মে ৩১, ২০১৮ ১৬:৪৭ Asia/Dhaka

মারাত্মক রোগ নিপাহ ভাইরাসের নামের সঙ্গে অনেকেই পরিচিত আছেন। সম্প্রতি পার্শ্ববতী দেশ ভারতে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে এবং অনেকেই মারা গেছেন। এদিকে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে তা মহামারীর আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ অবস্থায় সবার, বিশেষ করে,  বাংলাদেশের মানুষের এ রোগ সম্পর্কে আগাম সতর্কতা একান্তভাবে প্রয়োজন। আর এ লক্ষ্যকে সামনে রেখে দু'পর্বে এ রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করেছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ বা সিবিএমসিবি'র ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম। 

ট্যাগ