মার্চ ০৮, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • মূল্যস্ফীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরুর আহ্বান-প্রথম আলো
  • রোজার আগে বাজারে উত্তাপ-ইত্তেফাক
  • ৪৮ সালেই দেশ স্বাধীনের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু-৭ মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী-যুগান্তর
  • পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭-যুগান্তর
  • ২০২৪ সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিলো ইউরোপীয় ইউনিয়ন-মানবজমিন
  • ডিবি হেফাজতে থাকাকালীন ‘সরানো হয়’ ফ্রিল্যান্সারের কোটি টাকার বিটকয়েন-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • ‘বাবা ক্ষমা করে দিও, আমি পারলাম না...’, আবারও কোটায় আত্মহত্যা পড়ুয়ার, চলতি বছরে ষষ্ঠ বলি!-আনন্দবাজার পত্রিকা
  • আরও ১০ বছর প্রধানমন্ত্রী মোদিই, ঘোষণা শাহের,-সংবাদ প্রতিদিন
  • প্রাকৃতিক বিপর্যয় মোটেও প্রাকৃতিক নয়, নথি দিয়ে দাবি ৫০টি সংগঠনের- গণশক্তি
  • নির্বাচনী প্রচারের ডঙ্কা বাজিয়ে দিল  কেজরিওয়ালের আপ-আজকাল
  • ভারত দুর্বল নয়, কেউ রক্তচক্ষু দেখিয়ে পার পাবে না: কড়াবার্তা প্রতিরক্ষামন্ত্রীর-পুবের কলম

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। 

২০২৪ সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিলো ইউরোপীয় ইউনিয়ন-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। রিপোর্টে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে ২০২৪ সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার যার মধ্যে সমাবেশ, সমিতি, আন্দোলন, এবং বক্তৃতা অন্তর্ভুক্ত -এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর  আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত 'স্বতন্ত্র প্রার্থীদের' মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। মিডিয়া  এবং সুশীল সমাজও বাকস্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না, সমালোচনামূলক পাবলিক বিতর্কও  সীমিত ছিল।

পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পিরোজপুরের সদর উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।শুক্রবার দুপুর ১২টার দিকে পিরোজপুরের পাড়েরহাট বন্দর সড়কের বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  সদর থানার ওসি মো আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চারজন মারা যান।

প্রথম আলোর অর্থনীতি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরুর আহ্বান। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়ছে। মূল্যস্ফীতি এখন উদ্বিগ্ন হওয়ার মতো। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, তবে তা এখনো ৯ শতাংশের ওপরই আছে। এই মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৭ শতাংশে নেমেছে। আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুসারে, দেশে টানা এক বছর ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপর অবস্থান করছে।

দীর্ঘদিন ধরে এই উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়ছে। মূল্যস্ফীতির উচ্চহারকে উদ্বিগ্ন হওয়ার মতো বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁদের মত, এই পরিস্থিতিতে মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত।

রোজার আগে বাজারে উত্তাপ-ইত্তেফাক

রমজান শুরু হওয়ার আগে শেষ শুক্রবার (৮ মার্চ)। বাজারে যেমন ভিড় বেশি, তেমনি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে মাছ-মাংস-সবজির বাজার। বিক্রেতারা দুষছেন সরবরাহ সংকটকে আর ক্রেতারা দাবি করছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

ভারত দুর্বল নয়, কেউ রক্তচক্ষু দেখিয়ে পার পাবে না: কড়াবার্তা প্রতিরক্ষামন্ত্রীর

-পুবের কলম পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছ, ভারতকে কেউ আক্রমণ করলে তাঁর মোক্ষম জবাব দিতে সর্বদা প্রস্তুত ভারতীয় সেনা। সীমান্ত সমস্যা নিয়ে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে শান্তি থাকাকালীনও ভারতীয় সেনা যুদ্ধের জন্য সদা প্রস্তুত, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। বুধবার মিডিয়া আয়োজিত ‘ডিফেন্স সামিট’-এ উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘আকাশপথ, স্থলপথ বা জলপথ যে কোনও দিক থেকে কেউ যদি ভারতকে আক্রমণ করে, আমাদের সেনা তাঁর জাবাব দিতে প্রস্তুত।’ সীমান্ত নিয়ে ভারত সর্বদা শান্তিতে বিশ্বাস করে সে কথাও স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘আমরা কখনও কোনও দেশকে আক্রমণ করিনি, কারও এক ইঞ্চি জমিও দখল করিনি। কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে, তাঁর যথাযথ জবাব দেওয়া হবে।’

চিনের সঙ্গে ভারতের সংঘাত দীর্ঘদিনের। গত বছর জিংপিং সরকার তাদের দেশের নতুন মানচিত্রে ভারতের সমগ্র অরুণাচল প্রদেশ রাজ্যটিকে তাদের বলে দাবি করে। এনিয়ে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। শুধু অরুণাচলই নয়, ‘আকসাই চিন’ নামে লাদাখ-সংলগ্ন ভূখন্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে সেটিও আগের মতোই চিনের এই নতুন ম্যাপে জায়গা করে নেয়। এই মানচিত্র প্রকাশের কয়েক ঘন্টার ভেতরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, “কেউ একটা আজগুবি দাবি করলেই অন্যের ভূখন্ড তার হয়ে যায় না!” এই ঘটনাকে চিনের ‘পুরনো বদভ্যাস’ বলেও বর্ণনা করেছিলেন এস জয়শঙ্কর।

আরও ১০ বছর প্রধানমন্ত্রী মোদিই, ঘোষণা শাহের-সংবাদ প্রতিদিন

২০২৪ (Lok Sabha 2024) তো বটেই, ২০২৯ সালেও দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই (Narendra Modi)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা করে দিলেন খোদ অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই সাক্ষাৎকারে দ্ব্যার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, আরও ১০ বছর দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদিই। শাহী ঘোষণায় প্রশ্ন উঠছে দলের অন্দরেই। প্রধানমন্ত্রী নিজেই যে কঠোর বয়সনীতি চালু করেছেন, সেটা কি তিনি নিজেই ভঙ্গ করবেন?

ওই সাক্ষাৎকারে অমিত শাহ (Amit Shah) দাবি করেছেন, “দেশের রাজনীতি আর জাতপাত নির্ভর নয়। এখন উন্নয়নের রাজনীতি চলছে।

‘বাবা ক্ষমা করে দিও, আমি পারলাম না...’, আবারও কোটায় আত্মহত্যা পড়ুয়ার, চলতি বছরে ষষ্ঠ বলি!-আনন্দবাজার পত্রিকা

‘‘বাবা ক্ষমা করে দিও, আমি পারলাম না...’’, নিথর ছাত্রের দেহের পাশে পড়ে থাকা চিরকুটে লেখা এই লাইন। আবারও রাজস্থানের কোটায় পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটল। শুক্রবার কোটার এক বাড়ি থেকে উদ্ধার হল বিহারের জেইই পরীক্ষার্থীর দেহ। এই নিয়ে চলতি বছরে কোটায় ছ’জন পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটল।পুলিশ মৃত ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, মাস খানেক ধরেই অন্যমনষ্ক এবং মনমরা থাকত অভিষেক। বন্ধুদের সঙ্গেও খুব একটা মেলামেশা করত না। ২৯ জানুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি— কোচিংয়ে দু’দিন পরীক্ষা ছিল। কিন্তু অভিষেক সেই পরীক্ষা দিতে আসেনি। পুলিশের অনুমান, পড়াশোনা নিয়ে মানসিক চাপের কারণেই চরম পদক্ষেপ করেছে অভিষেক।

উল্লেখ্য, রাজস্থানের কোটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। আইআইটিতে ভর্তি হওয়ার পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসক হওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষারও কোচিং হাব বলা হয় কোটাকে। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা কোটায় এসে সেখানে থেকে পড়াশোনা করেন। কিন্তু সেই সব ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ কেউ ‘অমানুষিক’ প্রতিযোগিতার চাপ নিতে পারে না। কী ভাবে কোটার সফল ছাত্র গড়ার কারখানায় একের পর এক ছাত্র প্রবেশ করেন এবং কী ভাবে সেই প্রক্রিয়ার বলি হন অনেকে, তা নিয়ে বহু বার বহু আলোচনা হলেও পরিস্থিতি বদলায়নি।

চলতি বছরে কোটায় এই নিয়ে এটি ষষ্ঠ আত্মহত্যার ঘটনা। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছিলেন কোটায়। ২০২২ সালে সেই সংখ্যাটা ছিল ১৫। রাজস্থান সরকারের তরফে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন পদক্ষেপ করার কথা বলা হলেও তাতে যে বিশেষ লাভ হয়েছে, তেমনটা নয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৮

ট্যাগ