মার্চ ০৫, ২০২০ ১৫:১৭ Asia/Dhaka

ইমাম মোহাম্মাদ বাকের (আ.) বলেন: নিশ্চয়ই মুমিন যখন সন্তুষ্ট হয় তখন তার সন্তুষ্টি তাকে পাপ ও ভ্রান্ত কাজে প্রবেশ করায় না এবং যখন সে ক্রুদ্ধ হয় তখন ক্রোধ তাকে সত্য বলা থেকে বিরত রাখে না।

মুমিন হচ্ছে সেই ব্যক্তি যখন সে ক্ষমতাবান হয় তখন তার ক্ষমতা ও শক্তি তাকে সীমালঙ্ঘন করতে উদ্বুদ্ধ করে না এবং যে বিষয় সত্যিকার অর্থে তার নয় সেদিকে তাকে ধাবিত করে না।

খ. আমরা অর্থহীন জীবন কাটানোর জন্য পৃথিবীতে আসি নি। বরং পৃথিবী হলো মরণোত্তর অন্তহীন জীবনের এক শষ্যক্ষেত্র। এখানে যা বুনবো তার ফুল-ফসল ওপারে পাবো। আর তাই কোরআন, হাদিস এবং  অমীয়বাণী আমাদেরকে পার্থিব জীবনে সঠিকভাবে চলার যে দিকনির্দেশনা দেয় তা নিজে মানব এবং অন্যকে মানার আহ্বান জানাব।

ক. জি এবার প্রিয়জনের আসরের ঝাঁপি খুলছি। রেডিও তেহরানের ওয়বসাইট parstoday.com/bn'এর খবরে যে সব মন্তব্য হয়েছে আজ প্রথমেই সে দিকে নজর দেবো। হ্যাঁ তেহরানে সরকারপন্থী বিশাল সমাবেশ শীর্ষক খবরটি ছাপা হয়েছে ২৫ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যোগ দিয়ে লোকজন ইরানের ইসলামি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি বিক্ষোভের নামে সম্প্রতি ইরান জুড়ে যে সহিংসতা চালানো হয়েছে তার নিন্দা জানিয়েছেন তারা।

খ. এ খবরে পাঠক বন্ধু মাসুদ পারভেজের বক্তব্য প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে। তিনি লিখেছেন, এটাই ইসলামের সত্যিকারের আদর্শ। অগণিত শ্রদ্ধা আর সমর্থন জানাচ্ছি মহান এই জাতির সকলের প্রতি। ইরান আর ইসলাম টিকে থাকুক চিরকাল।

বহলুল: সব কথাই এতে ফুটে উঠেছে। একে চমৎকার বলা ছাড়া আর কিছু বলার নেই।

ক. এদিকে ব্যবসায়িক স্বার্থে বিশ্ব কাশ্মীর প্রশ্নে নীরব শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কারণে বিশ্বের শক্তিধর দেশগুলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব রয়েছে।

বহলুল: লজ্জা। লজ্জা। সত্যিই এটা বিশ্বের জন্য লজ্জাজনক।

খ. এ খবরে পাঠক বন্ধু মজলুম আহমেদ লিখেছেন আমাদেরকেই ব্যবস্থা নিতে হবে।

বহলুল: জটিল মানে অতি চমৎকার কথা বলেছেন ভাই মজলুম আহমেদ। একটু থামুন এখন তো শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলার পালা।

খ. হক কথা। তাহলে আজ খবরের দিকে নজর দিলাম না। টেলিফোনের ওপাশে যে ভাই আছেন তার সঙ্গে কথা শুরু করছি আমিই। জ্বি ভাই আপনার নাম বলুন এবং পরিচয় দিন?..

বহলুল: ভাই জুয়েল রানা রেডিও তেহরান শোনা কি করে শুরু করেছিলেন আজ প্রথমেই সে কথা শুনতে বড়ই ইচ্ছা হচ্ছে। তাহলে বলুন...

বহলুল: একেই বলে উত্তরাধিকার সূত্রে শ্রোতা। এরাই রেডিও তেহরানের সম্পদ।

ক. ধন্যবাদ ভাই জুয়েল রানা। ভবিষ্যতে আরও কথা বলবো। এ ছাড়া আপনার বাবার সঙ্গে কথা বলার আশা রাখছি।  হ্যাঁ এতোক্ষণ বাংলাদেশের পুরনো শ্রোতা ভাই জুয়েল রানার কথা শুনছিলেন।...

বহলুল: আজ হাতে একদম সময় কম।

খ. সত্যিই তাই। আমি ঝটপট শুরু করছি। ইরানের বিরুদ্ধে মশে ম্যাকানিজমপ্রয়োগের হুমকি দিল ইউরোপ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে মশে ম্যাকানিজমপ্রয়োগের হুমকি দিয়েছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এই ম্যাকানিজম প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে।

বহলুল: যত্তোসব গাজুয়ারি কথাবার্তা!

ক. প্রায় এ রকম কথাই বলেছেন আমাদের শ্রোতা এবং পাঠক ভাইয়েরা। হ্যা  চুক্তিভঙ্গ করেছে ইউরোপ আবার বড় কথাও বলছে," ইহাকেই বলে চোরের মায়ের বড় গলা" বলে এ মন্তব্য করেছেন সালাউদ্দিন মিনার। তিনি এ মন্তব্য করেছেন রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। এ ছাড়া, জে জুনিয়র বলেছেন, ফ্রান্স, ব্রিটিশ, জার্মানি, ট্রাম্প আর ইসরাইল এক কথা।

বহলুল: আমেরিকা না বলে এ ভাই ট্রাম্প বলেছেন। ভালো খুবই ভালো।

খ. হ্যাঁ আমাদেরও ভালে লেগেছে তবে এ খবরে আরও মন্তব্য হয়েছে ওয়েবসাইটে।  বর্ণ বিদ্যমান লিখেছেন, ইরান তার নীতি ও নৈতিকতায় সঠিক পথে ছিলো এবং আগামীতেও তার পথ রুদ্ধ করা যাবে না! বর্তমান বিশ্বের তথাকথিত মোড়লরা অবশ্যই পরাজিত হবে! ইনশাল্লাহ এই যুদ্ধে ইরানের পাশে সারা বিশ্বের মুসলমানরা থাকবে! আগামীতে সব উন্নত প্রযুক্তির নেতৃত্বে থাকবে ইরান! আমরা ইরানের উন্নতি দেখে গর্বিত!

বহলুল: দারুণ!! দারুণ!! না না। আজ কথা বলা সম্ভব হবে না।  সময় ফুরিয়ে এসেছে সব মন্তব্যকারী বন্ধুকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।।

ক. হ্যা শ্রোতা বন্ধুরা আসরে সময় ফুরিয়ে এসেছে। এবার বিদায়ের পালা। চিঠি লেখা, ইমেইল করা, ওয়েবে রেডিও তেহরানের তৎপরতায় জড়িত থাকা ও মন্তব্য করা এবং সর্বোপরি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিঠি লেখা ও অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়া অব্যাহত রাখবেন।

খ. কথা হবে আগামি আসরে। গানে গানে তাহলে গুটিয়ে নেই প্রিয়জনে আজকের আসর।..#

ট্যাগ