ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ২০:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • দেয়ালে পিঠ ঠেকে গেছে ক্রেতাদের-মানবজমিন
  • দখলদার-লুটেরাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ: রিজভী-ইত্তেফাক
  • ‘স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দেন’-প্রথম আলো
  • বিএনপি সন্ত্রাস করতে চাইলে মোকাবিলায় কঠোর আইন বাস্তবায়ন: আইনমন্ত্রী-ডেইলি স্টার বাংলা
  • বাংলাদেশে ঢুকতে আবারও সীমান্তে অবস্থান নিয়েছে রোহিঙ্গারা-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • মোদী না-দিলেও এ মাসেই ১০০ দিনের কাজের টাকা পাবেন ২১ লক্ষ শ্রমিক- আনন্দবাজার পত্রিকা
  • বিহারে চাপে বিজেপি! -সংবাদ প্রতিদিন
  • মমতার চোখে সিপিআই(এম) না কি এখন বিজেপি’র ‘বন্ধু’!-গণশক্তি
  • মমতার ‘৪০ আসন’ কটাক্ষের জবাব দিল কংগ্রেস-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। 

‘স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দেন’-প্রথম আলোর মর্মান্তিক এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সকাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে বসে আছেন মিমি খাতুন। কখন তাঁর স্বামী মিলন হোসেনের লাশ আনা হবে, সেই অপেক্ষা করছেন তিনি। তাঁর পাশে বসে আছেন স্বামীর বোন সেলিনা খাতুন। দুজনই বিলাপ করছেন আর জানতে চাইছিলেন কখন মিলনের লাশ আসবে।কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা নদীর চর থেকে মিলন হোসেনের লাশের ৯ টুকরা চারটি স্থান থেকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে এসব টুকরা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চাঁদার দাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এস কে সজিবের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সজিবসহ পাঁচজনকে আটক করেছে।

তিন মানিব্যাগে তিন কোটি টাকার সোনা লুকিয়ে এনেছিলেন তিনি-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ৩টি মানিব্যাগে ২৮টি সোনার বার ও ১টি সোনার মুদ্রা লুকিয়ে রেখেছিলেন দুবাইফেরত এক যাত্রী। গতকাল শুক্রবার রাতে তাঁর কাছ থেকে এগুলো উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।গতকাল রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসেছিলেন।ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রাজনীতির খবরে ইত্তেফাকের শিরোনাম-'দখলদার-লুটেরাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ বলেছেন রিজভী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করা যাবে না। জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।বিবৃতিতে রিজভী আরও বলেন, গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে।তবে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারিদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

বাংলাদেশে ঢুকতে আবারও সীমান্তে অবস্থান নিয়েছে রোহিঙ্গারা-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ওপারে সীমান্তে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা। রাখাইনে চলমান সংঘাতের কারণে তারা এ অবস্থান নিয়েছে। তবে তাদের এ দেশে আসার ব্যাপারে বিরোধিতা করছেন উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা। তারা বলছেন, নিজ দেশ ছেড়ে এবার ভুল করা যাবে না।দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। ইতোমধ্যে রাখাইন রাজ্যের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে সংগঠনটি। ফলে বুচিডংসহ রাখাইনের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান নিয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

বড় ঘোষণা মমতার-১০০ দিনের কাজে বঞ্চিত ২১ লক্ষ মানুষকে টাকা দেব’। সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় বকেয়া নিয়ে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ করে বঞ্চিত ২১ লক্ষ মানুষকে আগামী ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। সেই টাকা পৌঁছে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শনিবার ধরনার শেষ দিনের ভাষণে এই ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। আর তাঁর এই ঘোষণা স্বভাবতই খুশির হাওয়া ১০০ দিনের কাজ করা শ্রমিক মহলে। 

বিহারে চাপে বিজেপি!-এ শিরোনামের খবরে সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, বিহারে চাপে পড়েছে বিজেপি! এবার আরও আসন ছাড়ার কথা বললেন নীতীশ কুমার। চিরাগের শর্তে কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নীতীশ কুমারের প্রত্যাবর্তনে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এনডিএ জোটের এলজেপি দলের নেতা চিরাগ পাসোয়ান। বিহারের গত বিধানসভা নির্বাচনের পর থেকেই নীতীশ এবং চিরাগের মধ্যে খিটির-মিটির চলছে। চিরাগের দলকে সমর্থন করার জন্য বিজেপিকে দুষেছিলেন নীতীশ।

মমতার ‘৪০ আসন’ কটাক্ষের জবাব দিল কংগ্রেস-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জোট শরিক কংগ্রেস লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জি। কংগ্রেস এবার তার জবাব দিল। শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘‘আমরা আশা করছি, উনি এখনও বিরোধী জোট ‘ইন্ডিয়া’রই সদস্য এবং ওঁর দাবি অনুযায়ী, উনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন।’’ রমেশ আরও বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই করাই প্রধান কাজ। আমরাও তা-ই চাই। তাই মনে হয় আমাদের যা করার তা একজোটে করা উচিত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩

ট্যাগ