ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ২০:২০ Asia/Dhaka

চিঠিপত্রের আসর প্রিয়জনের শুরুতেই থাকছে যথারীতি একটি হাদিস। ইমাম আলী (আ.) বলেছেন, “অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকবে।কারণ, এটি শয়তানের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি (ফাঁদ)। ” অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে শয়তানের ফাঁদে ফেলে দিতে পারে।

আসরের প্রথমেই যে চিঠিটি হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। চাপাই নবাবগঞ্জ জেলার কানশাট মোবারকপুরের চাঁপাই নবাবগঞ্জ আন্তর্জাতিক শ্রোতা ক্লাব থেকে এটি পাঠিয়েছেন এ ক্লাবের সভাপতি শামীম আলী। রেডিও তেহরানের অনুষ্ঠান মালা খুব ভালো লাগে উল্লেখ করে তিনি লিখেছেন, সবচেয়ে ভালো লাগে আপনাদের উপস্থাপনা। চিঠিপত্রের আসর প্রিয়জন,শিশু কিশোরদের আসর রংধনু, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা এবং স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা প্রিয় অনুষ্ঠান বলেও উল্লেখ করেছেন তিনি।  এরপর তিনি অনুরোধ করেছেন, শ্রোতাদের সাথে আরো গভীর সম্পর্ক রাখা দরকার। শ্রোতাদের মতামতের উপর ভিত্তি করে অনুষ্ঠান মালা প্রচার করুন।

বহলুল:চমৎকার প্রস্তাব তবে আমরা সাধারণভাবে এমনটিই করে আসছি। দেখুন না আপনাদের অনুরোধেই প্রিয়জন শেষে গান শোনানো হয়। অবশ্য গান আমার নিজেরও ভালো লাগে।

ভাই শামীম আলী, রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগার অনুভূতি আমাদের মুগ্ধ করেছে।  আর শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্যই তো আমরা এখনো চিঠিপত্রের আসর প্রচার করে যাচ্ছি।  আমাদের ওয়েবসাইটের খবরে মন্তব্য করার ব্যবস্থা রেখেছি এবং ইমেইলের মাধ্যমে আপনাদের মতামত সরাসরি জানার সুযোগ রেখেছি।  তো, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলে আশা করছি।

বহলুল: ছবি তোলা হোক এমনটি পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুবই কমই পাওয়া যাবে। তবে ছবি তুলতে যেয়ে ফটোগ্রাফাররা নানান মজায় পড়েন।

অর্থাৎ আপনি বলতে চাইছেন, ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফাররা মজার অভিজ্ঞতায় পড়েন। তাই না! হ্যাঁ আমরা এবার এমনই অভিজ্ঞতার কথা শুনব বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসকারী বিশিষ্ট ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং কর্মসূত্রে ব্যাংকার কামরুল আখন্দের কাছ থেকে।  কি ঠিক বলেছি বহলুল ভাই?

বহলুল: জ্বি। জ্বি। কি মুশকিল আমার মনের কথা সব আপনারা টের পেতে শুরু করেছেন। তা আর কি করা তা হলে শুনি

সত্যিই দারুণ কাণ্ড। ছবি তুলে মেমরি কার্ডে জমা রাখে ক্যামেরা।  সেই মেমরি কার্ডই যখন নেই তখন ছবি তুলবে কেনো ক্যামেরা?

বহলুল: সাংঘাতিক। বরং বলা যায় সাড়ে সাংঘাতিক! হ্যা তারপর কি হলো? …

সেখানে একটি দোকানে গিয়ে ৩০ হাজার টাকা দামের একটা লেন্স জমা রেখে বিনিময়ে একটা মেমরি কার্ড ধার চাইলেন ফ্রি ল্যান্স ফটোগ্রাফার কামরুল আখন্দ। এরপর কি হলো সে কথা এই আলোকচিত্রশিল্পীর মুখেই শুনি...

বহলুল: সবচেয়ে বড় কথা ছবিগুলো ভালো উঠেছিল।  না হলে বেচারার অবস্থা কি যে হতো কে জানে! তা যাক, দেখুন এ রকম ভুল আমিও হর-হামেশা করি। জন্মদিন মনে করে অনুষ্ঠানে যেয়ে দেখি..

না। না। আজ নয় বহলুল ভাই। শ্রোতা ভাই বোনেরা এতোক্ষণ বিশিষ্ট ফ্রিল্যান্স ফটোগ্রাফার কামরুল আখন্দের অভিজ্ঞতা শুনছিলেন। আর হ্যা ভাই কামরুল আখন্দ আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও গল্প শোনার ইচ্ছা রইল। 

বহলুল: আর বিলম্ব নয়

জ্বি আমিই খবরে দেয়া পাঠক বন্ধুদের বক্তব্যের তুলে ধরছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা প্রভাব হারিয়েছে- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২০ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন,মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা তার প্রভাব হারিয়েছে এবং এখন আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার পক্ষে এ অঞ্চলের দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেয়া সম্ভব নয়। বুধবার তুরস্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজে এ খবরে ভাই সাজ্জাদ আজিজ যে মন্তব্য করেছেন তাতে সেখানকার পরিস্থিতি পুরোটাই উঠে এসেছে। তিনি লিখেছেন, আরো হারাবে।

বহলুল: জ্বি দুইশ ভাগ ঠিক। মধ্যপ্রাচ্যে আমেরিকা আরো প্রভাব হারাবে। এ কথা কানার ভাই অন্ধও বলতে পারবে। কেবল টের পাচ্ছে না তারাই যারা নিজেদের বিবেক বন্ধক দিয়েছেন বা বিক্রি করেছেন।

এদিকে আফগানিস্তান থেকেও সেনা ফিরিয়ে নিচ্ছে আমেরিকা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ তারিখে। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে অন্তত সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। আফগানিস্তানে বর্তমানে যে সেনা মোতায়েন করা আছে এটা তার অর্ধেক।

ফেসবুক গ্রুপে ভাই মো আজহার রুবেল যে মন্তব্য করেছেন তাই এবারে তুলে ধরছি। তিনি লিখেছেন, দুনিয়ার সব দেশ থেকেই ওরা মানে মার্কিনীরা চলে যাক, মানব সভ্যতা সুরক্ষিত হোক, মনুষ্যত্বের জয় হোক। আর কোন যুদ্ধ বিগ্রহ নয়।

বহলুল: এরপর আমার বলার আর কিছুই ছিল না...

না বললেও চলবে কারণ চূড়ান্ত কথা বলা হয়ে গেছে। এদিকে বন্ধুরা আসরের সময় শেষ হয়ে এসেছে, যারা চিঠি দিয়েছেন, এবং এতোক্ষণ প্রিয়জনের আসরে আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। #

ট্যাগ