মার্চ ১৪, ২০২৪ ১৬:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মার্কিন সিনেটরের স্পষ্ট বার্তা   ড. ইউনূসের ওপর প্রতিহিংসা-হয়রানি বন্ধ না হলে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে-ইত্তেফাক
  • যোগাযোগের চেষ্টা জলদস্যুদের সঙ্গে, চীফ অফিসার আতিকুল্লাহর বাসায় কান্নার রোল-যুগান্তর
  • মুশতাক-তিশার বিষয়ে যে নির্দেশ দিয়েছেন আদালত-যুগান্তর
  •  কবি নজরুল বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক স্থায়ীভাবে, বিভাগীয় প্রধান সাময়িক বরখাস্ত-প্রথম আলো
  • জিম্মি নাবিকদের আকুতি ‘আমাদের বাঁচান’- মানবজমিন 

কোলকাতার শিরোনাম:

  • এক দেশ এক ভোট’ চাইল রামনাথ কোবিন্দ কমিটি-আনন্দবাজার পত্রিকা
  • শেয়ার বাজারে ধসে চলেছে আদানির মূলধন-গণশক্তি
  • ক্যা' নিয়ে বিবৃতি প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের-আজকাল
  • মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর, প্রস্তাব পাশ বিধানসভায়-পুবের কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. রমজান মাসে সরকারকে বিব্রত করতে বিএনপির সিন্ডিকেট থাকতে পারে: কাদের। এটা দৈনিক মানবজমিনের শিরোনাম। আপনার পর্যবেক্ষণ কী?

২. ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ৫ গুণ বেড়েছে। প্রশ্ন হচ্ছে- ইরানও কী তাহলে আমেরিকার মতো অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে?

বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মার্কিন সিনেটরের স্পষ্ট বার্তা  ড. ইউনূসের ওপর প্রতিহিংসা-হয়রানি বন্ধ না হলে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে-ইত্তেফাক

ডিক ডারবিন

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা (মেজরিটি হুইপ) ডিক ডারবিন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ডারবান বলেন, ‘ইউনূসের ওপর প্রতিহিংসার রাজনীতি বন্ধে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’২০১৩ সালে মার্কিন কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডাল পুরস্কার দেওয়ার বিষয়ে ডিক ডারবিন প্রধান ভূমিকা রেখেছিলেন। বৈশ্বিক দারিদ্র দূর করতে ড. ইউনূসের অগ্রবর্তী ভূমিকার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার।

সোমালিয়া উপকূলে নোঙর করেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ-ইত্তেফাক

এমভি আব্দুল্লাহ

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

সোমালিয়ার দস্যুদের কবলে  থাকা বাংলাদেশি জাহাজজে ২৩ নাবিক জিম্মি রয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অপহরণ হওয়া জাহাজটির উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দফতর প্রধান ও মার্চেন্ট জাহাজ মালিক এবং অফিসার্স এসোসিয়েশন একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।

এমভি আব্দুল্লাহ

এ সম্পর্কে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে, নাবিকেরা নিরাপদে আছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্য জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।

জিম্মি নাবিকদের আকুতি ‘আমাদের বাঁচান’-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণের দু’দিন পার হচ্ছে। এখনো দস্যুদের কারও সঙ্গে জাহাজের মালিকপক্ষ এস আর শিপিং কর্তৃপক্ষ বা সরকারের কেউ যোগাযোগ করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নিজেদের জিম্মায় থাকা জাহাজটি নিয়ে সোমালিয়া উপকূলে পৌঁছার পর  মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন জলদস্যুরা। এরমধ্যে বাঁচার আকুতি জানিয়ে জাহাজের নাবিক ও ক্রুদের  আকুতির  বেশ কয়েকটি অডিও ক্লিপ এসেছে গণমাধ্যমে।

জলদস্যুদের হাতে জাহাজের নিয়ন্ত্রণ যাওয়ার পর চিপ অফিসার আতিকউল্লাহ খান চট্টগ্রামে মালিকপক্ষের কাছে একটি অডিও বার্তা পাঠান। সেখানে কীভাবে জাহাজটি দস্যুদের কবলে পড়ে তার বর্ণনা দেন। একই সঙ্গে বারবার বাঁচার আকুতি জানান।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক স্থায়ীভাবে, বিভাগীয় প্রধান সাময়িক বরখাস্ত-প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষককে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বিভাগীয় প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেটের সভা শেষে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রেজিস্ট্রার হুমায়ুন কবীর। তিনি বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী যৌন হয়রানির অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে স্থায়ী বরখাস্ত এবং বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আশা করব আর যেন এ ধরনের ঘটনা না ঘটে।’

মুশতাক-তিশার বিষয়ে যে নির্দেশ দিয়েছেন আদালত-যুগান্তর

সমাজে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ দম্পতিকে এমন ভিডিও প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক শওকত আলীর আদালত এ আদেশ দেন।

মুশতাক-তিশা

এদিন ধর্ষণ মামলা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। এজন্য আদালতে হাজির হন এই আলোচিত দম্পতি। 

মামলার শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নারাজি বিষয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘আসামি মুশতাক আহমেদ বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। কাপল হিসেবেও তারা সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছেন। সমাজে দেখানোর চেষ্টা করছেন তারা সফল কাপল, যা সমাজে খারাপ প্রভাব ফেলছে। তরুণ প্রজন্মের মধ্যে খারাপ মনোভাব তৈরি হচ্ছে। অনেকেই তাকে সুগার ড্যাডি বলে আখ্যায়িত করেন। অলরেডি বিভিন্ন মিডিয়াতেও বিষয়টি খারাপ নজির সৃষ্টি হয়েছে।’

আসামি ভিকটিমকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করেছেন বলে অভিযোগ করেন ওমর ফারুক ফারুকী। সমাজে যাতে এই ধরনের উদাহরণ সৃষ্টি না হয়, সেজন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই আইনজীবী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার এর বিরোধিতা করে বলেন, ‘বাদীকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হয়েছেন। আসামিদের স্থায়ী জামিনের আবেদন করছি। আসামিরা বিভিন্ন মিডিয়াতে ভিডিও দেওয়ায় বন্ধ করেছেন।’

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, ‘মৌখিকভাবে বলা হচ্ছে— এরপর যদি বাদীকে কোনো হুমকি-ধমকি দেওয়া হয়, আপনার (মুশতাক) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয়, আপনারা সফল কাপল। সমাজের কেউ যেন এর দ্বারা প্রভাবিত না হয়, সে ধরনের কোনো ভিডিও যেন দেখা না যায়।’

তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘স্যার আপনার নির্দেশ অনুযায়ী কোনো প্রকার ভিডিওবার্তা আসামিরা দেননি। এমনকি টিকটকও করেন না তারা।’ তখন বিচারক বলেন, ‘টিকটক করলে কোনো সমস্যা নেই। সমাজে খারাপ প্রভাব পড়ে, এমন ভিডিও না করলেই হবে।’ 

বিচারক আসামিদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

অমিত শাহ

অমিত শাহ বললেন- সিএএ আইন মুসলিমবিরোধী নয়, বাতিল অসম্ভব- সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) মুসলিম বিরোধী নয় বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ইস্যুতে বিরোধী দলগুলো মিথ্যার রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। বার্তা সংস্থা এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিভিন্ন প্লাটফর্মে কমপক্ষে ৪১ বার আমি সিএএ নিয়ে কথা বলেছি। আমি বলেছি, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই।তবে  বাংলায় সিএএ চালু করতে দেব না। সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ হওয়ার পরেই হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গিয়েছিল তামিলনাড়ু ও কেরলের মুখ্যমন্ত্রীর কথাতেও। কিন্তু তাঁদের সেই দাবি ও সমালোচনার জবাবে অমিত শাহ এসব কথা বলেন। তার কাছে প্রশ্ন করা হয়, সিএএ বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর সরকার কি এই আইন বাস্তবায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? জবাবে অমিত শাহ বলেন, সিএএ’কে আর কখনো পিছনে ফিরিয়ে নেয়া হবে না।

আজকাল পত্রিকার খবরের শিরোনাম-ক্যা' নিয়ে বিবৃতি প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন মুসলিম সমাজের জন্য ভাল হবে বলে জারি করা বিবৃতি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

শেয়ার বাজারে ধসে চলেছে আদানির মূলধন-গণশক্তি

নড়বড়ে হয়ে রয়েছে শেয়ার বাজার। পরপর সাতদিনে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার প্রায় ৯০ হাজার কোটি টাকার বাজার মূলধন কমেছে। ফেব্রুয়ারির পর মার্চেও ছোট বাজার মূলধনের সংস্থাগুলির দর নেমে চলেছে। ৫ হাজার কোটি টাকার কম বাজার মূলধন থাকলে সেই সংস্থাকে শেয়ার বাজারে ছোট মূলধনের সংস্থা বলা হয়।  ফেব্রুয়ারি থেকে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে বিভিন্ন ছোট সংস্থার। আদানির শেয়ারের দাম কমে যাওয়ায় শেয়ার বাজারের স্থিতিশীলতা ঘিরে উদ্বেগ বেড়েছে বাজারে।

মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর, প্রস্তাব পাশ বিধানসভায়-পুবের কলাম

বদলে গেল  আওরঙ্গজেবের  স্মৃতি বিজাড়িত আহমেদনগরের  নাম। এখন থেকে ওই শহরের নাম হবে অহল্যানগর ৷ আঠারো শতকের মারাঠা রানি অহল্যাবাঈ হোলকারের নামেই এই নাম৷  বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে ৷ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়, আহমেদনগরের নাম ‘পুণ্যশ্লোক অহল্যাদেবী নগর’ করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৷ তবে এদিন শুধু আহমেদনগর নয়, মহারাষ্ট্র মন্ত্রিসভা মুম্বইয়ের আরও আটটি সাবার্বান রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করার একটি প্রস্তাবে অনুমোদন মিলেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৪

ট্যাগ