জানুয়ারি ০৭, ২০২০ ১৭:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বোল্টন মুখ খুললেই ট্রাম্পের গদি ‘টলমল’-দৈনিক যুগান্তর
  • ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মুখে কালো কাপড়-দৈনিক প্রথম আলো
  • ‘গতবছর জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ’-দৈনিক মানবজমিন
  • সোলাইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল -দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • জেএনইউ-তদন্ত চলছে, তার আগেই এবিভিপিকে ক্লিনচিট কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • গেটওয়ে অফ ইন্ডিয়ায় উঠল ‘মুক্ত কাশ্মীর’ স্লোগান, আন্দোলনকারী ছাত্রদের সরানো হল আজাদ ময়দানে-দৈনিক আজকাল
  • জেএনইউ ক্যাম্পাসে হামলা–তাণ্ডবের দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল, ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করা হয়-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

জেনারেল কাসেম সোলাইমানিকে শ্রদ্ধা জানাতে অবিশ্বাস্য মানুষের ঢল

ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল সোলাইমানির খবরটিও আজও বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। গোটা ইরানজুড়ে চলছে শোকের ছায়া। আজ সোলাইমানির নিজ শহর কেরমানে দাফন হওয়ার কথা থাকলেও বিপুল শোকার্ত মানুষের ঢল নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অসম্ভব ভীড়ের চাপে ৫০ জন মারা গেছেন। ফলে দাফন আপাতত স্থগিত করা হয়েছে। এ সম্পর্কে দৈনিক  ইত্তেফাক লিখেছে, সোলেইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে কেরমানে মানুষের ঢল। 

সোলেইমানির প্রতি শ্রদ্ধায় শোকার্ত মানুষের স্রোত

এ সম্পর্কে দৈনিকটি আরও লিখেছে, ইরান ইতিমধ্যে সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে কঠোর বদলা নিবে বলে আমেরিকাকে হুমকি দিয়েছে। তবে দেশটি ঠিক কি ধরনের বদলা নিবে তার বিস্তারিত কিছু বলেনি। তবে বিশ্বের বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আর দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম, বোল্টন মুখ খুললেই ট্রাম্পের গদি ‘টলমল।

Image Caption

এ খবরে লেখা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে ইরান এই হামলার দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ৫২টি স্থাপনায় পাল্টা আঘাত করার ঘোষণা দিয়েছেন।

মধ্যপ্রার্চে নিযুক্ত মাকির্ন সেনা প্রত্যাহারের দাবি উঠেছে

দৈনিক যুগান্তর লিখেছে, তবে ইরানের প্রতি এমন ‘রণংদেহী. মনোভাব দেখিয়েও ডোনাল্ড ট্রাম্প নিজের গদি সামলাতে পারছেন না। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের দেশে ভালো নেই ডোনাল্ড ট্রাম্প। এ মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেটে তার ইমপিচমেন্টের বিষয়টি আলোচনায় ওঠার কথা। তার আগে ইরাকে বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে নিজের দেশের সবার নজর অন্যদিকে ভালোভাবেই সরাতে পেরেছেন ট্রাম্প। কিন্তু সংকটের সময় ঐক্যের আশায় পানি ঢেলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রোষ কিছুতেই কমছে না। এদিকে সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তে সাক্ষ্য দিতে চাওয়ায় মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে ধারণা করা হচ্ছে।

 ‘ধর্ষককে দেখলে চিনতে পারবেন মেয়েটি’নাছিমা বেগম-দৈনিক প্রথম আলো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, তাঁর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের শিকার নারীর কথা হয়েছে। তিনি ধর্ষণকারীকে দেখলে চিনতে পারবেন। তাঁর কথার ভিত্তিতে অপরাধীর একটা স্কেচ করা যেতে পারে। এতে আসামি দ্রুত শনাক্ত হবে।

ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিরুদ্ধে আজ ক্যাম্পাসে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। মুখে কালো কাপড় বেঁধে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে মৌন মিছিল করেছে।

Image Caption

রাজু ভাস্কর্যের কাছে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

 নারীর জীবন, ভয়ের জীবন-দৈনিক প্রথম আলো

সাংবাদিক রোকেয়া  রহমানের লেখা এটি। এতে বলা হয়েছে, খুব ভয় হচ্ছে আমার। ভীষণ, ভীষণ ভয়। ভয় হচ্ছে নিজের জন্য, ভয় হচ্ছে আমার কিশোরী কন্যাটির জন্য। এ ভয় আক্রান্ত হওয়ার। এ ভয় যখন-তখন যেকোনো জায়গায় ধর্ষিত হওয়ার। বিকেল পাঁচটা মানে তখনো দিনের আলো মরেনি। এই দিনের আলোয় যদি রাস্তা থেকে তুলে নিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করা যায়, তাহলে বলুন কেন ভয় পাব না আমি? মনে প্রশ্ন জাগে, কবে আমাদের দেশের নারীরা নিরাপদে চলাচল করতে পারবেন, নাকি এ রকম চলতেই থাকবে? আমরা নারীরা কি সব সময় নিরাপত্তাহীনতায় ভুগতেই থাকব? 

ইভিএমে ত্রুটি শনাক্ত, ফিঙ্গার প্রিন্টের পর একজনের ভোট দিতে পারেন আরেকজন-দৈনিক ইত্তেফাক

Image Caption

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুটি ইউনিটি। একটি কন্ট্রোল ইউনিট, অন্যটি ব্যালট ইউনিট। এর মধ্যে ব্যালট ইউনিটটি অরক্ষিত। কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের পর ব্যালট ইউনিটে গিয়ে একজনের ভোট দিতে পারেন অন্যজন। কেননা, কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারের ব্যবস্থা থাকলেও ব্যালট ইউনিটে তা নেই। গতকাল সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের জন্য ইভিএম প্রদর্শনীতে এই ত্রুটি শনাক্ত করেন সাংবাদিকেরা। তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

খালেদা জিয়ার পক্ষে আদালতে লড়বেন ড. কামাল-দৈনিক যুগান্তর

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি নেতা ড. মঈন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় প্রয়োজন হলে লড়বেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। মঙ্গলবার কামাল হোসেনের মতিঝিল চেম্বারে খালেদা জিয়া ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানার নিন্দা জানাচ্ছি। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়াসহ অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

এবারে ভারতের কয়েকটি খবর:

জেএনইউ-তদন্ত চলছে, তার আগেই এবিভিপিকে ক্লিনচিট কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের

জেএনইউ-তদন্ত চলছে, তার আগেই এবিভিপিকে ক্লিনচিট কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)রবিবারের হামলার ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। তার মধ্যেই ওই কাণ্ডের অন্যতম অভিযুক্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র কর্মী ও সমর্থকদের ক্লিনচিট দিয়ে বসলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

তদন্ত শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যে জেএনইউ বিতর্কে নতুন রঙ লেগেছে।মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলে বসেন, ‘‘বিজেপি এবং তার সহযোগী সংগঠন হিংসা ঘটাতে পারে না।

গেটওয়ে অফ ইন্ডিয়ায় উঠল ‘মুক্ত কাশ্মীর’ স্লোগান, আন্দোলনকারী ছাত্রদের সরানো হল আজাদ ময়দানে-দৈনিক আজকাল

জেএনইউ–এ দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার সকালে মুম্বই পুলিসের জোন ১–এর ডিসিপি, সংগ্রাম সিং নিশানদার ছাত্রছাত্রীদের আবেদন করেন তাঁরা যেন আজাদ ময়দানে এই অবস্থান বিক্ষোভ করেন।  সোমবার রাতেই সেখানে আন্দোলনরত এক যুবতীর হাতে ‘মুক্ত কাশ্মীর’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, জেএনইউ কাণ্ড নয়া মোড় নিয়েছে। আক্রান্ত ঐশী ঘোষের বিরুদ্ধেই মামলা করছে দিল্লি পুলিশ। আর দৈনিক আজকালের অন্য একটি খবরে লেখা হয়েছে, জেএনইউ ক্যাম্পাসে হামলা–তাণ্ডবের দায় স্বীকার করেছে হিন্দু রক্ষা দল।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭
 

ট্যাগ