এপ্রিল ০৫, ২০২০ ১৬:৪২ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে।

ইমাম বাকির (আ.) বলেন:  মহান আল্লাহ মুমিনকে তিনটি বৈশিষ্ট্য দিয়েছেন। আর সেগুলো হচ্ছে: ১. ইহকাল ও ধর্মের ক্ষেত্রে সম্মান, ২. আখেরাতে সফলতা এবং ৩. জগতবাসীর অন্তরে তার ব্যাপারে  ভয়-বিজড়িত ভক্তি ও শ্রদ্ধাবোধ।

বহলুল: জ্বি। ভাল কথা শুনলেই হবে না তা মনে রাখতে এবং পালন করতে হবে। না হলে অবস্থা দাঁড়াবে হাতে টাকাকড়ি রইল কিন্তু অভাবে দিন কাটালাম।

খ. আজ কিছু শ্রোতাবন্ধুর শুভেচ্ছা নিয়ে আসর সাজানো হয়েছে।

ক. হ্যা কথাটা ঠিক। তাদের লিখিত এবং বাণীবদ্ধ শুভেচ্ছা নিয়ে এ আসর সাজানো হয়েছে। শ্রোতাবন্ধুরা! আজ আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি ইমেইল। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে এসেছে এ চিঠি। মসিপুর গ্রামের সুচনা সমাজকল্যাণ সংঘ থেকে এটি পাঠিয়েছেন  রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মো মিজানুর রহমান। এ চিঠিতে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বহলুল: হ্যা সত্যিই শুভেচ্ছা পেয়ে আমাদের সবারই ভালো লাগছে। আপনাকেও জানাচ্ছি একই শুভেচ্ছা।

খ. ভবিষ্যতে আরও চিঠি দিবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলে আশা করছি ভাই মো মিজানুর রহমান।

বহলুল: তাহলে এবারে শুনি শ্রোতাবন্ধুদের সকণ্ঠের শুভেচ্ছা বার্তা। ফোন করেছিলাম। বলতে বলতেই ফোন বেজে উঠছে। জ্বি ভাই আপনার নাম বলুন এবং পরিচয় দিন। ....

ক. জ্বি ভাই হৃদয় এবারে আপনার বার্তা শোনান।....

খ. জ্বি ভাই সোহেল রানা হৃদয়, একই আশা আমরাও করছি আর ভবিষ্যতে আরও কথা হবে।

বহলুল: এবারে যে ভাই রয়েছেন আসুন তার সঙ্গে কথা বলি। হ্যা আপনার নাম বলুন এবং পরিচয় দিন...

ক. ওয়ালাইকুম আসসালাম। জ্বি ভাই খোন্দকার রফিকুল ইসলাম। এবারে ইংরেজি নববর্ষ সম্পর্কে আপনার বার্তাটি তাহলে শুনি....

খ. বাহ চমৎকার। রেডিও তেহরানের উত্তরোত্তার উন্নতির যে কামনা করেছেন তা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। একই সঙ্গে উন্নতি হবে আপনাদের মতো শ্রোতাবন্ধুদেরও।

বহলুল: এবারে আমাদের সঙ্গে কথা বলবেন, না তিনি নিজের মুখেই পরিচয় দিবেন। হ্যাঁ বলুন....

ক. জ্বি ভাই শিপন এবারে তাহলে নর্ববর্ষেরে শুভেচ্ছাটি শুনি...

বহলুল: জ্বি শিপন আপনার নববর্ষের কামনা সফল হোক একান্তভাবেই সে কামনা করছি।

ক. এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাইদের ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা বার্তা শুনছিলেন।

বহলুল: আর কয়েক মাস পরে আসছে বাংলা নববর্ষ।  সে সময়ে শুভেচ্ছা জানানোর কথা ভুলবেন না এখনি সে কথা মনে করিয়ে দিচ্ছি।...

খ. বহলুল ভাই এবারে যথারীতি  ফেসবুক এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো। তাই না?

বহলুল: হ্যাঁ ঠিকই বলেছেন। তবে আপনি নন উনি এদিকে নজর দেবেন।

ক. হ্যা সিরিয়ায় আগ্রাসনের জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের ২৫ তারিখে। এ খবরে কড়া মন্তব্য করেছেন শ্রোতা ভাই মকবুল হোসেইন। তিনি লিখেছেন, ইসরাইলের ওপর পরমাণু হামলা চালাও!

বহলুল: মন্তব্য নয়তো এ যেনো কামানের গোলা! মানুষের মনের কথা এর মধ্য দিয়ে এসে গেছে। এদিকে ২২ ডিসেম্বরের একটি খবরের শিরোনাম হলো

খ. নিরাপত্তা পরিষদে ভেটো দিল রাশিয়া ও চীন; লজ্জাজনক বলল আমেরিকা।

বহলুল: আহারে কি কথা!

ক. অপেক্ষা করুন দেখুন শ্রোতা ভাইয়েরা কি বলেছেন। ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে জনৈক আল্লাহর বান্দা ছদ্মনামের পাঠক ভাই লিখেছেন, মা গো! নির্লজ্জের আবার লজ্জাবোধও আছে!

বহলুল: খাইছে। এরপর আর কি কইবো! কওয়ার কিছু নাই।

খ. এদিকে  ডলারের বদলে অভিন্ন বা স্থানীয় মুদ্রা ব্যবহারের ইরানি প্রস্তাবে মাহাথিরের সম্মতি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের ২০ তারিখে।

ক. ফেসবুকের রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ খবরে বেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বন্ধুরা। পাঠক ভাই ফিরোজ ইসলাম শিশির লিখেছেন, উত্তম চিন্তা, মার্কিন যুক্তরাষ্টের জন্য অর্থনৈতিক আঘাত শুরু হবে, দ্রুত কার্যকরী হোক।এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের প্রভাব ক্ষুণ্ন হবে। মুসলিম বিশ্ব আমেরিকার নিষেধাজ্ঞা প্রতিহত করতে পারবে। ডলার বয়কট করতে পারলেই আমেরিকার বাহাদুরী আর থাকবে না। সবাইকে একজোট হতে হবে এইজন্য। আর ‘ইসলামী বিশ্ব’ ছদ্মনামের পাঠক ভাই লিখেছেন, ডলারের পতন ঘটাতে হবে।

এ ছাড়াও আরও অনেক মন্তব্য রয়েছে। তা...

 বহলুল: না সময়ের অভাবে দেয়া যাবে না। কারণ আসরের সময় শেষ হয়ে এসেছে।

খ. হ্যা বন্ধুরা, বহলুল ভাইয়ের কথা থেকে বুঝতে পারছেন বিদায়ের সময় এসে গেছে। এতোক্ষণ প্রিয়জনের আসরে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, যারা চিঠি লিখেছেন এবং খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আবারো শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি।

ক. কথা হবে আগামী আসরে।  #

ট্যাগ