ডিসেম্বর ০৮, ২০১৯ ১৫:২৩ Asia/Dhaka

অন্য সব আসরের মতো আজও আমরা শুরুতেই একটি হাদিস শোনাবো। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, যে ব্যক্তি খাঁটি মনে ও একাগ্রচিত্তে আল্লাহ তায়ালার ইবাদত করে, মহান আল্লাহ তার জন্য সব ধরনের কল্যাণের ব্যবস্থা করেন।

খ. হাদিস শুনলাম। তা অনুধাবন এবং অনুসরণের চেষ্টা করবো। আমরা সবাই জানি যে,  বুঝে শুনে জীবনে বাস্তবায়ন না করলে কেবল শুনে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না।  যাই হোক, আসরের প্রথম চিঠিটি এসেছে...

বহলুল: দেখিতো কাগজটা দিন। আসলে ভুল কাগজ নিয়ে এসেছেন। আসলে হয়েছে কি রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে অনেক মন্তব্য জমে আছে।

ক. ও আচ্ছা! বুঝেছি, চিঠি বা ইমেইল নয় সেদিকে নজর দেবেন। একই কারণে গত আসর এভাবে শুরু করা হয়েছিল।  ঠিক আছে আমি শুরু করছি। হ্যা, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আবারো বলেছেন, প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তার দেশের কোনো শত্রুতা নেই। একইসঙ্গে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

খ. রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে পাঠক ভাই রাতুল রাইয়ান সংক্ষিপ্ত মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ঠিক বলেছেন জনাব।

বহলুল: অল্প কথায় কাজ হলে বেশি বলার দরকার কি!

ক. বহলুল ভাই আজ কি...

বহলুল: মানে শ্রোতাদের সঙ্গে কথা হবে কিনা জানতে চাইছেন তাই তো। আরে শ্রোতাভাইদের সঙ্গে কথা না বলতে পারলে পেটের ভাতই যে হজম হবে না। হ্যা

খ. হ্যাঁ মানে পরিচয় দেবেন না কোথা থেকে কে বলছেন?

ক. উনি বাংলাদেশ থেকে বলছেন। বাকিটুকু তার মুখেই শুনুন ....

খ. আচ্ছা ভাই সুলতান মাহমুদ সরকার আপনি আমাদের প্রচারিত অনুষ্ঠান কি রেডিওতে শোনেন নাকি ইন্টারনেটে...

বহলুল: আমিও তাই ভাবছিলাম সুলতান মাহমুদ ভাই হয়ত ইন্টারনেটেই অনুষ্ঠান শোনেন।

ক. আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন আধুনিক একজন শিক্ষক। সেটাইতো স্বাভাবিক। তা ভাই সুলতান মাহমুদ ভবিষ্যতে আরও কথা হবে। এতোক্ষণ বাংলাদেশের শ্রোতাভাই সুলতাম মাহমুদের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার কথা আরও শোনার আশা রইল। আর শ্রোতাভাই বোনেরা আপনাদের কথা শোনার জন্যও আমরা অপেক্ষা করছি কিন্তু। ...

বহলুল: ফেসবুক গ্রুপে যে সব খবর প্রকাশিত হয়েছে এবারে সে দিকে নজর দেয়া হবে। তা হলে শুরু হোক।

খ. ব্যস আমিই আগে শুরু করছি। ট্রাম্পকে অজ্ঞ, অশিক্ষিত বলে কটাক্ষ করলেন আসাদউদ্দিন ওয়াইসি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জাতির জনক বলে অভিহিত করায় ওয়াইসি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

ক. ফেসবুক গ্রুপে এ খবরে ঝড় উঠেছে। তারই কিছু নমুনা তুলে ধরছি। পাঠকবন্ধু মো কুদ্দুস মন্ডল লিখেছেন, ওয়াইসি সাহেব মিথ্যা বলেন নি। যা বলেছেন পুরোটাই সত্য বলেছেন। অন্যদিকে শেখ সিরাজুল হক লিখেছেন, অবশেষে, দাজ্জালের মিলিত জোট। এ ছাড়া, ওয়াইসির বক্তব্যকে ১০০% সত্য বলেছেন মুলান ভুইয়া।

বহলুল: মানুষ ঘুমের মধ্যেও চোখে খুলে  রাখে কিন্তু অমানুষরা তা টের পায় না! হায়রে অমানুষ রংগিণ ফানুস! দম ফুরাইলেই ফুস।

খ. এদিকে ট্রাম্পের কারণে ইরান নীতি পরিবর্তনে বাধ্য হয়েছে বলে হুকের হাস্যকর দাবি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ সেপ্টম্বর। এ খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান একটি আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি তেহরানের ওপর ওয়াশিংটনের কথিত সর্বোচ্চ চাপপ্রয়োগের নীতির কথা উল্লেখ করে বলেছেন, এই চাপের কারণে ইরান তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।

ক. ফেসবুক গ্রুপ এ বক্তব্য ফুটো করে দিয়েছেন পাঠক বন্ধু এস এম রাসেল আখন।  তিনি লিখেছেন, পাগলের প্রলাপ!

বহলুল: ব্যস আর বলতে হবে না। এক গোলাতেই বালু দিয়ে তৈরি মিথ্যার দুর্গ ধসে গেছে! তা ছাড়া...

খ. না না আজ আর কথা নয়। আসরের সময় শেষ হয়ে এসেছে। বন্ধুরা নিয়মিত অনুষ্ঠান শুনবেন, মন্তব্য করবেন এবং চিঠি দেবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।

ক. আবারো কথা হবে আগামী আসরে।#

ট্যাগ