ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৫:০৭ Asia/Dhaka

শুরুতেই যথারীতি একটি হাদিস। ইমাম রেজা (আ.) বলেছেন, মানুষের ধন-সম্পদের প্রতি ভ্রুক্ষেপ না করা দানশীলতার চেয়েও উত্তম।

খ. জীবন বদলে দেয়ার মতো বাণী শুনলাম এবং ভুলে গেলাম তাতে কোনও ফল হবে না। বরং শুনলাম, বুঝলাম এবং মানলাম এই প্রত্যয় রাখতে হবে। তাতেই জীবনে শুভ পরিবর্তন আসতে থাকেব। আর রাতারাতি যেকোনো মহান বাণী মানা সম্ভব নয়। কঠিন প্রচেষ্টার মধ্য দিয়েই এ ধরনের বাণী জীবনকে অর্থবহ করে তুলতে পারে। আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির যে কঠিন রোগ বাসা বেঁধেছে তার মূলে রয়েছে মানুষের ধন-সম্পদের প্রতি লোভ। ইমাম রেজা (আ.)- এর এই বাণীর প্রতি লক্ষ্য রেখে সবাই যদি সে লোভ ত্যাগ করতে পারে তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। শুধু আইন আর পুলিশ দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।

ক. আজকের আসরের শুরুতেই কোনও ইমেইল হাতে তুলে নেবো না। বরং সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের খুলনা জেলার বোন শারমিন রিমা যে স্টাটাস দিয়েছেন সেদিকে নজর দেবো।

বহলুল: এ্যাই দেখুন আমি বলার আগেই এ বিষয় আপনার চোখে পড়েছে। ভাবতে সত্যিই ভালো লাগছে।

খ. দেখুন বহলুল ভাই ভালো জিনিস সবার চোখেই পড়বে। তবে হয়ত কারো কারো চোখে একটু বেশিই পড়বে। তা যাক। বোন শারমিন রিমা লিখেছেন, পার্স টুডে, সাংবাদিকতা, সাংবাদিক, ওয়েবসাইট, সংবাদ কপি পেস্ট, ইরান নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, বাংলাভাষীদের জন্য ইরান, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক বিশ্বের নির্ভরযোগ্য সংবাদের অন্যতম যোগানদাতা 'পার্স টুডে বাংলা।'

ক. তিনি আরো লিখেছেন, ইরান নিয়ে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে ইতোপূর্বে নানাভাবে নানা আন্তর্জাতিক মিডিয়া কর্তৃক ভুল সংবাদ ও প্রোপাগান্ডামূলক সংবাদ প্রচার করা হত। ফলে সাধারণ মানুষ অনেক বেশী ভুল ধারণার মধ্যে থাকত। এক্ষেত্রে পার্স টুডে বাংলা' এখানে অনেক বড় একটি অবদান রেখেছে বাংলাদেশসহ বিশ্বের মানুষকে মধ্যপ্রাচ্য ও ইরান নিয়ে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে।

খ. অনেক লম্বা এই স্টাটাসের পুরোটাই তুলে ধরা গেলে ভালো হতো। কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হচ্ছে না। তবে স্ট্যাটাসে তিনি পার্সটুডে বেশি করে ভিজিট করতে এবং পার্স টুডের সংবাদের লিংক বেশি করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, যারা কপিপেস্ট করেন তারা যেন পার্সটুডের সূত্র উল্লেখ করেন সে অনুরোধও জানিয়েছেন তিনি।

বহলুল: রেডিও তেহরানের ওয়েব সাইটই পার্স টুডে এবং এর খবর কপিপেস্ট করতে কোনও বাধা নেই। তবে সূত্র উল্লেখ করলে ভালো হয়।

ক. ধন্যবাদ শারমিন রিমা। ভবিষ্যতে আপনার সঙ্গে কথা হবে বলে আশা রাখছি।

বহলুল: আজ কার সাথে কথা বলবো আগে তা জেনে নেই। …

খ. বাহ উনি একজন ওয়েব ডিজাইনার সে কথা আমাদের এর আগে বলেছিলেন।  আজ তাহলে সে প্রসঙ্গেই কথা বলি।

বহলুল: জ্বি। আমি বলছি। ….

ক.এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাই আবদুল্লাহ আল মুজাহিদের সঙ্গে কথা বলছিলাম। ধন্যবাদ ভাই মুজাহিদ। ভবিষ্যতে আপনার সঙ্গে আরো কথা বলার ইচ্ছে রইল। …

বহলুল: এ্যাই দেখুন, এবারে আমরা সবাই নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডের খবর এবং রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপের দিকে।

খ. বহলুল ভাই আমি কিন্তু অনেকে আগেই যাকে বলে একদম রেডি হয়ে আছি। হ্যাঁ এবারে আয়রন ডোমের গোপন তথ্য হাতিয়ে নিতে চলেছে ফিলিস্তিনিরা: ইসরাইলে আতঙ্ক শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৫ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আয়রন ডোম নামে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য ফিলিস্তিনিরা হাতিয়ে নিয়েছে বলে আশংকায় পড়েছে তেল আবিব।

বহলুল: কয়েক দিন আগে ডেভিড শ্লিংয়ের একটি ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় সিরিয়ার কাছ থেকে নাকি রাশিয়া পেয়েছে।

ক. সে খবরও রেডিও তেহরান দিয়েছে। এদিকে ১৫ নভেম্বরের খবরে পুরনো বন্ধু লুৎফর রহমান যথারীতি ইমোজি দিয়েছেন। খুশির ইমোজি।

বহলুল: বটে। সবারই তো এতে খুশি হওয়ার কথাই।

খ.এদিকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানেরও লাভ হবে- ১৫ নভেম্বর ফেসবুক গ্রুপে প্রকাশিত এ খবরে অনেক মন্তব্য হয়েছে।

ক. হ্যাঁ বেশির ভাগ মন্তব্যকারী এ শিরোনামের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তারা জ্বি কথাটি ঠিক বা হ্যাঁ সূচক মন্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন।

বহলুল: অনেক সময় কিছু কথা থাকে তা অস্বীকার করার কোনো অবকাশই খুঁজে পাওয়া যায় না। এটিও এমন একটি শিরোনাম। যাকে ঘিরে এতো কথা। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

খ. হ্যা। এবার বিদায় নিতে হবে।  বন্ধুরা পৃথিবীতে নতুন ভোর আর্বিভূত হোক এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ