মার্চ ১৩, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka

যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন তারা জানেন, আমরা একটি হাদিস শুনিয়ে আসরটি শুরু করি।

আজ শোনাব ইমাম হাসান (আ.)'র একটি হাদিস।  তিনি বলেছেন: কিয়ামতের দিন শুধুমাত্র সেসব মানুষ নিরাপদে থাকবে দুনিয়ার জীবনে প্রতিটি পদক্ষেপ নেয়ার সময় যাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করেছে।

আসরের প্রথমেই যে ইমেইল তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই জে কে রাজু। ইমেইলে তিনি গত ২৮ ডিসেম্বরের অনুষ্ঠান শুনেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া গোগল প্লে স্টোর থেকে স্মার্টফোনে রেডিও তেহরান শোনার অ্যাপ খুঁজে পান নি বলেও জানিয়েছেন তিনি।

বহলুল: এটাই হলো মার্কিনীদের কালো হাত কারণ তারাই এর কারণ।

হ্যাঁ ইরানের অ্যাপ সরিয়ে নেয়া হয়েছে গোগল প্লে স্টোর থেকে তাই আপনি ওই অ্যাপ পান নি। বিকল্প হিসেবে রেডি তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারেন। আপনার ইমেলের জবাবেও একই ঠিকানা আমরা এরইমধ্যে পাঠিয়ে দিয়েছি।

ধন্যবাদ ভাই জে. কে রাজু। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা রাখছি। আমাদের ওয়েবসাইট থেকে অ্যাড ডাউনলোড করে ইন্সটল করতে পেরেছেন কিনা তা পরেই ইমেইলে কিন্তু অবশ্যই জানাবেন।

বহলুল: বক্তৃতা দেয়া সহজ নয়। সহজে অর্জন হয়না নেতৃত্বের গুণাবলী। তাই না?

বহলুল ভাই হঠাৎ করে ভিন্ন প্রসঙ্গের অবতারণা করলেই ধরে নিতে হবে কারো মজার অভিজ্ঞতা শুনতে যাচ্ছি আমরা। আজ সম্ভবত বক্তৃতা দেয়ার গুণাবলী অর্জনের অভিজ্ঞতা শুনব।

ঠিক ধরেছেন।আজ আমরা কাজী রাফসান হাসিনের অভিজ্ঞতা শুনবো।  বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসরত এ তরুণ বক্তৃতা দেয়ার সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী তৈরির তৎপরতায় নিয়োজিত একটি আন্তর্জাতিক ক্লাবের কর্মকর্তা। তিনি আন্তর্জাতিক টোস্টমাস্টার ক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার ভাইস প্রেসিডেন্ট পাবলিক রিলেশন্স এবং ফ্যাকাল্টি এডভাইজার জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। কাজী রাফসান হাসিন তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন: .....

বহলুল: লাগিয়া থাকিলে মাগিয়া খাইতে হয় না। মানে চেষ্টা করলে সাফল্য আসবেই। এ কথা কাজী রাফসানের অভিজ্ঞতা আমাদের নতুন করে মনে করিয়ে দিল।

এতোক্ষণ বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসকারী তরুণ টোস্টমাস্টার ক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার ভাইস প্রেসিডেন্ট পাবলিক রিলেশন্স এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলের গণিতের সিনিয়র টিচারের অভিজ্ঞতা শুনছিলেন। ধন্যবাদ কাজী রাফসান। ভবিষ্যতে আপনার আরো অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।

বহলুল: আসরের এ পর্বে আমরা নজর দেবো...

হ্যাঁ রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সেদিকে নজর দেবো। বহলুল ভাই, আপনি যা বলবেন তা মুখস্থ হয়ে গেছে।

সুতরাং আমিই শুরু করছি। হ্যাঁ এবার সিরিয়ায় দূতাবাস ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল কুয়েত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা দিল কুয়েত। সিরিয়ায় প্রায় আট বছর আগে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের জের ধরে এসব আরব দেশ সিরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

বহলুল: ফেসবকু গ্রুপে এ খবরে যাকে বলে তুফান ডেকে এসেছে এই দেখুন না পাঠকবন্ধুদের মন্তব্য তারই সাক্ষী।

হ্যাঁ এই দেখুন জুলফিকার আলি বলেছেন, লেজ গুটিয়ে তারা আবার আসাদের দেশে ফিরে আসছে। এদিকে এ খবরে মো. আজহার রুবেল লিখেছেন, তবে ওদের ব্যাপারে সিরিয়ানদের বরাবরই সতর্ক থাকতে হবে।

বহলুল: আর তো কিছু বলার দরকার, সুযোগ বা অবকাশ নেই। ধন্যবাদ আপনাদের।

এদিকে আমেরিকা এখন আর সামরিক হামলার হুমকি দেয় না-শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন,তার দেশের সমর শক্তি এতটা উন্নত হয়েছে যে,আমেরিকা এখন আর তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ার সাহস দেখায় না।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে ভাই আশেক মাহমুদ যে মন্তব্য করেছেন এবারে তাই তুলে ধরছি। তিনি লিখেছেন, শক্তি ও ক্ষমতাকে যদি আমরা বস্তুগত ও সামরিক দিক থেকে বিবেচনা করি তা হবে সবচেয়ে বড় ভুল। যদি তাই হতো তাহলে ভিয়েতনামের হাতে আমেরিকা পরাজিত হত না,হিজবুল্লাহর হাতে ইসরাইলের পরাজয় হতো না।

বহলুল: আমি আগেই এ মন্তব্য পুরোটা পড়েছি। কিন্তু বড় হওয়ায় এখানে তা তুলে ধরা হয়নি। তবে মন্তব্যটা যে খুবই চমৎকার সে কথা না বললেই নয়।

এরপরের খবরটি প্রকাশিত হয়েছে...

বহলুল: না। না আজ আর কোনো খবর নয়।  সত্যি আজ আর আগে বাড়া যাবে না।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা আসরের সময় শেষ হয়ে এসেছে। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ