মার্চ ১৩, ২০২০ ২১:১৫ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।

যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন তারা জানেন, আমরা একটি হাদিস শুনিয়ে আসরটি শুরু করি। আজও এর ব্যতিক্রম হবে না। ইমাম মুসা রেজা (আ.) বলেছেন, অন্যের কাছে থাকা ধন-সম্পদের প্রতি ভ্রুক্ষেপ না করা দান করার চেয়েও উত্তম। অর্থাৎ পরধনের প্রতি লোভ না করা দান করার চেয়ে উত্তম।

খ. জীবনে সুন্দরভাবে চলার জন্য হাদিসের এ বাণী কাজে লাগানোর চেষ্টা করব। তাতে একটু কষ্ট হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া ও আখেরাতে আমাদের লাভই হবে।

ক. আজকের আসরের প্রথমেই নজর দেবো রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। হ্যাঁ সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণের মার্কিন প্রচেষ্টার নিন্দা জানাল রাশিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর। এ খবরে বলা হয়েছে- রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ সিরিয়ার উত্তরাঞ্চলীয় তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার মার্কিন অপচেষ্টার তীব্র জানিয়ে বলেছেন, এর ফলে সিরিয়ার উত্তরাঞ্চলে উত্তেজনা বেড়ে যাবে।

বহলুল: অর্থাৎ মার্কিন তেলচুরির প্রতিবাদ করেছে রাশিয়া।

খ. জ্বি। ঠিক কথাই বলেছেন বহলুল ভাই। আর পাঠক বন্ধুরাও কিন্তু আপনার মনের কথাটিই বলে দিয়েছেন। এ্যাই দেখুন না, ভাই সালাউদ্দিন মিনার লিখেছেন, চোর চোর মহাচোর, ট্রাম্প- এরদোগান তেল চোর।

বহলুল: হা হা হা। কইছে এক্কেবারে সইত্য কথা! ধন্যবাদ ভাই।

ক. আরবাইনের জিয়ারতকারীদের কষ্ট লাঘবে অর্ধলক্ষ গাছের চারা পাঠালেন পাক শিল্পপতি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, পাকিস্তানের শিল্পপতি ‘মোহাম্মদ দরবার’ বন্দরনগরী করাচি থেকে ৫০ হাজার ছায়াতরু গাছের চারা ইরাকে পাঠাবেন। এরই মধ্যে প্রথম চালানে প্রায় ১০ হাজার ছায়াতরুর চারা পাঠানো হয়েছে। এ সব গাছ ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে কারবালা পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার পথের দু'পাশে লাগানো হবে।

খ. এ খবরকে পাঠক ভাইয়েরা মাশাল্লাহ্‌ বলে বলে স্বাগত জানিয়েছেন।

ক: হ্যাঁ আমরাও একই কথা বলছি- মাশাল্লাহ্‌। আর কামনা করছি মোহাম্মদ দরবার নিজে যেন ওই ছায়াময় পথ দিয়ে হেঁটে যেতে পারেন। এ দোয়া করছি এজন্য যে, এখন তার বয়স ৮৫ বছর।  গাছগুলো বড় হতে হতে উনার বয়স আরো বেড়ে যাবে।

বহলুল: এ কামনা কবুল করুন মহান আল্লাহ। এদিকে কোনো শ্রোতাবন্ধুর কথা শোনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে।

খ. আপনার মন যখন ব্যাকুল তখন তো কথা শুনতেই হয়।  আজ আমরা কথা বলবো খুলনার বোন শারমিন রিমার সঙ্গে।  ইরানের ইসলামে বিরুদ্ধে এক সময় একতরফা প্রচারণা চালানো হতো। সেসব খবরে কি প্রতিক্রিয়া হতো সে কথা জানাতে গিয়ে শারমিন রিমা বলেন:....

বহলুল: এমন খবর পড়ার পর আপনার মনের অবস্থা কি দাঁড়াতো বোন রিমা...

ক. জ্বি কেনো এতো খারাপ লাগতো বা এতো খারাপ লাগার কারণ কি?....

খ. এরপর ইরান নিয়ে সত্যিকার খবর কি করে পেতে থাকলেন?....

বহলুল: চমৎকার বলেছেন বোন রিমা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ক. এতোক্ষণ বাংলাদেশের বোন শারমিন রিমার কথা শুনছিলেন। ভবিষ্যতেও তার আরও কথা শোনার আশা রইল। ....

খ. বহলুল ভাই রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন এবারে সে দিকে নজর দিচ্ছি।

বহলুল: খুব ভালো। খুব ভালো। হ্যা থামলেন কেনো??

খ: জ্বি। শুরু করছি। আলোচনার পথ বন্ধ নয় তবে আমেরিকাকে নীতি পরিবর্তন করতে হবে- এই শিরোনামের খবর প্রকাশিত হয়েছে ১ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে আলোচনার পথ বন্ধ করা হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তবে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ভুল এবং মার্কিন নীতি নির্ধারকদেরকে এ নীতি পরিহার করতে হবে।

ক. এ খবরে মন্তব্য করেছেন ভাই লুৎফর রহমান। তিনি লিখেছেন, তবে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যদি আমেরিকা আলোচনায় বসতে রাজী হয়ে তবুও ইরানকে সতর্ক থাকবে হবে। সে কথাই বলেছেন ভাই লুৎফর রহমান।

বহলুল: দেখুন রেডিও তেহরানের শ্রোতা এবং পাঠকরা সদা সতর্ক। তারা চোখ খুলেই ঘুমাতে জানেন। 

খ: আপনি এ কথাটা মাঝে মাঝেই বলেন। কিন্তু পাঠক বন্ধুদের মন্তব্য দেখে মনে হয় এটা শ্রেফ কথার কথা নয় বরং এর মধ্যেও সত্য লুকিয়ে আছে!

বহলুল: ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ পাঠক ও শ্রোতা ভাইদের।  সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে  আসরের সময় যে শেষ হয়েছে।

ক. হ্যা এবারে বিদায় নেবার পালা।  বন্ধুরা রেডিও তেহরানকে চিঠি লিখবেন, ইমেইল করবেন, ওয়েবসাইটের খবরে মন্তব্য করবেন এবং নিয়মিত অনুষ্ঠান শুনবেন এ কামনা করে প্রিয়জন থেকে আজ এখানেই বিদায় চাইছি।

খ. আবার কথা হবে আগামী আসরে।#

ট্যাগ