ডিসেম্বর ২৭, ২০১৯ ১৫:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তায় যা বললেন ভিপি নুর-দৈনিক ইত্তেফাক
  • আ’লীগের কমিটি: ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বাদ পড়লেন যারা-দৈনিক যুগান্তর
  • তরুণদের সন্তুষ্টি রাজনীতি–অর্থনীতিতে, শঙ্কা নিরাপত্তায়-দৈনিক প্রথম আলো
  • বেড়েছে শীতের দাপট, আরও কমবে তাপমাত্রা-দৈনিক মানবজমিন
  • অপকর্মের রেকর্ড নেই, এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল
  • শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, রমেকে ১২ দিনে ২৫ জনের মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • হিংসার আশঙ্কায় উত্তরপ্রদেশের ৭৫ জেলার মধ্যে ২১টিতে স্তব্ধ ইন্টারনেট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • NPR চেয়েছিল কংগ্রেসও, ভিডিও প্রকাশ্যে আসতেই সাফাই চিদম্বরমের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সব ভারতীয়ই নাকি হিন্দু!‌ এবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জোর ধমক খেলেন মোহন ভাগবত-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

অপকর্মের রেকর্ড নেই, এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আ’লীগের কমিটি: ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বাদ পড়লেন যারা-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের কমিটি থেকে যেসব হেভিওয়েট নেতা বাদ পড়েছেন

কাউন্সিলে আংশিক কমিটি ঘোষণা করার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সাতটি পদ খালি রেখে বাকি ৩২টিতে নামের তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে কার্যনির্বাহী সংসদের ৮১ পদের মধ্যে ৭৪টি প্রকাশ করা হলো। বাকি পদগুলোতে পরে নাম ঘোষণা করা হবে।

পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীসহ আগের কমিটির অন্তত ১৫-২০ জন হেভিওয়েট নেতাকে বাদ দেয়া হয়েছে। তাদের কমিটির বাকি সাতটি পদে নেয়া হবে কিনা সেটিও স্পষ্ট নয়। মন্ত্রিসভার আর কেউ কমিটিতে জায়গা পাবেন কিনা সেটি পরিষ্কার করা হয়নি।

হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তায় যা বললেন ভিপি নুর-দৈনিক ইত্তেফাক

হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তায় যা বললেন ভিপি নুর

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় হামলা করেও যদি ক্ষমতার জোরে সন্ত্রাসীরা বেঁচে যায় তাহলে এরা অন্যান্য জায়গায় আরও এমন ঘটনা ঘটাবে। এ জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

বেড়েছে শীতের দাপট, আরও কমবে তাপমাত্রা-দৈনিক মানবজমিন

শৈত্যপ্রবাহ জেকে বসেছে বাংলাদেশে

দু’দিনের ব্যাবধানে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহের সঙ্গেই দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহ আরও ছড়িয়ে পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এতে আগামী তিনদিন তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তরুণদের সন্তুষ্টি রাজনীতি–অর্থনীতিতে, শঙ্কা নিরাপত্তায়-দৈনিক প্রথম আলো

দেশের তরুণদের বেশির ভাগ দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সন্তুষ্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সন্তুষ্টি আছে। তবে ব্যক্তি এবং একই সঙ্গে দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তরুণদের উদ্বেগ বাড়ছে। এর মধ্যে শহরের তরুণ, নারী ও উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলনামূলক বেশি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের মধ্যে সন্তুষ্টি থাকলেও রাজনীতির প্রতি তাঁদের আগ্রহ দিন দিন কমছে। আগ্রহ বাড়ছে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মতো সামাজিক আন্দোলনের দিকে।প্রথম আলোর তারুণ্য জরিপ-২০১৯-এ এমন চিত্র উঠে এসেছে। সারা দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী ১ হাজার ২০০ তরুণের মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

হিংসার আশঙ্কায় উত্তরপ্রদেশের ৭৫ জেলার মধ্যে ২১টিতে স্তব্ধ ইন্টারনেট-দৈনিক আনন্দবাজার পত্রিকা

উত্তরপ্রদেশের এক-তৃতীয়াংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

উত্তরপ্রদেশের এক-তৃতীয়াংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল রাজ্য প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ জানিয়েছেন, ৭৫টি জেলার মধ্যে ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। গোটা রাজ্য নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। পরিস্থিতির মোকাবিলা করতে নামানো হয়েছে আধাসামরিক বাহিনীও। রাজ্য জুড়ে হিংসা চলাকালীন বিজনৌর, বুলন্দশহর, মুজফফরনগর, মেরঠ, আগরা, সম্ভল, ফিরোজাবাদ, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর এবং কানপুরে আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।সোশ্যাল মিডিয়ার উপরও নজরদারি চালাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি পুলিশের।  

সব ভারতীয়ই নাকি হিন্দু!‌ এবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জোর ধমক খেলেন মোহন ভাগবত-দৈনিক আজকাল

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস অটওয়ালে

জাতি, ধর্ম নির্বিশেষে ভারতে বসবাসকারী ১৩০ কোটি ভারতীয়ই হিন্দু। বুধবার এমনই দাবি করে বিতর্কে জড়িয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এবার ধমক কেন্দ্রীয় মন্ত্রীর কাছেই। কেন্দ্রের বিজেপি সরকারের শরিক রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার নেতা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস অটওয়ালে সংবাদমাধ্যমে জানান, ‘দেশের সব নাগরিকই হিন্দু, এমন মন্তব্য করা উচিত হয়নি। মোহন ভাগবত যদি বলতে যে নাগরিকই ভারতীয়, তাহলে ঠিক ছিল। এদেশে বৌদ্ধ, শিখ, হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।’

NPR চেয়েছিল কংগ্রেসও, ভিডিও প্রকাশ্যে আসতেই সাফাই চিদম্বরমের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম

অস্বস্তি এড়াতে পালটা আক্রমণের পথই বেছে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, কংগ্রেস যে ন‌্যাশনাল পপুলেশন রেজিস্টার বা NPR চেয়েছিল, তার চেয়ে অন‌্য রকম এবং বিপজ্জনক এনপিআর চালু করতে চাইছে বিজেপি।

বুধবার বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের একটি পুরনো ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায়, NPR করলে কী সুবিধা হতে পারে তা নিয়ে চিদম্বরম বিস্তারিত ব‌্যাখ‌্যা করছেন। অমিত মালব্য অভিযোগ করেন, কংগ্রেস দ্বিচারিতা করছে। কংগ্রেস সরকারে থাকার সময় স্বয়ং মন্ত্রী NPR-এর কথা বলেছিলেন। পরে এনডিএ সরকার যখন NPR চালু করতে চাইছে, তখন কংগ্রেস বিরোধিতা করছে। বৃহস্পতিবার টুইটারে অভিযোগের জবাব দিলেন চিদম্বরম। তাঁর বক্তব্য, তিনি যে NPR চালু করতে চেয়েছিলেন আর বিজেপি এখন যা করতে চাইছে, দু’টি এক নয়। টুইটে চিদম্বরম বলেন, ‘বিজেপি শাসিত সরকারের আরও বড় এবং ক্ষতিকর উদ্দেশ‌্য রয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ