কর্মকর্তা অনিমেশ চন্দ্র সাহা ও শাহজাহান মিয়া গত ১০ অক্টোবর বিকেলে উত্তরায় আল–আরাফাহ্ ব্যাংক থেকে ৪৮ লাখ টাকা তুলে প্রাইভেট কারে চড়ে বনানীর অফিসের উদ্দেশে রওনা হন। তাঁদের গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর একটি প্রাইভেট কার তাঁদের থামতে সংকেত দেয়। গাড়ি থামাতেই র্যাব পরিচয়ে পাঁচ থেকে ছয়জন গাড়িতে উঠে পড়েন। তাঁদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে দুজনকে হাতকড়া লাগিয়ে চোখ, মুখ বেঁধে ফেলেন। এরপর গাড়ি ঘুরিয়ে ৩০০ ফুট রাস্তায় নিয়ে যান। দুজনের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছাড়াও তিনটি মুঠোফোন এবং কোম্পানির খালি চেকবই ছিনিয়ে নেন তাঁরা। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির ২৩ লাখ টাকাও উদ্ধার করা হয়।
সড়কে আটকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার খবর প্রায়ই শোনা যায়। এর সঙ্গে রাজধানীতে বাসাবাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মালামাল লুটে নেওয়ার ঘটনাও ঘটছে। গত ২৭ জুন রাজধানীর বাড্ডা লিংক রোডের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ টাকা লুট করে নেয় এক দল ডাকাত। ভুক্তভোগী গৃহকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘ছয়-সাতজন ডাকাত ঢুকে ২০-৩০ মিনিটের মধ্যে পুরো বাসা তছনছ করে। তাদের মধ্যে দুজনের মাস্ক পরা ছিল। সবার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাদের হাতে ছুরি ও চাপাতি ছিল।’
রাজধানীতে ডাকাতির ঘটনা বাড়ার বিষয়টি উঠে এসেছে পুলিশের তথ্যেও। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত তিন বছরের (২০২১-২০২৩ সাল) তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ডাকাতির পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা আগের বছরগুলোর তুলনায় বেড়েছে।
সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী-যুগান্তর
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া দিতে হবে। পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত।অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।
তিনি বলেন, কাস্টমের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে।
এ সময় অর্থমন্ত্রী আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দিতে হবে।
অর্থপাচার প্রতিরোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব- একথা স্মরণ করিয়ে দিয়ে নতুন এ অর্থমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি, কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে।
বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে : ওবায়দুল কাদের-নয়া দিগন্ত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি।
বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি। শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।’
জনগণের আন্দোলনে অচিরেই সরকারের পতন হবে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশে গণতন্ত্র ফেরানো পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির একমাত্র লক্ষ্য। জনগণ রাজপথে আন্দোলন করছে। এ আন্দোলনে অচিরেই সরকারের পতন হবে।’
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। শীতবস্ত্র বিতরণের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। মঈন খান বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের নামে প্রহসনের নাটক হয়েছে। জনগণ এ নির্বাচন বর্জন করেছে। এখানে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের নামে সিলেকশন হয়েছে। শুধু সাধারণ জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায়নি।’
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী-মানবজমিন
দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।আনিসুল হক বলেন, আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত, তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেবো, উদ্যোগ নেবো এবং উদ্যোগ যেটা আছে, সেটাকে আরও শক্তিশালী
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি যতদূর জানি, আমি যতদূর এই মামলার কাগজপত্রে দেখেছি, সেখান থেকে এইটুকু বলতে পারব যে, বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা, সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে বেশি কিছু বলব না। তার কারণ হচ্ছে যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তিনি নিশ্চয়ই আপিল করবেন এবং সেখানে কোনো প্রভাব পড়ুক, আমি চাই না।
নীতীশ আবার বিজেপির হাত ধরলে কতটা ক্ষতি হবে ‘ইন্ডিয়া’র? কী উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা?- আনন্দবাজার পত্রিকা
তাঁর সঙ্গে বৈঠকের পরেই দেশের বিজেপি বিরোধী সব দলকে নিজের বাসভবনে একসঙ্গে বসার ডাক দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন মনে করছেন, নীতীশ ‘ইন্ডিয়া’ ছেড়ে গেলে জোটের ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে। শনিবার এক প্রশ্নের উত্তরে বাংলার মুখ্যমন্ত্রী জানান, নীতীশ ছেড়ে চলে গেলে ইন্ডিয়ার পক্ষে তা ভালই হবে। মমতা মনে করেন, নীতীশ বিহারের জনতার চোখে অপ্রিয় হয়ে পড়েছেন। বেরিয়ে গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে।
শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন বাংলার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। যিনি বুধবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে বাংলায় তাঁর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। মমতা বলেছেন, বাংলায় একাই লড়বে তৃণমূল। বাকিটা ভোটের পরে দেখা যাবে। ঘটনাচক্রে মমতার এই ঘোষণার পরের দিনই বৃহস্পতিবার দুপুর থেকে বিহারের রাজনৈতিক সমীকরণে বড় বদলের ইঙ্গিত মেলে। জল্পনা শুরু হয় নীতিশের ‘ইন্ডিয়া’ ছেড়ে এনিডএতে যোগ দেওয়া নিয়ে। শুক্রবার এ বিষয়েই আনন্দবাজার অনলাইনের তরফে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। মমতা বলেন, একসঙ্গে লড়লেও বিহারে ৫-৭টার বেশি আসন পাওয়া যেত না।
বিতর্কের মাঝেই ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাল মালদ্বীপ-সংবাদ প্রতিদিন
কূটনৈতিক দ্বন্দ্ব চলাকালীন ভারতকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু। এদিন মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে ভারতের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা এবং আত্মীয়তার গভীর অনুভূতির উপর প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যে শতাব্দী পুরনো বন্ধুত্ব বলে উল্লেখ করা হয়েছে।পাশাপশি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মহম্মদ মুইজ্জু। সেখানেও ভারতকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এবার রামমন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের, কী বলছে পড়শি দেশ?-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার রামমন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের। জম্মু-কাশ্মীর ইস্যুতে সুবিধা করতে না পেরে ফের ধর্মের কার্ড খেলছে সন্ত্রাসবাদের চারণভূমি পড়শি দেশটি। যে দেশে অহরহ সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর নেমে আসে মৌলবাদের খাঁড়া এবার সেই দেশই ধর্মীয় সহিষ্ণুতার ধ্বজাধারী হিসেবে নিজেকে জাহির করতে মরিয়া।
অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে সরাসরি কড়া ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘেও রামমন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ। এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগল পড়শি দেশটি। রাষ্ট্রসংঘের সভ্যতা বিষয়ক দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মার্টিনসকে বুধবার একটি চিঠি লিখেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরম। ওই চিঠিতেই মুনির রামমন্দিরের প্রসঙ্গ তুলে ধরে লিখেছেন, ‘পাকিস্তান রামমন্দির নির্মাণ ও প্রাণপ্রতিষ্ঠার কড়া নিন্দা জানায়। অযোধ্যায় বাবরি মসজিদ ধবংস করে এই মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির ভারতে আঞ্চলিক সম্প্রীতি ও শান্তি বজার রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।”