ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৭:০০ Asia/Dhaka

ক. শ্রোতাবন্ধুরা! আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। শুরুতেই যথারীতি একটি হাদিস।

ইমাম আলী ইবনে মুসা রেজা বলেছেন, যে ব্যক্তি কোন মুমিনের দুঃখ-কষ্ট দূর করবে মহান আল্লাহ কিয়ামত দিবসে তার অন্তরের দুঃখ-কষ্ট দূর করে দেবেন অর্থাৎ তাকে জান্নাতবাসী করে সুখী করবেন।

খ. হ্যাঁ হাদিসের বাণী অনুসরণ করে আমরা ইহকাল এবং পরকালে সুফল পাওয়ার চেষ্টা করবো। এ কথা আগেও বলেছি আজ আবার বলছি যে চেষ্টা না করলে এ সফলতা পাওয়া যাবে না। পার্থিব জীবনে যেমন কোনো কাজে সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয় তেমনি পরকালে জান্নাত পেতে হলে আমাদেরকে দুনিয়ায় অনেক পরিশ্রম করতে হবে। তা আজ কি প্রথমেই চিঠিতে হাত দেবো?

ক. না। আজও আসরের প্রথমেই নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। বলিভিয়ার লিথিয়াম হাতিয়ে নিতেই অভ্যুত্থান করা হয় শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, বলিভিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, দেশটির লিথিয়ামের বিশাল খনিজ সম্পদ হাতিয়ে নেয়ার জন্য তার বিরুদ্ধে অভ্যুত্থান করা হয়েছে।

খ. রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত চাঞ্চল্যকর এ খবরে মন্তব্য করেছেন রেডিও তেহরানের পুরনো পাঠক ভাই লুৎফর রহমান। তিনি এবার বরাবরের মতো ইমোজির আশ্রয় নেন নি। বরং লিখেছেন, খুবই দুঃখজনক।

বহলুল: সত্যিই মানবজাতির জন্য এটি সত্যিই দুঃখজনক। আমেরিকা বরাবর এ কাজ করেই চলেছে।

ক. হ্যাঁ আমেরিকা বিশ্বের প্রতিটি দেশে নিজের অশুভ স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। কোনো কোনো দেশে সে সফল হয় এবং সেখানকার সরকার ব্যবস্থায় নিজের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন আনে। আবার কোনো কোনো দেশের জনগণ আমেরিকার সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করে বলে সেসব দেশে ওয়াশিংটন নাক গলাতে পারে না। 

খ. এদিকে ভারতে এনআরসি প্রকাশের পর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়েছে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২১ নভেম্বর। এতে বলা হয়েছে, ভারত সরকার জাতীয় নাগরিকত্বের চূড়ান্ত তালিকা বা এনআরসি প্রকাশ করার পর হতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত গলিয়ে ভারতীয় মানুষজন বাংলাদেশে ঢুকছেন বা ঢোকার চেষ্টা করছেন।

ক. রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে/ ডটকম/ শ্ল্যাস বিএনে প্রকাশিত এ খবরে মন্তব্য করেছেন পাঠক ভাই হোসেইন মো. আমির। তিনি লিখেছেন, দলিল দস্তাবেজ এর মাধ্যমে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত একটা লোকও যেন বাংলাদেশে না ঢোকে সে ব্যাপারে সীমান্তরক্ষী তথা সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে!

বহলুল: বক্তব্যটি কঠিন কিন্তু মাঠের পরিস্থিতি কিন্তু আরও কঠিন! সত্যি মন খারাপ হওয়া খবর এগুলো। এ পরিস্থিতির সুরাহা হোক, মানুষগুলোর জীবনে শান্তি নেমে আসুক এ কামনা করছি আমরা সবাই। আসরের এ পর্বে আমরা কথা বলবো শ্রোতা বন্ধুদের সঙ্গে। কি বলেন?

খ. অবশ্যই। আসুন তা হলে কথা বলি। হ্যাঁ আগে জেনে নেই তার পরিচয়..

ক. জ্বি বোন শারমিন রিমা আপনাকে স্বাগতম। আচ্ছা  রেডিও তেহরানের ওয়েবসাইট কি আপনি নিয়মিত দেখেন। এ সম্পর্কে আপনার মূল্যায়ন বা মতামত কি?...

বহলুল: চমৎকার। আপনার মতামত এবং মূল্যায়ন আমাদের চলার পথে উৎসাহ যোগাবে।

খ. ধন্যবাদ বোন রিমা ভবিষ্যতে আরও কথা হবে। হ্যাঁ এতোক্ষণ বাংলাদেশের বোন শারমিন রিমার কথা বলছিলেন। আর বন্ধুরা, আপনাদের কথাও কিন্তু শোনার জন্য আমরা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি।...

বহলুল: না এবারে ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপের দিকে নজর না দিলেই নয়।

ক.  জ্বি আমি সে জন্য তৈরি ওয়ান টু থ্রি শুরু করে দিলাম। হ্যাঁ ইরানের প্রযুক্তিমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার কারণ ও আমেরিকার হাস্যকর দাবি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৩ নভেম্বর।  রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবর বেশ আলোড়ন তুলেছে।

বহলুল: আলোড়ন মানে আলোড়ন একেবারে ঝড় আর কি!

খ. যা বললেন বহলুল ভাই। হ্যাঁ, আখন্দ মাহবুব লিখেছেন, আমেরিকার আরেক নাম নিষেধাজ্ঞা কোম্পানি। অন্যদিকে শাহ আবদুর রহমান খান লিখেছেন, আমেরিকা নিপাত যাক। মুসলিমরা এক হও আমেরিকা নিপাত যাও- লিখেছেন জাভেদ মির্জা। আর সাদমান আহমেদ লিখেছেন, ইরানকে আলোচনায় বসার সবচেষ্টা বিফলে, হতাশ হয়ে নিষেধাজ্ঞা।

ক.এদিকে লেবাননে সরকার গঠন করতে বাধা দিচ্ছে আমেরিকা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৩ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, লেবাননের জন্য একটি নয়া সরকার গঠনের পথে আমেরিকা প্রধান অন্তরায় হয়ে রয়েছে বলে অভিযোগ করেছে সেদেশের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

খ. এ খবরও যথারীতি নানামুখী আলোচনার কারণ হয়ে উঠেছে। ভাই তপন খান লিখেছেন, আমেরিকার কাজই হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে থাকা। আর এই করতে করতেই তাদের পতন ঘনিয়ে আসবে একদিন! অন্যদিকে ভাই আল ফাহিম সরদার লিখেছেন, হিজবুল্লাহ বর্তমানে মধ্যপ্রাচ্যে ঈমানের দৃষ্টান্ত।

বহলুল: মানুষের মুখ দিয়ে আসলে ভবিষ্যতের সত্য প্রকাশিত হয়ে থাকে। সে কথা এর আগেও বলেছি এবং আপনারা সবাই জানেন। তবে আজকের আসরে এ নিয়ে বেশি কথা বলা যাচ্ছে না। কারণ আসরের সময় শেষ হয়ে এসেছে।

ক. হ্যাঁ বন্ধুরা, এবার প্রিয়জনের আসর থেকে বিদায়ের পালা। সবাই ভাল থাকবেন এ কামনায় আজ গানে গানে এখান থেকে বিদায় নিচ্ছি।#

ট্যাগ