ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৯:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ‘টেস্ট কেস’ হিসেবে থাকবে বাংলাদেশ-প্রথম আলো
  • আবারও বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের ৬৩ বিজিপির সদস্য-ইত্তেফাক
  • নোয়াখালীতে মা-মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজান আওয়ামী লীগ নেতা-মানবজমিন
  • পঁচাত্তরের পরে এবার সবচেয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে: শেখ হাসিনাডেইলি স্টার বাংলা
  • শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন: বিএনপি-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • অখিলেশ বলেছিলেন সাত, বিজেপি দিচ্ছে পাঁচ! তবুও ‘ইন্ডিয়া’য় ভাঙন ধরিয়ে এনডিএতে কেন জয়ন্ত?-আনন্দবাজার পত্রিকা
  • ন্যায় যাত্রার মাঝে ফের ইন্ডিয়া জোটে ভাঙন!-সংবাদ প্রতিদিন
  • এক দেশ এক ভোট’ অগণতান্ত্রিক, সংবিধানের বিরোধী: কোবিন্দ কমিটিতে বলল সিপিআই(এম)-গণশক্তি
  • রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলেরআজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

প্রথম আলো ও ইত্তেফাকের খবরের শিরোনাম-অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক-প্রথম আলোর এ শিরোনামের গুরুত্বপূর্ণ খবরে লেখা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি তৎপর আছে। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিজিবি। পরিস্থিতি যা–ই হোক না কেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এর আগে বিজিবি মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন।মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে তাঁদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। এর আগে দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তাঁরা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের মোট ৩২৭ সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।

শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন: বিএনপি-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার মাত্র এমন মন্তব্য করে বিএনপি বলেছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে-অবৈধ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সুবিধা দিয়ে- আদায় করেছে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন। বিশেষত নতজানু পররাষ্ট্রনীতি, অসম দ্বিপাক্ষিক বাণিজ্য, নামমাত্র মূল্যে ট্রানজিট সুবিধা, পানি সমস্যার সমাধানহীনতা, গোপন আদানি চুক্তিসহ, জাতীয় স্বার্থবিরোধী অজস্র প্রকল্প বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক লবিং। যার প্রমাণস্বরূপ শেখ হাসিনা নিজেই বলেছিলেন, ‘ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে’ এবং ওবায়দুল কাদের দাবি করেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের সময় ভারতই আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল। ’

নোয়াখালীতে মা-মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজান আওয়ামী লীগ নেতা-মানবজমিন

গত সোমবার দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মা (৩০) ও মেয়েকে (১২) ধর্ষণের জন্য বাড়িতে ঢোকার আগে চুরির নাটক সাজিয়েছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার (৫০)। সে অনুযায়ী তৃতীয় আরেকজনকে দিয়ে সিঁধ কেটে বসতঘরে ঢুকে মা এবং  মেয়েকে ধর্ষণ করেন। এর আগে বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে সফল না হয়ে সহযোগী হারুনের মাধ্যমে চুরির নাটক সাজানো হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তাঁরা।

বুধবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

রাহুলের ন্যায় যাত্রার মাঝে ফের ইন্ডিয়া জোটে ভাঙন!-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ফের জট ইন্ডিয়া জোটে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগেই সে রাজ্যের আরএলডি এবার জোট থেকে মুখ ফেরানোর ইঙ্গিত দিল। সব ঠিকঠাক থাকলে এনডিএ-তে যোগ দিতে চলেছে রাষ্ট্রীয় লোক দল। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন আরএলডি সুপ্রিমো।গেরুয়া শিবিরের তরফে চারটি আসন আরএলডি-কে দেওয়া হবে বলে জানানো হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই আরএলডি-র বিজেপি তথা এনডিএ জোটে শামিল হওয়ার জল্পনা জোরালো হয়েছে।খবরটিতে আরও লেখা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারিই নাকি এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে আরএলডি। 

সংবাদ প্রতিদিনের অন্য খবরে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক অব্যাহত। সে রাজ্যে বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র (Maharashtra) নবনির্মাণ সেনা তথা এমএনএস! এমনই গুঞ্জন। মঙ্গলবারই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনে যান রাজের দলের নেতারা। শোনা যাচ্ছে, আসন সমঝোতা নিয়ে জোর আলোচনা হয়েছে সেখানে। সব মিলিয়ে চাঞ্চল্য মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।এবছরই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন।

শাসনের চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এক দেশ, এক নির্বাচন চালু করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার গঠনের গোপন চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এক দেশ, এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকের পর জানাল তৃণমূল। একসঙ্গে নির্বাচন করা নিয়ে আগেই চিঠি লিখে আপত্তির কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা  আজ  দিল্লিতে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকে এক দেশ, এক নির্বাচন নিয়ে আপত্তি জানালেন দলের দুই প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের তরফে, দল বিরোধী আইন আরও শক্তিশালী করার দাবি জানানো হয়েছে।্র

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৭