ফার্সি ভাষায় করখনেহ کارخانه মানে কারখানা (১৭৮তম পর্ব)
আজকের আসরে আমরা ওষুধ এবং ইরানের ওষুধ প্রস্তুতশিল্প নিয়ে কথা বলবো। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার আগে দেশের মোট ওষুধের চাহিদার শতকরা মাত্র ২৫ ভাগ অভ্যন্তরীণভাবে উৎপাদন হতো।
সে সময় বিদেশ থেকে অধিকাংশ ওষুধ আমদানি করতে হতো। তবে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশের সরকার বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার নীতি গ্রহণ করে। ওই নীতির অংশ হিসেবে ইরানে ওষুধপ্রস্তুত শিল্পের ব্যাপক প্রসার ঘটানো হয়। বর্তমানে ইরানের মোট চাহিদার শতকরা ৯৭ ভাগ ওষুধ এদেশেই উৎপাদিত হয়। সেই সাথে ইরানে তৈরি ওষুধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ আরো অনেক দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে ইরানে প্রায় ৬০টি ওষুধ উৎপাদনকারী কোম্পানি রয়েছে। ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ইরানের ওষুধ প্রস্তুতকারক একটি কোম্পানিতে কর্মরত ডাক্তার হামেদ তাওয়াক্কোলির সাথে আলাপ করার সময় এসব তথ্য জানতে পারে। হামেদ তাওয়াক্কোলি ফার্মেসি বিভাগে পড়াশুনা করেছেন। তিনি এখন ইরানের একটি বৃহৎ ওষুধপ্রস্তুতকারী কোম্পানিতে কাজ করছেন। মোহাম্মাদ ও হামেদের এ সংক্রান্ত কথোপকথন শোনার আগে চলুন আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।
از آشنایی با شما خوشوقتم - رشته - تو تحصیل کرده ای - داروسازی - من خوانده ام - الان - کارخانه - من کار می کنم - سخت - دانشگاه - علاقه مند - شرکت - دارو - نوع - انواع - تولید می شود - بخش - ضد سرطان - من شنیده ام - تولید - پیشرفت - سالهای اخیر - کمیاب - جدید - عالی است - وجود دارد - حدود - شصت - حتما ً - کشورهای دیگر - آنها صادر می کنند - علاوه بر آن - نتایج - تحقیق - علمی - ما دراختیار قرار می دهیم -
আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। বিভাগ বা বিষয়। তুমি পড়াশুনা করেছো। ওষুধ প্রস্তুত করা। আমি পড়েছি। এখন। কারখানা। আমি কাজ করি। কঠিন। বিশ্ববিদ্যালয়। আগ্রহী। কোম্পানি। ওষুধ। প্রকার। বিভিন্ন প্রকার। উৎপন্ন হয়। বিভাগ। ক্যান্সার প্রতিষেধক। আমি শুনেছি। উৎপাদন। উন্নতি। সাম্প্রতিক বছরগুলো। দুষ্প্রাপ্য। নতুন। চমৎকার। আছে। প্রায়। ষাট। অবশ্যই। অন্যান্য দেশ। তারা রপ্তানি করে। উপরন্তু। ফলাফল। গবেষণা। বৈজ্ঞানিক। আমরা সরবরাহ করি।
ফার্সি শব্দ ও কিছু পরিভাষার অর্থ জানলেন। এবারে চলুন দেখা যাক হামেদ তাওয়াক্কোলির সাথে ইরানের ওষুধ প্রস্তুত শিল্প সম্পর্কে মোহাম্মাদের কী কথা হয়েছে। আলোচনার শুরুতে মোহাম্মাদ হামেদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে বলে তাকে জানায়-
محمد - از آشنایی با شما خوشوقتم . شما در چه رشته اي تحصيل کرده اي ؟حامد-من داروسازی خوانده ام و الان در یک کارخانه داروسازی کار میکنم .محمد - رشته داروسازی از رشته های سخت دانشگاه است .حامد - بله . اما من به این رشته بسیار علاقه مندم .محمد - در شرکت شما چه نوع داروهایی تولید می شود ؟حامد - انواع داروها .اما من در بخش داروهای ضد سرطان کار می کنم .محمد - شنیده ام ایران در تولید داروهای ضد سرطان پیشرفت خوبی داشته است .حامد - بله . در سالهای اخیر ، ایران بعضی از داروهای کمیاب و جدید را نیز تولید کرده است .محمد - عالی است . در ایران چند کارخانه داروسازی وجود دارد ؟حامد - حدود شصت کارخانه داروسازی در ایران فعالیت می کنند .محمد - پس حتماً ایرانی ها به کشورهای دیگر نیز دارو صادر می کنند .حامد - بله . علاوه بر آن ، ما نتایج تحقیقات علمی خود را در اختیار کشورهای دیگر قرار می دهیم .
মোহাম্মাদ :আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। আপনি কি বিষয়ে পড়াশুনা করেছেন?হামেদ : আমি ফার্মেসি বিভাগে পড়াশুনা করেছি এবং এখন একটি ওষুধপ্রস্তুতকারী কোম্পানিতে কাজ করছি।মোহাম্মাদ : বিশ্ববিদ্যালয়ে কঠিন কয়েকটি বিষয়ের মধ্যে ফার্মেসি অন্যতম।হামেদ : হ্যাঁ। তবে এ বিষয়টি আমার ভীষণ ভালো লাগে।মোহাম্মাদ : আপনাদের কোম্পানিতে কি ধরনের ওষুধ তৈরি করা হয়?হামেদ : বিভিন্ন ধরনের ওষুধ (তৈরি হয়)। তবে আমি ক্যান্সার প্রতিষেধক ওষুধ বিভাগে কাজ করি।মোহাম্মাদ : আমি শুনেছি, ক্যান্সার বিরোধী ওষুধ তৈরিতে ইরান ব্যাপক উন্নতি করেছে!হামেদ : হ্যাঁ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান কিছু দুস্প্রাপ্য ও সম্পূর্ণ নতুন ওষুধও তৈরি করেছে।মোহাম্মাদ : চমৎকার। (আচ্ছা) ইরানে ওষুধ প্রস্তুতকারক কতগুলো কোম্পানি আছে?হামেদ : ইরানে প্রায় ৬০টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি কাজ করছে।মোহাম্মাদ : তার মানে ইরান নিশ্চয়ই অন্যান্য দেশেও ওষুধ রপ্তানি করছে।হামেদ : হ্যাঁ। এছাড়া আমরা (এক্ষেত্রে) বৈজ্ঞানিক গবেষণার ফলাফলও অন্যান্য দেশকে সরবরাহ করি।মোহাম্মাদ ও হামেদের আলোচনা শুনলেন। আশা করি বুঝতে পেরেছেন।
পাঠক, ইরানের ওষুধপ্রস্তুতকারী কোম্পানিতে কর্মরত ফার্মাসিস্ট হামেদ তাওয়াক্কোলির বক্তব্য থেকে যেমনটি বুঝতে পেরেছেন, ওষুধপ্রস্তুত শিল্পে ইরানে বেশ কিছু মূল্যবান গবেষণা হয়েছে। এসব গবেষণার ফলে ইরানে এমন কিছু ওষুধ আবিস্কৃত হয়েছে যার প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। এছাড়া ওষুধপ্রস্তুত শিল্প সম্পর্কে ইরানি বিজ্ঞানী ও গবেষকদের লেখা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। লিত ওষুধশিল্পে উন্নতির পাশাপাশি ভেষজ ওষুধ তৈরিতেও ইরানের চোখ-ধাঁধানো সাফল্য রয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২৯