ডিসেম্বর ২৮, ২০১৯ ১৭:৫৮ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।

আশা করছি সবাই ভালো আছেন। আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব। ইমাম মুহাম্মাদ বাকের (আ.) বলেছেন, নিকৃষ্ট ও মন্দ ভাই হচ্ছে সেই ভাই যে তোমার সুখে ও স্বচ্ছল অবস্থায় তোমার সাথে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে এবং খোঁজ-খবর রাখে। কিন্তু তোমার অভাব, দারিদ্র ও প্রয়োজনের সময় তোমার সাথে সম্পর্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন করে অর্থাৎ তোমার খোঁজ-খবর নেয় না।

খ. এখানে যে মন্দ ভাইয়ের কথা বলা হচ্ছে আমরা যেন তার মতো না হই সে চেষ্টা করব। এ ধরনের উপদেশবাণী মেনে চলতে গেলে হয়ত একটু কষ্ট হবে কিন্তু শেষ পর্যন্ত লোকসান হবে না।

বহলুল: আসরের প্রথমেই পুরানো এক শ্রোতা ভাইয়ের মনের কথা শুনবো।

ক. অর্থাৎ ‘মনের কথা’ শিরোনাম দিয়ে একটি ইমেইল এসেছে বাংলাদেশ থেকে, বহলুল ভাই সেকথাই বোঝানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, বগুড়া জেলার আলতাফনগর বড় চাপড়া পিস রেডিও লিসেনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন পুরনো শ্রোতা ভাই ডাঃ শাহিনুর আলম। এ ভাই চিঠির শুরুতেই আন্তরিক উচ্চারণ করেছেন, কেমন আছ তোমরা? জানো ইমেইলটি লিখতে খুব লজ্জা করছে। কেন? এক সময়ের নিয়মিত শ্রোতা আজ পর হয়ে গিয়েছে। তা অবশ্য আমিই করেছি। জানি না কি অজানা কারণে এত দিন লিখিনি। ভাবলে খুব খারাপ লাগে।

বহলুল: লজ্জা পাওয়ার কোনও কারণ নেই ভাই শাহিনুর আলম।  আপনি ভুলে গেলেও আমরা আপনাকে ভুলিনি।  আর এতোদিন পরে চিঠি লেখার জন্য লজ্জা না পেয়ে বরং খুশি হওয়া উচিত। হ্যা তারপর এ ভাই আর কি লিখেছেন,

খ. এ ভাই লিখেছেন, ১১/১০/১৯ইং তারিখের অনুষ্ঠান ১১ হাজার ৯২০ কিলোহার্টস এ শুনলাম। প্রথমে শ্রবণ মান নিয়ে যদি বলতে হয় তাহলে এক কথায় অসাধারণ!(অনুষ্ঠানের অংশ বিশেষ সংযুক্ত করা হল) এর পর বিশ্ব সংবাদ এর কথায় আসি। ফেসবুকে এত দিন বিভিন্ন খবরাখবর পড়েছি, ভিডিও দেখেছি কিন্তু আজ যখন রেডিও তেহরানের বিশ্ব সংবাদ শুনলাম তখন মনের ভিতর কেমন জানি অনুভূতি হল। এত দিন মধ্যপ্রাচ্য নিয়ে কোন আপডেট তথ্যই আমার কাছে ছিল না বলে মনে হল। তুরস্ক যে ইয়েমেনে অগ্রাসন চালাচ্ছে তা জানতে পারলাম। বুয়েট ছাত্র হত্যার খবর, বাংলাদেশে রেমিটেন্স বাড়ার খবর, ভারতে চীনা প্রধানমন্ত্রীর সফরের খবর ইত্যাদি শুনলাম। একটা জিনিস আমার কাছে পরিস্কার কেউ যদি মধ্যপ্রাচের খবর জানতে চায় তাহলে তাকে অবশ্যই রেডিও তেহরান শুনতে হবে। কারণ সঠিক খবরের জন্য এটিই একমাত্র মাধ্যম। আর হ্যাঁ বিশ্ব রাজনীতির সাথে মধ্যপ্রাচ্যের একটা বড় সর্ম্পক আছে। আমি কি ঠিক বলেছি?

বহলুল: ঠিক বলেছেন মানে কি? শতভাগ ঠিক বলেছেন। রেডিও তেহরানের শ্রোতাবন্ধুরা প্রায়ই এ কথা বলে থাকেন।

ক. ভাই শাহিনুর আলম রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে আপনার উপলব্ধি সব সময়ই আমাদের মুগ্ধ করে। আজকের চিঠিতেও তার ব্যতিক্রম হলো না।  চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও চিঠি দিবেন বলে আশা রাখছি।  

খ. বহলুল: আজ গান শুনবো। মানে মালেয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের গানের একটি ব্যান্ড দলের নাম ট্রুএনস। অঝোর ধারায় নামের এ গানটি লিখেছেন, এনামুল হক সুর দিয়েছেন খান নজরুল ইসলাম আর গেয়েছেন এনামুল হক, নজরুল ইসলাম এবং আরাফাত রহমান। তা হলে আর বিলম্ব নয় গান শুনি।......

ক. গানের বাকি অংশ একটু পরে প্রিয়জনের শেষে প্রচার করা হবে।....

খ. হ্যাঁ রেডিও তেহরানের ওয়েবসাইটে ৩০ অক্টোবর  প্রকাশিত একটি খবরের শিরোনাম হলো সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ক্রিকেট অনুরাগীদের ক্ষোভ, পাপনের পদত্যাগ দাবি।

ক. এ খবরে ‘জেডপি’ ছদ্মনামের পাঠক লিখেছেন, সাকিব শুধু বাংলাদেশের নয়, বিশ্বের এসেট, বিশ্বের আইকন, বিশ্বের সম্পদ। এমন খেলোয়াড় শত বছরেও একজন আসে না। কর্মকর্তা হাজারে হাজারে আসে যায়, কিন্তু সাকিবের মত বিশ্বসেরা খেলোয়াড় শতকে একজনই আসে। তাই ধিক্কার জানাই প্রভাবিত আইসিসিকে, ধিক্কার জানাই বাংলাদেশের প্রতিক্রিয়াশীলদেরকে।

খ. এদিকে একই তারিখে প্রকাশিত অপর একটি খবরের শিরোনাম হলো সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণে মার্কিন সেনা: তীব্র বিরোধিতা করলো ইরান ও রাশিয়া।  এ খবরে পাঠক বন্ধু মোহাম্মদ আলম লিখেছেন, তেলকুপ রক্ষা করতে আমেরিকাকে কে বলেছে? অন্যদিকে লুৎফর রহমান লিখেছেন মার্কিন বাহিনীকে আক্রমণ করো।

বহলুল. আজ আর কথা নয়। সময় শেষ হয়ে এসেছে।

খ. সবাই ভাল থাকবেন এ আশা করে আজ অঝোর ধারায় গানের বাকি অংশ শুনতে শুনতে এখানেই বিদায় চাইছি....#

ট্যাগ