ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৭:১৩ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন।

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম মোহাম্মাদ বাকির (আ.)  বলেন:  মহান আল্লাহ মুমিন অপেক্ষা বেশি সম্মানিত আর কাউকে সৃষ্টি করেননি। কেননা ফেরেশতারা হচ্ছেন মুমিনদের খাদেম বা সেবক।

খ. আমরা সবাই মুমিন হওয়ার চেষ্টা করব- এই আশাবাদ ব্যক্ত করার পর আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি ভারত থেকে আসা একটি ইমেইল। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনিপুর থেকে ইমেইলটি পাঠিয়েছেন চৈতক লিসেনার্স ক্লাবের সভাপতি ও রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই সিদ্ধার্থ ভট্টাচার্য। তবে এটাকে নিছক ইমেইল বা চিঠি বলা যাবে না। কারণ এ সঙ্গে তিনি শ্রবণমানের প্রতিবেদনও কষ্ট করে পাঠিয়েছেন।

ক. এত কষ্ট করে শ্রবণমানের প্রতিবেদন পাঠানোর জন্য ধন্যবাদ ভাই সিদ্ধার্থ ভট্টাচার্য।

বহলুল: আরে উনি কিন্তু একটি প্রশ্নও করেছেন। সেটা কিভাবে যেন চোখ এড়িয়ে প্রায় চলে যাচ্ছিল।

ক. তাইতো। বহলুল ভাই না দেখলে বড়ই খারাপ হতো। ভাই সিদ্ধার্থ ভট্টাচার্য জানতে চেয়েছেন ইরানের সবচেয়ে বড় কয়লা খনি কোনটি? ইরান বিদেশে কয়লা রফতানি করে কি?

খ. ইরানের সবচেয়ে বড় কয়লা খনি গুলিস্তান প্রদেশের আজাদশহরে অবস্থিত। পাঁচ শতাধিক কর্মী এখানে কর্মরত আছেন। আর হ্যাঁ ভাই, ইরান কয়লা রফতানি করে থাকে।  আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভাই সিদ্ধার্থ ভট্টাচার্য। ভবিষ্যতে আরও চিঠি দেবেন এবং অন্যদেরকেও চিঠি লিখতে উৎসাহিত করবেন বলে আশা রাখছি।

বহলুল: আজ মজার কথা শোনার ইচ্ছা হচ্ছে।

ক. ঠিক আছে। তাই হবে। তা হলে চলুন শুনি। কিন্তু আজ কার সঙ্গে কথা বলবো? ভাই আপনার পরিচয় দিন।

খ. এবারে তাহলে উল্লেখযোগ্য মজার ঘটনা থাকলে তাই বলুন ভাই

বহলুল: ভাই আবদুল্লাহ আল মুজাহিদ হাতির পিঠে চড়ার ঘটনা কি ভোলা সম্ভব!

ক. এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাই আবদুল্লাহ আল মুজাহিদদের কথা শুনছিলেন। ধন্যবাদ ভাই মুজাহিদ।

বহলুল: না আর দেরি নয়। প্রথমেই নজর দেই রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে।

ক. হ্যাঁ সিআইএ চক্রের ৮ ব্যক্তিকে আটক করেছে ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ নভেম্বর। এ খবর বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সঙ্গে সম্পর্কযুক্ত আট ব্যক্তিকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই আট ব্যক্তি ইরানের সাম্প্রতিক সহিংসতায় মার্কিন কিছু পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছিল। রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ খবর স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে।

বহলুল: আলোড়ন নয় মহাঝড় বলুন।

খ. হয়ত তাই বললেই ভালো হতো। কারণ বেশিরভাগ মন্তব্যকারী আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। এ ছাড়া, এ ধরণের আটকের তৎপরতাকে ভালো বলে মন্তব্য করেছেন অনেকেই।

ক. এদিকে মার্কিন গুপ্তচরকে আটক রাখার অভিযোগে ইরান থেকে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিল মার্কিন আদালত- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর। এ খবরে বলা হয়েছেইরানে গুপ্তচরবৃত্তি চালানোর দায়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের একজন সংবাদদাতাকে আটক রাখার অভিযোগে তেহরানের কাছ থেকে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিয়েছে একটি মার্কিন ফেডারেল আদালত।

খ. ফেসবুক গ্রুপে এ খবর নিয়ে অনেক আলোচনা হয়েছে। হোসাইন হোসাইন লিখেছেন, সিরিয়ায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। ওসমান গনি নাহিদ লিখেছেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতির ক্ষতি করায় ১০ বিলিয়ন ডলার জরিমানা করা দরকার।  আর রফিকুল ইসলাম লিখেছেন, চোরে আবার করেছে জরিমানা???

বহলুল: এরপর মাইরাল্যা আমারে মাইরাল্যা বলা ছাড়া আর কোনও রাস্তা দেখি না। জনমত কোন দিকে বুঝতে পারছেন শ্বেতভবনের বাসিন্দারা!

ক. চিকিৎসায় অবহেলা: ইসরাইলের কারাগারে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনি বন্দীর মৃত্যু শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের একজন ক্যান্সার আক্রান্ত বন্দী ইন্তেকাল করেছেন। ওই ফিলিস্তিনি বন্দীর চিকিৎসার বিষয়ে ইহুদিবাদী কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফেসবুকে প্রকাশিত এ খবরে অনেক মন্তব্য হয়েছে।

খ. হ্যাঁ পাঠক ভাই মোহাম্মদ আল মামুন লিখেছেন, ধ্বংস হোক আবু জাহেলের উত্তর সূরী। অন্যদিকে বন্ধু তপন খান লিখেছেন, ইসরায়েল ধ্বংস হোক, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাক! আর, মো. নজির আলি ইসরাইলি কারাগারে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দির কথা উল্লেখ করে  লিখেছেন, আল্লাহ যেন ভাইটিকে শহিদি মর্যাদা দান করেন, ইসরাইল নিপাত যাক।।

বহলুল: সব মন্তব্যকারী বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে, আর কথা বলার অবকাশ নেইআসর গুটানোর পালা।

ক. শ্রোতা বন্ধুরা সত্যিই এবার বিদায় নিতে হবে। আগামী দিনগুলো সবার সুন্দর হয়ে উঠুক এ কামনার মধ্য দিয়ে প্রিয়জনের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।

খ. আবার কথা হবে আগামী আসরে।#

ট্যাগ