ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৪:১৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন আশরাফুর রহমান। ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দেবো। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর- যুগান্তর
  • স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে আওয়ামী লীগ: মঈন খান- ইত্তেফাক
  • জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ে: রওশন এরশাদ- ডেইলি স্টার বাংলা
  • রোহিঙ্গাদের আবার আশ্রয়ের প্রস্তাবে বাংলাদেশের না- প্রথম আলো
  • তোলপাড় পাকিস্তান: প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি- মানবজমিন
  • ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা- নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • ‘হিটলারতন্ত্র শেষ হবেই’, এজেন্সিরাজ নিয়ে মোদিকে তির মমতার- সংবাদ প্রতিদিন
  • সুদূর ইউরোপের মাটিতে সাক্ষাৎ হাসিনা-জয়শংকরের, কী কথা হল দু'জনের?- হিন্দুস্তান টাইমস
  • ফিলিস্তিনের প্রতি সংহতি, ইসরাইলি পণ্যমুক্ত অঞ্চল বেলফাস্ট - পূর্বের কলম

বিশ্লেষণের বিষয়

১. চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফ’র গুলিতে আহত হয়েছেন এক জেলে। কী বলবেন এই খবর সম্পর্কে?

২. নেতানিয়াহুকে শ্রমিক ইউনিয়ন নেতার হুমকি: ৭ অক্টোবরের দায় নিন, অন্যথায় সরকার পতনের আন্দোলন। ইসরাইলের ভেতরে বিশেষ কোনো পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর- যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, গাজায় এখন যা ঘটছে তা গণহত্যা। ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার এবং তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সবসময়ই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, ‘আমি মনে করি এটি একটি গণহত্যা। আমরা কখনই এটিকে সমর্থন করি না।’

জার্মানিতে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেওয়া এই সাক্ষাৎকারে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, ‘গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, এটা খুবই দুঃখজনক বিষয়। তাই আমাদের উচিত তাদের সাহায্য করা এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।’

অবরুদ্ধ উপত্যকাটির মানুষের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে হাসিনা বিশ্বকে ‘পীড়িত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে’ সমর্থন ও সাহায্য করার আহ্বান জানান।

স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে আওয়ামী লীগ: মঈন খান- ইত্তেফাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগ সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শে আওয়ামী লীগ আঘাত করেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের দলীয় ফোরামে বিএনপির রাজনীতি নিষিদ্ধে দাবি উঠেছে এবং সেটি কীভাবে করা যায়, আইনগত প্রক্রিয়ার কথাও তারা বলছেন। তারা বলছেন, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে- গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে মঈন খান বলেন, ‘বাংলাদেশের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা এ দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। আইন বলতে যেটা বোঝায়; তাদের মুখ থেকে যে কথা বের হয়, সেটাই তাদের আইন।’

জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ে: রওশন এরশাদ- ডেইলি স্টার বাংলা

জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, 'আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পার্টিকে আরও সুসংহত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি এ (চেয়ারম্যানের) দায়িত্ব গ্রহণ করি। আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি।'

তিনি বলেন, 'কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা পার্টির প্রতিষ্ঠাকালীন নেতা। এরশাদ ভক্ত অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে আবার জাতীয় পার্টির প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।'

রোহিঙ্গাদের আবার আশ্রয়ের প্রস্তাবে বাংলাদেশের না- প্রথম আলো

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের মুখে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা নিজেদের আদি নিবাস ছেড়ে রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত এলাকায় আসা কয়েক শ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করেই জানিয়েছে, নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়।

গত বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় এমন আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি মাসের শুরু থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকে। দুই দেশের সীমান্ত এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ওপারের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

তোলপাড় পাকিস্তান: প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি- মানবজমিন

নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য ফাঁস করে দেয়ার পর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা ও প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসার পদত্যাগ দাবি করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। শনিবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলি চাত্তা সংবাদ সম্মেলন করে ভোটে জালিয়াতি করার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন। তিনি বলেন, পরাজিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী বানানো হয়েছে। এর সঙ্গে জড়িত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি। এ অভিযোগ করে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সঙ্গে সঙ্গে তোলপাড় হতে থাকে পাকিস্তান। ইমরান খানের পিটিআই ভোটে জালিয়াতির যে অভিযোগ তুলছিল, তা আরও গতি পেয়েছে। তারা প্রমাণ হিসেবে লিয়াকত আলির এই বক্তব্যকে এখন সামনে আনছে। পাকিস্তানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই ও তার মিত্ররা। এই অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে ঐতিহ্যবাহী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

ঝুঁকিপূর্ণ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা- নয়াদিগন্ত

ঢাকার বাতাসের মান আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ৯টায় ৩৯৪ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

ভারতের দিল্লি, মুম্বাই ও কিরগিজস্তানের বিশকেক যথাক্রমে ২৩৭, ২৩৩ ও ১৯২ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

১০১ থেকে ১৫০ -এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ -এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

হিটলারতন্ত্র শেষ হবেই, এজেন্সিরাজ নিয়ে মোদিকে তির মমতার- সংবাদ প্রতিদিন

গোটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কে কী খাবে, কী পরবে ঠিক করে দিচ্ছে একজনই। সব হচ্ছে ‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশন’-এর লক্ষ্যে। গণতন্ত্র উল্লঙ্ঘন, বিচারব‌্যবস্থা, সংবাদমাধ‌্যম-সহ সবার গলা টিপে ধরে রাজ‌্যগুলোর অধিকার কেড়ে গোটা সংবিধানকে এজেন্সি নাগপাশে জড়িয়ে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। বললেন, এই ‘হিটলারতন্ত্র’, ‘স্ট্যালিনতন্ত্রের’ অবসান একদিন হবেই। জিএসটিকে স্বার্থপর করপ্রথা বলে বিঁধে ন‌্যায় সংহিতাকে মুখ‌্যমন্ত্রী আখ‌্যা দিয়েছেন ‘অন‌্যায় সংহিতা’ বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেও আপাদমস্তক তাঁর সরকার এবং তাঁর সিদ্ধান্তকে তুলোধনা করার পাশাপাশি মুখ‌্যমন্ত্রী এ-ও বলেন, “রাজীব গান্ধী, মনমোহন সিং, নরসিমা রাও, আই কে গুজরাল, দেবেগৌড়াজির মতো এত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু এত ‘কিউট’, এত ‘সুইট’, এত ভালো প্রধানমন্ত্রী আমি কখনও দেখিনি।”

সুদূর ইউরোপের মাটিতে সাক্ষাৎ হাসিনা-জয়শংকরের, কী কথা হল দু'জনের?- হিন্দুস্তান টাইমস

জার্মানির মিউনিফে নিরাপত্তা সংক্রান্ত কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই একই কনফারেন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবহে সেই কনফারেন্সের ফাঁকে হাসিনার সঙ্গে দেখা করলেন জয়শংকর। শনিবার এই সাক্ষাৎ হয়। হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে দেখা করলেন জয়শংকর। গতকালকের বৈঠকের সময় হাসিনার সঙ্গী ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। জানা গিয়েছে, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নানান বিষয়ে আলোচনা হয়েছে শনিবারের বৈঠকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি বাণিজ্য ক্ষেত্রে রুপি-টাকার মাধ্যমে লেনদেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি, ইসরাইলি পণ্যমুক্ত অঞ্চল বেলফাস্ট - পূর্বের কলম

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের কয়েকটি এলাকাকে ‘ইসরাইলি পণ্যমুক্ত অঞ্চল’ ঘোষণা করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে স্থানীয় সোশ্যালিস্ট রিপাবলিকান সংগঠন লাসাইর ডের্গ। সংগঠনটি জানায়, ‘আমরা বেলফাস্টের বেশকিছু এলাকাকে ইসরাইলি পণ্যমুক্ত অঞ্চল ঘোষণা করেছি। ফলে এসব এলাকায় ইসরাইলি পণ্য মজুদ বা বিক্রি করা হবে না। স্থানীয় ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বড় বড় সুপারমলেও এ কার্যক্রম চলবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

 

ট্যাগ