ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১২:৪৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দেবো। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বাংলাদেশকে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ পর্যালোচনার আহ্বান জাতিসংঘের- মানবজমিন
  • উত্তপ্ত মিয়ানমার : আতঙ্কে ঘর ছাড়ছে ঘুমধুম সীমান্তের লোকজন- নয়াদিগন্ত
  • মিয়ানমারে অস্থিরতা: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক কোস্টগার্ড- দৈনিক বাংলা
  • দুর্বল ব্যাংক একীভূত করার পরামর্শ, ডলার আনা যাবে প্রশ্ন ছাড়া- প্রথম আলো
  • কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন- ইত্তেফাক
  • ভারতের মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর সিদ্ধান্ত, ইসলামী আন্দোলনের উদ্বেগ

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • বাজেট পেশ: আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করলেন না সীতারামন -হিন্দুস্তান টাইমস
  • হাইকোর্টের নির্দেশ, ভোররাত থেকে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো শুরু হিন্দুদের- আজকাল
  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি-পূবের কলম

বিশ্লেষণের বিষয়

১. ভাষার মাসের সম্মানে আজ বাংলাদেশ হাইকোর্ট সব আদেশ দিয়েছে বাংলায়। কিভাবে দেখছেন বিষয়টিকে? 

২. বিশ্ববাসী গাজা উপত্যকায় পাশ্চাত্যের নৈতিক অধঃপতন দেখতে পাচ্ছে: ইরান। আপনার পর্যবেক্ষণ কি?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বাংলাদেশকে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ পর্যালোচনার আহ্বান জাতিসংঘের- মানবজমিন

বাংলাদেশে মানবাধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘন বিষয়ক এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, যেকোনো সদস্য রাষ্ট্রের জন্য আমি বলবো সম্ভবত সবচেয়ে উত্তম মেকানিজম হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মধ্যে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ বা পর্যালোচনা করা। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন, জাতিসংঘ বাংলাদেশের শাসকগোষ্ঠীকে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর যে আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তারা। ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ যা বলুক তা আমরা পরোয়া করি না। আমার প্রশ্ন হলো, নিছক উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার ভয়াবহভাবে লঙ্ঘনের জন্য একটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতায় নেয়ার কোনো মেকানিজম আছে কিনা? এ প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, আমি বলবো সম্ভবত এটাই উত্তম কৌশল বা মেকানিজম যে, যেকোনো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ পর্যালোচনা করা।

উত্তপ্ত মিয়ানমার : আতঙ্কে ঘর ছাড়ছে ঘুমধুম সীমান্তের লোকজন- নয়াদিগন্ত

মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সঙ্ঘাতের জেরে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে। গোলাগুলির শব্দে আতঙ্ক বেড়েই চলেছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। সীমান্তবর্তী অনেকেই ঘর ছেড়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সীমান্তে গুলি বর্ষণ ও ভারী অস্ত্রের শব্দ শুনতে পায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্তা বাহিনী ও আরকার আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলমান রয়েছে। এর ফলে ঘুমধুম সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের বিস্ফোরিত অংশ এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী একটি বাড়ির উঠানে।

মিয়ানমারে অস্থিরতা: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক কোস্টগার্ড- দৈনিক বাংলা

মিয়ানমারের অভ্যন্তরে চরম অস্থিরতা বিরাজ করছে। জান্তা সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত-সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে প্রতিবেশী দেশটি। সেখানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতার বিরূপ প্রভাব যাতে বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় না পড়ে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেও তৎপর সীমান্তে দায়িত্বরত কোস্ট গার্ড ও বিজিবি। মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতংকে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী উপকূলের বাসিন্দারা।

দুর্বল ব্যাংক একীভূত করার পরামর্শ, ডলার আনা যাবে প্রশ্ন ছাড়া- প্রথম আলো

দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংক চায়, দুর্বল ব্যাংকগুলো ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা এখনই শুরু করুক।

দেশের সরকারি-বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পরামর্শ দেন গভর্নর। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, গভর্নর আব্দুর রউফ তালুকদার বৈঠকে বলেছেন, দেশের ৬১ ব্যাংকের মধ্যে ৪০টির মতো ব্যাংক ভালো অবস্থায় আছে। বাকিগুলোর মধ্যে ৮-১০টি ব্যাংক একীভূত হতে পারে। এ জন্য ভালো ও দুর্বল ব্যাংকের এমডিদের নিজেদের মধ্যে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন তিনি।

সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, ডলার-সংকট কাটাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে সভায়। বিদেশ থেকে কোনো বাংলাদেশি যেকোনো পরিমাণ ডলার আনলে কেউ প্রশ্ন করবে না, এমন আইন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক চালু করবে ডলার-টাকা অদলবদল পদ্ধতি। এর মাধ্যমে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে টাকা নিতে পারবে। প্রয়োজনমতো সেই ডলার আবার টাকা জমা দিয়ে ফেরত নিতে পারবে।

কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন- ইত্তেফাক

সৌদি আরবের দেওয়া কোটার অর্ধেক খালি রেখেই হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি)। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে। চলতি বছর যারা হজে যেতে চান তারা যেন আজই নিবন্ধন করেন এমন বার্তা দেওয়া হয়েছে। নিবন্ধনের সময় আর বাড়ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, গত ১৮ জানুয়ারি হজ নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ হলেও অনেক হাজি ও এজেন্সির অনুরোধে বিশেষ ৮ দিন দেওয়া হয়। এরপর যারা নিবন্ধন করতে পারবেন না তারা এ বছর আর হজে যেতে পারবেন না। যদি কোটা ফাঁকা থাকে তা সৌদি সরকারকে ফেরত পাঠানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ হাজার ৫০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪৫৩ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৫৮ হাজার ৬৮৯টি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই চার কোটা পূরণ না হলেও সৌদি সরকারকে ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়া ঠেকাতে আট দিনের সুযোগ দেয় মন্ত্রণালয়।

ভারতের মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর সিদ্ধান্ত, ইসলামী আন্দোলনের উদ্বেগ

ভারতের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের হিন্দু গ্রন্থ পড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পির)। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

রেজাউল করীম বলেন, ‘ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদের হিন্দু বানানোর গভীর চক্রান্ত করছে। ভারত হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতির দেশ। সে দেশে সংস্কৃতি রক্ষার নামে মুসলমানদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। ভারতের সরকারকে এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বাজেট পেশ: আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করলেন না সীতারামন -হিন্দুস্তান টাইমস

টানা ষষ্ঠবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মাত্র ৫৮ মিনিটেই বাজেট ভাষণ শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা তাঁর সংক্ষিপ্ততম বাজেট ভাষণ। তিনি অবশ্যই আগেই বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন বাজেটে কোনও চটকদারি ঘোষণার পথে হাঁটবেন না। আর সেটাই করলেন। তবে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন যে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদী সরকার। আর ভোটে জেতার জন্য কোনও চটকদারি ঘোষণা করছেন না বলে বুঝিয়ে দিলেন সীতারামন।

হাইকোর্টের নির্দেশ, ভোররাত থেকে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো শুরু হিন্দুদের- আজকাল

ব্যারিকেড সরানো হল জ্ঞানবাপী মসজিদের ‘ব্যাস কা তেহখানা’য়। পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে, কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার ভোর তিনটে থেকে শুরু হল পুজো। কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সদস্য গনেশ্বর শাস্ত্রী দ্রাবিড় পুজো করেন আজ। মঙ্গলারতিও হয়।

বুধবার বিকেলে জ্ঞানবাপী মসজিদে অবস্থিত পাতালঘর-"ব্যাস কা তেহখানা"য় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে বারাণসীর জেলা আদালত। বিচারক ডঃ অজয় কৃষ্ণ বিশ্বেশ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বলেছেন, এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি-পূবের কলম

গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হেমন্ত সোরেনের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন জেএমএমের সাংসদ মহুয়া মাজি। তিনি জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী এখন ইডি হেফাজতে রয়েছেন। ইডির একটি দলের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছেন ইস্তফা জমা দেওয়ার জন্য। চম্পাই সোরেন নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমাদের যথেষ্ট সংখ্যক আসন রয়েছে।’’

পার্সটুডে/আশরাফুর রহমান/১

 

ট্যাগ