ধাক্কা মুসলিম পক্ষের
জ্ঞানবাপী মসজিদে পূজো চলবে, রায় বহাল হাইকোর্টে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- ভালো কথা বললেও আপনারা ক্ষেপেন কেন-মানবজমিন
- বিএনপি না, দ্রব্যমূল্যই মাথাব্যথা: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- ধারাবাহিক বাংলাদেশে কমছে ভারতের অনুদান-প্রথম আলো
- সংসদে বিরোধী দলের অপমৃত্যু-ডেইলি স্টার বাংলা
- ভারতকে দুটি বন্দর ব্যবহারের অনুমতি, যা বললেন সচিব-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- ‘বন্ধু’ হেমন্তের গ্রেফতারে প্রতিবাদ মমতার, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না শুরু দিদির, ‘থিম’ রং কালো - আনন্দবাজার পত্রিকা
- জ্ঞানবাপীতে পুজো চলবে, নিম্ন আদালতের রায় বহাল হাই কোর্টে, ধাক্কা মুসলিম পক্ষের -সংবাদ প্রতিদিন
- হেমন্তর পাঁচদিনের ইডি হেপাজত -গণশক্তি
- নতুন মুখ্যমন্ত্রী পেল ঝাড়খণ্ড, শপথ নিলেন চম্পাই সোরেন -আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
সংসদে বিরোধী দলের অপমৃত্যু-ডেইলি স্টার বাংলার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, মন্ত্রিসভায় বিরোধী দলের তিনজন সংসদ সদস্যকে ঠাঁই দেওয়ার মতো বেশ কিছু নতুন রাজনৈতিক চিন্তাধারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ধন্যবাদ পেতেই পারে। এই ধারায় সর্বশেষ সংযোজন হলো বিরোধী দল বিহীন সংসদ।মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা খুব সম্ভবত ওয়েস্টমিনস্টার ব্যবস্থায় বিশ্বের একমাত্র প্রকৃত বিরোধী দল বিহীন সংসদ তৈরি করতে সক্ষম হয়েছি। ১১ আসন পাওয়া জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এর প্রতিটি আসন জাতীয় পার্টি পেয়েছে ক্ষমতাসীন দলের বদান্যতায়।একটি বিরোধী দল বিহীন সংসদের যে বিপদগুলো রয়েছে, সে বিষয়ে কি নতুন সরকার সচেতন হবে?
ভালো কথা বললেও আপনারা ক্ষেপেন কেন-আইনমন্ত্রী। শিরোনামটি মানবজমিনের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনায় 'সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে'-গতকাল বৃহস্পতিবারের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি তো বুঝলাম না আপনাদের জন্য ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপেন কেন।ভালো কথা বললেও আপনারা এটাকে অন্যভাবে নেন। ব্যাপারটা হচ্ছে আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধৃত করার জন্য সবরকমের চেষ্টা করতে যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে, ৫০ বছরও যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা এই খুনটা করেছে, তাদের ধরার জন্য যত সময় লাগুক, কিন্তু তাদেরকে আমরা ধরব। এই কথা বলেছি, আপনারা মনে করেছেন যে ৫০ বছরও লাগবে।তিনি বলেন, আমার কথা হচ্ছে-সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আসল অপরাধীকে ধরা উচিত।
বিএনপি না, দ্রব্যমূল্যই মাথাব্যথা: ওবায়দুল কাদের-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি না, দ্রব্যমূল্য নিয়েই সরকার বিশেষভাবে চিন্তিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি বলার পরের দিন দ্রব্যমূল্য কমে যাবে, সে ক্ষমতা আমার নেই। তবে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টাকরছি। তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপীই দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। ।’দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, লাগাম নেই সবজির বাজারে। ফের উর্ধ্বমুখী মাছ-ডিমের দাম।
ধারাবাহিক বাংলাদেশে কমছে ভারতের অনুদান-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তিন অর্থবছর ধরে ভারতের কাছ থেকে পাওয়া বাংলাদেশের অনুদানের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। এই সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় সরকারিভাবে কোনো ঋণ পায়নি বাংলাদেশ, যদিও দেশটির দেওয়া লাইন অব ক্রেডিটের আওতায় ঋণ পাওয়া অব্যাহত রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে তার অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের কাছ থেকে তেমন একটা অনুদান পাচ্ছে না। এর অর্থ এই নয়, তারা আমাদের সমর্থন করছে না। বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। এই কাতারে উত্তরণের পর থেকে অনুদান তো কমছেই, সেই সঙ্গে স্বল্প সুদের ঋণও কমে যাচ্ছে। বাড়ছে উচ্চ সুদের ঋণ।
যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বন্দর ব্যবহারে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ বিষয়ে বাংলাদেশের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেছেন, এটি নতুন কোনো খবর নয়। প্রক্রিয়াটি শুরু হয়েছিল সাত-আট বছর আগে। তাদের (ভারতকে) বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিনিময়ে আমরাও কলকাতা বন্দর ব্যবহার করছি।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
জ্ঞানবাপী মসজিদে পুজো চলবে, নিম্ন আদালতের রায় বহাল হাই কোর্টে, ধাক্কা মুসলিম পক্ষের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) ‘সিল’ করা বেসমেন্ট ‘ব্যাস তয়খানা’য় পুজো-অর্চনা চলবেই। মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়ে বারাণসীর জেলা আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাই কোর্টও। উচ্চ আদালত জানিয়ে দিল, এই মামলার শুনানি চলাকালীন মন্দির চত্বরে পুজো চালানো যাবে। সম্প্রতি, এএসআইয়ের (ASI) রিপোর্টে বলা হয়েছে মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও মিলেছে। সেই সঙ্গেই হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকার কথা উল্লেখ ছিল রিপোর্টে। অস্বিত্ব মিলেছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যও। সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পুজো করার দাবিতে বারাণসীর জেলা আদালতের দ্বারস্থ হয়। দিন দুই আগেই ‘ব্যাস কা তয়খানা’ চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরে মধ্য রাতেই শুরু হয় পুজোপাঠ, আরতি। প্রশাসনের উপস্থিতিতেই পুজো শুরু করেছে হিন্দু পক্ষ।
আনন্দবাজপার পত্রিকার খবরে লেখা হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার রাতে ইস্তফা দেওয়ার অব্যবহিত পরেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। ‘বন্ধু’র গ্রেফতারি নিয়ে শুক্রবার এক্স (সাবেক টুইটার) পোস্টে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পূর্ব ঘোষিত ধর্না শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল জয় পেতে চলেছে এনডিএ। কয়েক দিন আগেই এই ভবিষ্যদ্বাণী করেছিলেন ‘জন সুরজ’ মঞ্চের নেতা প্রশান্ত কিশোর (জাতীয় রাজনীতিতে যিনি ‘পিকে’ নামেই সমধিক পরিচিত)। এ বার রাহুল গান্ধীকে নিয়েও নিজের মতামত ব্যক্ত করলেন ভোটকুশলী। লোকসভা নির্বাচনের দু’মাস আগে কংগ্রেস নেতার এ ভাবে যাত্রা করার যৌক্তিকতা নেই বলেই সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করলেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২