জুলাই ০৫, ২০১৬ ২০:২৩ Asia/Dhaka
  • আমার স্বামীকে কি মেরে ফেলেছে-প্রশ্ন মুছার স্ত্রীর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৫ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

গুলশান হামলা : ঢাকা সফরে আসছে না অনেক ব্যবসায়ী-ইত্তেফাক

পুলিশের গাড়িতে ‘ডাকাতির চেষ্টা’, গুলিবিদ্ধ ১-প্রথম আলো

গুলশান ট্রাজেডি-তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থা, আটক ২- মানবজমিন

গুলশানে হামলা : যুক্তরাষ্ট্রসহ ৪ সরকারপ্রধানকে খালেদা জিয়ার চিঠি- কালের কণ্ঠ

এদেশে যৌথ গোয়েন্দা তৎপরতা চালাবে ইতালি-জাপান-যায় যায় দিন

যানজট, বৃষ্টিতে নাকাল ঘরমুখো মানুষ-বাংলাদেশ প্রতিদিন

সদরঘাটে রেলিং ভেঙ্গে নদীতে যাত্রীরা: শিশুর লাশ উদ্ধার-মানবকণ্ঠ

জঙ্গিবাদ দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সহযোগিতা করুন- যুগান্তর

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

শাসকের চালে বেসামাল জোট-বর্তমান

ক্যালকাটা নয়, এবার বলতে হবে ‘কলকাতা হাই কোর্ট’-সংবাদ প্রতিদিন

কড়া হাতে জঙ্গি দমন করব, বিধানসভায় ঘোষণা মমতার-আজকাল

শুধু জঙ্গিদের হাতে নয়, ঢাকায় বাহিনীর গুলিতেও মৃত্যু হয়েছে পণবন্দির-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুলশান ট্রাজেডির কারণে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার বিষয়টি কয়েকদিন মিডিয়াতে তেমন আসেনি। তবে আজ প্রায় সব দৈনিকে এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম এরকম যে,

মিতুর দুই সন্দেহভাজন খুনি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

প্রথম আলোতে প্রকাশিত এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে,

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. রাশেদ (২৮) ও নূর নবী (২৮)।

আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায় একটি ইটভাটার পাশে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে এ দুজন নিহত হন।

বন্ধুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।এ দিকে মাহমুদা হত্যা মামলার অন্যতম আসামি মুছাকে পুলিশের দুই কর্মকর্তা ২২ জুন সকাল সাতটায় চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি বাসা থেকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী পান্না আক্তার।এ দিকে বিভিন্ন টেলিভিশনে মাহমুদা হত্যা মামলার দুই আসামির বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার সংবাদ প্রচার হওয়ার পর মুছার স্ত্রী পান্না আক্তার আজ প্রথম আলোর প্রতিবেদককে বলেন, ‘আমার স্বামী কোথায়? আমার স্বামীকে কি মেরে ফেলেছে? তাঁকে পাব কোথায়? আমরা তাঁকে জীবিত ফেরত চাই।’

ইত্তেফাকের শিরোনাম‘নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে’

দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী কূটনীতিকদের আশ্বস্ত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করবে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: গুলশান হামলা : ঢাকা সফরে আসছে না অনেক ব্যবসায়ী

গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের নির্ধারিত সফর বাতিল করেছে গার্মেন্ট সম্পর্কিত বিভিন্ন বিদেশি কোম্পানির ব্যবসায়ীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশে কর্মরত সেসব কোম্পানিদের বিদেশিদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হোটেলগুলোতেও অনেক রিজার্ভেশন বাতিল করা হচ্ছে। দূতাবাসগুলো তাদের কর্মী সংখ্যা কমানোর চিন্তা ভাবনা করছে।

যুগান্তরের খবর-ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী:জঙ্গিবাদ দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সহযোগিতা করুন

গুলশান ট্রাজেডি নিয়ে মানবজমিনের একটি খবরের শিরোনাম: হাসনাত করিমকে নিয়ে রহস্য

গুলশানে জঙ্গি হামলা ও হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফিরে আসা হাসনাত করিম নামে এক ব্যক্তিকে নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তিনি হামলাকারী জঙ্গিদের সহযোগী নাকি প্রকৃতই জিম্মি হয়েছিলেন তা নিয়ে নানা আলোচনা চলছে। জঙ্গি হামলার ঘটনা অবসান হওয়ার পর অন্যা জিম্মিদের মতো হাসনাতকেও গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ছেড়ে দিয়ে পরের দিন আবারও তাকে গোয়েন্দা কর্মকর্তারা নিয়ে গেছে।

যানজট, বৃষ্টিতে নাকাল ঘরমুখো মানুষ-বাংলাদেশ প্রতিদিন

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। সে হিসেবে ঈদের আর মাত্র একদিন বাকি। পরিবারের সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। কিন্তু একদিকে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট এবং তার ওপর থেমে থেমে বৃষ্টি, সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি রাজধানীতে পরিবহন সঙ্কটের কারণে বাসা থেকে টার্মিনাল, স্টেশন কিংবা লঞ্চঘাটে পৌঁছাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বৃষ্টির কারণে সিএনজি অটোরিক্সাগুলো ভাড়া হাকাচ্ছে দ্বিগুণ কিংবা ক্ষেত্র বিশেষে তিনগুণ পর্যন্ত। এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগের দিনগুলোর তুলনায় আগামী দু’দিন বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন তারা।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

আনন্দবাজারের শিরোনাম: সন্ত্রাস চলছে সিন্ডিকেটে, পরের নিশানা ভারত! সন্দেহ দিল্লির

অষ্টোত্তর শতনামে ডাকলেও ‘লীলা একই থাকে! বিস্ফোরণের রিমোট যে নামধারী সংগঠনের হাতেই থাকুন না কেন, নাশকতার রং বদলায় না। এই সূত্রটিকে সামনে রেখেই দেশের ভিতরে নিরাপত্তার দুর্গ নিশ্ছিদ্র করার চেষ্টা করছে ভারত। বাংলাদেশে জঙ্গি হামলার গতিপ্রকৃতিও বোঝার চেষ্টা চলছে এই সূত্র ধরেই। নর্থ ব্লক সূত্রের মতে, ঢাকায় সাম্প্রতিক নাশকতার কাণ্ড এটাই প্রমাণ করে যে উপমহাদেশে একটি ছাতার তলায় বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন নিজেদের সুবিধা ও স্বার্থ অনুযায়ী হাত মিলিয়ে এগোচ্ছে। তা সে ইসলামিক স্টেট হোক বা লস্কর, জামাত-উল- মুজাহিদিন হোক কিংবা তার পিছনে থাকা আইএসআই। দিল্লির তাই আশঙ্কা, বাংলাদেশে একচোট মহড়ার পর ভারতই এই সন্ত্রাস-সিন্ডিকেটের পরের নিশানা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘মনে করার কোনও কারণ নেই যে ওই সব ইসলামিক মৌলবাদী সংগঠন মিশে এক হয়ে গিয়েছে। এমনও নয় যে, তাদের নিজেদের মধ্যে বিবাদ মিটে গিয়েছে, একাকার হয়ে হয়ে গিয়েছে এদের ভিন্ন ভিন্ন চরিত্র ও নাশকতার ধরন। কিছু ক্ষেত্রে স্বার্থ অভিন্ন হওয়াতেই কোনও কোনও অপারেশনে তারা ঐক্যবদ্ধ হচ্ছে।’’

আনন্দবাজার রাজনীতির খবরে লিখেছে, ১৯ নতুন মন্ত্রী মোদীর ক্যাবিনেটে, আরও এক মন্ত্রী পেল পশ্চিমবঙ্গ

কেন্দ্রীয় মন্ত্রিসভার বড়সড় সম্প্রাসরণ ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ জন নতুন মন্ত্রী ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হলেন। তবে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা থেকে সরে যেতে হল পুরনো পাঁচ মন্ত্রীকে। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকরের পদোন্নতি হল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এই সম্প্রসারণ তথা রদবদলে জাভড়েকরকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিলেন মোদী। পশ্চিমবঙ্গ থেকে আরও এক জন ঠাঁই পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়— দার্জিলিং-এর সাংসদ এস এস অবলুওয়ালিয়া।

আগামী বছর এবং পরের বছর বেশ কয়েকটি বড় রাজ্যে বিধানসভা নির্বাচন।

অসহিষ্ণুতা কমাতে টিভি সিরিয়ালেও পরিবর্তন চান মমতা-সংবাদ প্রতিদিন

রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অপরাধের ক্ষেত্র যেমন বেড়েছে, তেমনই বেড়েছে দিক৷ তবে কেন্দ্রের টাকা না আসায় পুলিশের আধুনিকীকরণ পুরোপুরি করা যায়নি৷ সেই প্রসঙ্গেই রাজনৈতিক নেতাদের যেমন দায়িত্বশীল হতে বলেছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর বার্তা, “সবাইকে সদর্থক ভূমিকা নিতে হবে, যাতে অসহিষ্ণুতা না থাকে৷ পুলিশকে জানাবেন৷ ক্লাব-প্রশাসন বা এনজিওকেও যুক্ত করতে চাই৷” টিভি সিরিয়ালেও অপরাধমূলক কাজ বা অসামাজিক কাণ্ড দেখালে শিশুমনে বা মানবমনে যে প্রভাব ফেলে, সেদিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেক্ষেত্রে সিরিয়াল নির্মাতাদের প্রতি বার্তা দিয়েছেন তিনি৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫