ডিসেম্বর ১৫, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka

ক. শ্রোতাবন্ধুরা, আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।

আশা করছি সবাই ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক গুণ হচ্ছে সৎকর্ম সম্পাদন, দুর্দশাগ্রস্তকে সাহায্য করা এবং আশাকারীর আশা বা অভাবীর অভাব পূরণ করা।

খ. শাশ্বত বাণীর অনুসরণ করবো সবাই। অনুসরণের চেষ্টা চালাবো। একবার না পারলে বারবার চেষ্টার মধ্যদিয়ে এ পথচলাকে রপ্ত করব বলে প্রত্যাশা ব্যক্ত করার মধ্যে দিয়ে শুরু করছি আজকের আসর।  আজও ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন তার ভিত্তিতে আসর সাজানো হয়েছে। হ্যাঁ তাহলে শুরু করছি আমি।

ক. না আমিই শুরু করছি। আর শুরুতে বরং ফেসবুকে রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরা যে সব মন্তব্য করেছেন সেদিকে নজর দেবো।  অক্টোবর মাসের ৪ তারিখে প্রচারিত অনুষ্ঠানে ঢাকার গেন্ডারিয়া থেকে ভাই মোহাম্মদ জিল্লুর রহমানের পাঠানো চিঠি প্রচার করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন।

খ. ধন্যবাদ আপনাকেও ভাই জিল্লুর রহমান। নিয়মিত চিঠি লিখবেন এবং অন্যদেরও চিঠি লিখতে উৎসাহিত করবেন আশা করছি।

বহলুল: আমাদের লাইনের ওপারে অপেক্ষা করছেন রেডিও তেহরানের এক  বন্ধু। আসুন তা হলে তার কথা শুনি

ক. এই যে দীর্ঘদিন ধরে রেডিও তেহরান শুনছেন, তা কেনো শুনছেন? মানে রেডিও তেহরানের কোন দিকটি আপনার ভালো লাগে ভাই মুনীর হোসেন রনি?...

খ. এতোক্ষণ বাংলাদেশের ভোলা জেলার শ্রোতাভাই মুনির হোসেন রনির কথা শুনছিলেন। বর্তমানে তিনি ফরিদপুর জেলায় বসবাস করছেন। ধন্যবাদ ভাই রনি। বিশ্ব সংবাদ এবং শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুষ্ঠান প্রিয়জন সত্যিই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ভবিষ্যতে আপনার আরও কথা শুনবো।

বহলুল: এবারে আসরের শুরুতেই যে ঘোষণা দিয়েছিলেন তা দিয়ে আবার আপনিই শুরু করুন।

ক. ঘোষণার কথা যে ভুলে গেছি। মানে কাগজটা..

বহলুল: এই যে এই যে এখানে রয়েছে...

ক. হ্যাঁ ফেসবুকের গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন এবারে সে দিকে নজর দেবো। আরামকো হামলার পর চরম সমালোচনার মুখে সৌদি যুবরাজ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্বের ব্যাপারে রাজ পরিবারের অনেক সদস্য হতাশ হয়ে পড়েছেন এবং যুবরাজের বিরুদ্ধে সমালোচনা জোরদার হচ্ছে। সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর উপর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাদের ড্রোন হামলার পর এই অবস্থা তৈরি হয়েছে।

খ. ফেসবুকের গ্রুপে এ খবরে ভাই শহিদুল ইসলাম লিখেছেন, পাশ্চাত্যের দালালি করলে যা হয়! অন্য দিকে ভাই এ আলি লিখেছেন, সালমান হলেন যুবরাজ আর হুথিরা হলেন কবিরাজ!

বহলুল: একেই বলে ঢিলের জবাব পাটকেলে দেয়া! হায় দালাল সরকারগুলো পায়ের তলার মাটি সরে যায় কিন্তু টের পায় না।

ক. ইরানে রাশিয়ার নারী সাংবাদিক আটক: রুশ গণমাধ্যমে জল্পনা শীর্ষক ৫ অক্টোবর প্রকাশিত খবরে বলা হয়েছে,  ইরানে রাশিয়ার একজন নারী সাংবাদিক আটকের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার জন্য মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাহদি সানায়িকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

খ. ফেসবুক গ্রুপে এ খবরে ভাই মোশাররফ হোসেন লিখেছেন, কর্ম পরিধি লঙ্ঘন করলে আটক করতেই পারে। অন্যদিকে ভাই মো আলমগীর হোসেন লিখেছেন, শত্রু  যেই হোকা কোন ছাড় নয়।

বহলুল: সত্য কথা সবার মুখে মুখেই প্রকাশিত হয়েছে!

ক. এদিকে সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি দিল হাজার হাজার ইয়েমেনি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী সা'দায় হাজার হাজার মানুষ শোভাযাত্রা এবং সমাবেশ করেছে। সীমান্তবর্তী সৌদি অঞ্চল নাজরানে ইয়েমেনের সাম্প্রতিক নজিরবিহীন সেনা অভিযানের সমর্থনে এ শোভাযাত্রা বের হয়।

খ.  এ খবরে বোন তাসলিমা জান্নাত সুইটি লিখেছেন, ইয়েমেন এগিয়ে চলো। আর অনিক শেখ লিখেছেন, কথা বলা যাবেনা শুধু মারতে হবে।

বহলুল: আজ আর কথা নয় শুধু কাজ আর কাজ!

ক. হা হা হা যা বললেন বহলুল ভাই। এদিকে হাসপাতাল থেকে সৌদি কারাগারে নেয়া হয়েছে হামাস নেতাকে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের হাতে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ড. মুহাম্মদ আল-খুদরিকে হাসপাতালে চিকিৎসা শেষে আবার কারাগারে নেয়া হয়েছে।

খ. এ খবরে এ ভাই আলিম লিখেছেন ইহুদীবাদী আলে সৌদ পরিবারের পতন আসন্ন। তাই খড় কুটো ধরে আকড়ে থাকতে চায়...

বহলুল: এক কথায়ই কর্মকাবার। তবে আজ না আর কথা বলা যাচ্ছে না। কারণ সময় শেষ হয়ে এসেছে।  

খ. হ্যা এবার বিদায় নিতে হবে। শ্রোতা বন্ধুরা সবাই ভাল থাকুন এ কামনার মধ্য দিয়ে আজ গানে গানে এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ