বাংলাদেশের মন্ত্রীপাড়ায় নিরাপত্তা জোরদার
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৮ জুলাই শুক্রবারেরকথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চান খালেদা জিয়া'-হানিফ-ইত্তেফাক
গুলশান হামলায় আহত ‘সন্দেহভাজন’ জাকির মারা গেছে-প্রথম আলো
বাংলাদেশে আইএস সম্পৃক্ততার দাবি সরকার উড়িয়ে দিচ্ছে না : তথ্যমন্ত্রী - কালের কণ্ঠ
শোলাকিয়ার এখনো থমথমে পরিস্থিতি, অস্ত্র উদ্ধার-নয়া দিগন্ত
'শোলাকিয়ায় হামলাকারীও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী'-সমকাল
'ওস্তাদের নির্দেশে শোলাকিয়ায় হামলা-বাংলাদেশ প্রতিদিন
বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে খুন - যুগান্তর
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গ্রেফতার হতে পারেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির-সংবাদ প্রতিদিন
জামিন পেলেও আপাতত জেলেই হার্দিক-আজকাল
টেলিকম দুর্নীতি নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে চায় কংগ্রেস-আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
গুলশান ট্রাজেডির রেশ কাটতে না কাটতেই এবার ঈদের দিন শোলাকিয়ায় বোমা হামলা। এ সম্পর্কে অনলাইনে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি।
গতকাল প্রধানমন্ত্রী বলেছেন এটা ইসলামের পথ নয়। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জঙ্গি মোকাবেলায় হাসিনা ব্যর্থ হয়েছে। তিনি-বলেন ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন।
আজকের মানবজমিন অনলাইনের শিরোনাম:
শোলাকিয়ায় হামলা: চার মাস ধরে নিখোঁজ ছিল পুলিশের গুলিতে নিহত জঙ্গি আবির
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশপথে সন্ত্রাসী হামলায় পুলিশের গুলিতে নিহত জঙ্গির পরিচয় মিলেছে। তার নাম আবির রহমান। ২৩ বছর বয়সী এই তরুণ গত পহেলা মার্চ থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার বাবা সিরাজুল ইসলাম সরকার গত ৬ই জুলাই ঢাকার ভাটারা থানায় জিডি (নং- ২৯৪) করেছেন। নিহত সন্ত্রাসী আবির রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ত্রিবিদ্যা গ্রামে। গুলশান হামলার পর নিখোঁজ ছেলে আবির রহমানের খোঁজ চেয়ে রাজধানীর ভাটারা থানায় সিরাজুল ইসলাম সরকার জিডিটি করেন।
দৈনিকটির অন্য একটি খবর-উপমহাদেশের বৃহত্তম শোলাকিয়ার ঈদজামাতকে টার্গেট করেছিল হামলাকারী সন্ত্রাসীরা। এ জন্যে দেশের বিভিন্ন এলাকার ৫ জনের একটি দল ২৭ রমজানের দিন কিশোরগঞ্জে এসে অবস্থান নেয়। এরপর টানা তিনদিন তারা ঈদগাহ এলাকা রেকি করে। এ সময় তারা ঈদগাহে প্রবেশের জন্য শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সবুজবাগ এলাকার সড়কটিকে নিরাপদ রুট হিসেবে বাছাই করে। কিন্তু ঈদের দিন ভোর থেকেই সড়কটিতে পুলিশের নিরাপত্তা বলয় তাদের সে পরিকল্পনাকে তছনছ করে দেয়।
আর প্রথম আলো অনলাইনের শিরোনাম:শোলাকিয়ায় নিহত হামলাকারীর পরিচয় মিলেছে
খবরে বলা হয়েছে,কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছে সন্ত্রাসী হামলার পর নিহত এক হামলাকারীর পরিচয় পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। নিহত ওই যুবকের নাম আবির রহমান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএ’র ছাত্র ছিলেন।
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, শোলাকিয়ায় হামলাস্থলের পাশের একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে গুলশান ট্রাজেডির ঘটনায় সন্দেহভাজন জাকির মারা গেছে বলে প্রথম আলোসহ বিভিন্ন অনলাইন দৈনিকের খবরে বলা হয়েছে।
গুলশানের হলি আর্টিজান হোটেলে হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জাকির হোসেন শাওন মারা গেছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাকিরের বাবা আবদুস সাত্তার হাসপাতাল ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন।
দৈনিক যুগান্তরের খবর 'জঙ্গি হামলা মোকাবেলায় বিদেশী সংস্থা আসছে না'
বাংলাদেশে জঙ্গি হামলা মোকাবেলা করতে বিদেশী কোনও সংস্থা আগমনের খবর নাকচ করে দিয়েছে সরকার। একই সঙ্গে জঙ্গি তৎপরতা সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনের কথা জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, জঙ্গি হামলার ঘটনা তদন্ত করতে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর একদল কর্মকর্তা বাংলাদেশে আসছে।
এদিকে সাম্প্রতিক সময় দেশে দুটি বড় হামলার ঘটনার পর সারাদেশে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। এ সম্পর্কে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম:
মন্ত্রীপাড়ায় নিরাপত্তা জোরদার
মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টো রোডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে হোটেল শেরাটন, রাষ্ট্রীয় অতিথি ভবন, গোয়েন্দা কার্যালয় ও ইস্কাটনের সামনে দিয়ে মিন্টো রোডে প্রবেশের প্রতিটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
কালের কণ্ঠের খবরে বলা হয়েছে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইএস সম্পৃক্ততার দাবি সরকার উড়িয়ে দিচ্ছে না।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গ্রেফতার হতে পারেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির-সংবাদ প্রতিদিন
বিতর্কিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েকের বক্তব্যের সিডি খতিয়ে দেখা হচ্ছে বলে শুক্রবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সন্ত্রাস ইস্যুতে সরকার কোনও আপস করবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজনাথ বলেন, “জাকির নায়েকের বক্তব্য সংগ্রহ করা হয়েছে ও বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট অধিকারিকের কাছে হস্তান্তর করা হয়েছে৷ তদন্তে কোনওরকম ঢিলেমি দেওয়া হবে না৷” তাঁর বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, জাকিরের বক্তব্যে সন্ত্রাস হামলায় প্ররোচনার ইঙ্গিত মিললে তাঁকে গ্রেফতার করতে দেরি করবে না পুলিশ৷
সড়ক নিরাপত্তায় বাংলাকে মডেল করার স্বপ্ন মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
সেফ ড্রাইভ, সেফ লাইফ’ শুধু একটা কর্মসূচি নয়, একটা আন্দোলন৷ সবুজসাথী, কন্যাশ্রী প্রকল্পের মতোই এই প্রকল্পেও বাংলাকে মডেল করে তুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার নজরুল মঞ্চে তাঁর এই স্বপ্নের কথাই জানালেন তিনি৷
ক্রমাগত বাড়তে থাকা পথ দুর্ঘটনা মাথাব্যথার কারণ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই৷ তবে পশ্চিমবঙ্গই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে এ ব্যাপারে৷
মণিপুরে সেনার ক্ষমতায় সুপ্রিম লাগাম-আজকাল
আফস্পা অধ্যুষিত মণিপুরে সেনা, আধাসেনা ইচ্ছেমতো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যে ভুয়ো সঙ্ঘর্ষে মারা গেছেন অন্তত ১৫০০ জন। সেই ভুয়ো সঙ্ঘর্ষের রিপোর্টও চেয়েছে সুপ্রিম কোর্ট।
জামিন পেলেও আপাতত জেলেই হার্দিক-আজকাল
জামিন পেলেন দেশদ্রোহিতায় অভিযুক্ত প্যাটেল আন্দোলনের জনপ্রিয় নেতা হার্দিক প্যাটেল। দীর্ঘ ন’মাস জেলবন্দী থাকার পর শুক্রবার তাঁর জামিনের আর্জি গৃহীত হল গুজরাট হাইকোর্টে। তবে দেশদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত মামলায় জামিন পেলেও, বিধায়কের দপ্তর ভাঙচুর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। সোমবার সেই মামলার শুনানি। সেখানে জামিন পেলে তবেই পুরোপুরি মুক্তি পাবেন। অন্যদিকে শুক্রবার হার্দিকের জামিন মঞ্জুর করলেও, আগামী ছ’মাসের জন্য তাঁকে রাজ্যের বাইরে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮