ডিসেম্বর ১৪, ২০১৯ ১৯:২১ Asia/Dhaka

ক. বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা যে যেখানে বসেই অনুষ্ঠান শুনছেন না কেন সবাই ভালো ও সুস্থ আছেন।

শুরুতেই যথারীতি একটি হাদিস।  রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রোজা হচ্ছে (জাহান্নামের) আগুনের ঢালস্বরূপ। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে।

খ.মূল্যবান হাদিস শুনলাম।  হাসিদের বাণী অনুসরণ করে আমরা নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সচেষ্ট হবো এ আশাবাদ ব্যক্ত করে আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি ২৯ সেপ্টেম্বর ফেসবুকের লাইভ অনুষ্ঠানে করা রেডিও তেহরানের  বন্ধুদের কিছু মন্তব্য।

বহলুল: হ্যাঁ এবারে ভিডিও অনুষ্ঠান সম্প্রচারের অনুরোধ করা হয়েছে। করা গেলে বেশ ভালই হবে।

ক. জ্বি। শতভাগ ঠিক। তবে তার আগে দেখে নেই কি বলেছেন বন্ধুরা। হ্যাঁ বাংলাদেশের দিনাজপুর জেলার সদর উপজেলা থেকে ভাই কে এম জামান -ভিডিও লাইভ করার জন্য অনুরোধ করেছেন। অন্যদিকে ভাই মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, ভিডিও ফরম্যাটে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে একই তারিখে ফরিদপুর জেলার ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব থেকে জানানো হয়েছে,  ভীষণ ভালো লাগলো রেডিও তেহরানের আজকের আয়োজনগুলো!

বহলুল: ভিডিও লাইভ সম্প্রচার প্রচার করা গেলে – হ্যাঁ দুর্দান্ত ব্যাপার হবে।

খ. বহলুল ভাই, সেই আপনিই তো বলেছেন, আস্তে রাধে ধীরে খায় জুড়ালে তার মজা পায়! এক পা এক পা করে রেডিও তেহরান এগিয়ে চলছে। ভিডিও লাইভ সম্প্রচারের বিষয় নিয়ে চিন্তা-ভাবনা চলছে। একদিন হয়ত প্রচার হবে।  তাই মোটেই তাড়াহুড়ো করা যাবে না।

বহলুল: এ আশায়ই আমি রোজ স্টুডিওতে সাজগোজ করেই আসি! যদি হঠাৎ  সম্প্রচার হতে থাকে তাহলে যেন আমাকে ঝকঝকে দেখা যায়!

ক. সদা প্রস্তুত একেই বলে! যাকগে মতামত জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মতামত জানানোর এ ধারা অব্যাহত রাখবেন আশা করি।  আচ্ছা আজ বোধ হয় কোনো শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলা হবে না!

খ. না।  না।  তা কেনও হবে! এই দেখুন সবাই কেমন প্রস্তুত হয়ে বসে আছি। হ্যা তা হলে শুনুন...

ক. ভাই আবদুল্লাহ আল মুজাহিদ কিভাবে আপনি রেডিও তেহরান শোনা শুরু করলেন সে কথা কি আমাদের বলবেন?...

খ. এতোক্ষণ রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই আবদুল্লাহ আল মুজাহিদের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার আরও কথা শুনবো। এ ছাড়া শুনবো আপনাদের কথাও। ..

বহলুল: এবারে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে প্রকাশিত খবরে বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো।

ক. আমিই শুরু করছি।

বহলুল: না না আপনি নন। উনি তৈরি হয়ে বসে আছেন অনেকক্ষণ।

খ. আমার তৈরি হওয়াটা আপনার নজর এড়ায় নি ধন্যবাদ বহলুল ভাই। হ্যা নয়া ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ফিলিস্তিনিরা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ সেপ্টম্বর। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন 'আল মুকাভিমা আশ শা'বিয়া'র সামরিক শাখা 'নাসের সালাউদ্দিন ব্রিগেড' একটি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপণাস্ত্র 'আইকিউ-টুয়েন্টি ফাইভ' নামের ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।

ক. রেডিও তেহরানের ফেসবুক পেজে প্রকাশিত এ খবরে পাঠক ভাই শহিদুল ইসলাম লিখেছেন জ্বি। আর মোল্লা হোসেইন লিখেছেন ভালো খবর।  এদিকে সৌদি রাজার দেহরক্ষী মেজর জেনারেল গুলিতে নিহত: ঝগড়ার পরিণতি! শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, সৌদি রাজা সালমানের খ্যাতনামা দেহরক্ষী মেজর জেনারেল আবদুলআজিজ আল-ফাহগাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা নগরীতে তিনি নিহত হন।

খ. এ খবরে ফেসবুকের গ্রুপে মন্তব্যের ঝড় উঠেছে। পাঠক ভাই এ  আলিম লিখেছেন, এভাবেই তারা নিজেদেরকে নিজেরাই শেষ করবে। আর মোহাম্মাদ রফিক লিখেছেন, রাজা নিজে তার দেহরক্ষীকে মেরে ঝগড়ার দোষ দিয়েছেন!

বহলুল: সর্বনাশ একেই বলে ঘরের কথা পরে জানল ক্যামনে! হায় রাজ-রাজারা।

ক. ইরানে আগ্রাসন চালানো হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, প্রতিরোধশক্তি শত্রুদের সর্বোচ্চ চাপকে সর্বোচ্চ অনুনয় বিনয়ে পরিণত করবে।

খ. ফেসবুকের গ্রুপে  ভাই মোঃ জয়নাল আবেদীন লিখেছেন, জ্বি ঠিক কথা।  আর তাসলিমা জান্নাত সুইটি লিখেছেন আমিন।

বহলুল: এই দেখুন এরপর আমি যে কি বলবো তা আর ভেবে পাচ্ছি না। একটু ভাবতে পারলেই অনেক কিছু

খ. না বহলুল ভাই আজ আর ভাবনা হয়।  আমাদের হতে আর সময় নেই।  এবারে আসর গুটাবার পালা। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই প্রিয়জনের আসর থেকে বিদায় চাইছি।#

ট্যাগ