মে ০৫, ২০২০ ১৪:৩০ Asia/Dhaka

পবিত্র রমজানে আত্মশুদ্ধির বিষয়ে আমরা পবিত্র কুরআন তিলাওয়াত ও অধ্যয়ন সম্পর্কে কথা বলেছি গত পর্বে। কুরআন তিলাওয়াতের পাশাপাশি আয়াতগুলোর অর্থ, শানে-নজুল বা নাজিল হওয়ার পটভূমি ও আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করাই হচ্ছে অধ্যয়ন।

গভীর রাতে কুরআন অধ্যয়নের রয়েছে বিশেষ গুরুত্ব। এ সম্পর্কে সুরা মুজাম্মিলে মহানবী (সা)কে পরামর্শ দিয়ে মহান আল্লাহ বলেছেন:

নিশ্চয়ই ইবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।

একই সুরায় এটাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, দিনের বেলায় মানুষের কর্মব্যস্ততা বেশি থাকে। তাই একাগ্রচিত্তে কুরআন অধ্যয়নের জন্য ও আল্লাহর স্মরণ বা ইবাদতের জন্য গভীর রাতই বেশি উপযোগী। 

বিশ্বনবী (সা)'র পবিত্র হাদিস ও উপদেশবাণীও বেশি বেশি জানা মুসলমানদের আত্মশুদ্ধির জন্য জরুরি। আজ আমরা মহানবীর বেশ কিছু উপদেশ তুলে ধরব। এই উপদেশগুলো তিনি বলেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)-কে সম্বোধন করে।

বিশ্বনবী (সা) বলেছেন: হে আলী! ইয়াকীন তথা অবিচল বিশ্বাসের একটি চি‎হ্ন হলো আল্লাহকে রাগিয়ে কাউকে খুশী করবে না। আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না। আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না। কারণ, কোনো লোভীর লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকামীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশীকে ইয়াকীনের মধ্যেই রেখেছেন। আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ আর ক্রোধের মধ্যে। 

বিশ্বনবী (সা)আরও বলেছেন: হে আলী! আসলে মূর্খতার চেয়ে দারিদ্র্য আর কিছু নেই। আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই। স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই। পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই। চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই। সচ্চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই। আর চিন্তার মতো কোনো ইবাদত নেই।

মহানবী আরও বলেছেন, হে আলী! কথার রোগ হলো মিথ্যা আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এ জন্য গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার আর বংশের রোগ বড়াই।

হে আলী! সত্যের ওপর থাকবে। তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়। কখনো বিশ্বাসঘাতকতার দুঃসাহস করো না। আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাঁকে দেখছ। তোমার জান-মালকে ধর্মের জন্য উৎসর্গ করো। নানা সৎ গুণ অর্জন কর ও সেগুলোকে কাজে লাগাও। আর অসৎ-চরিত্রের সঙ্গ বর্জন কর।

বিশ্বনবী (সা) বলেছেন:  হে আলী! আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি : যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী। আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে, সে হলো সবচেয়ে সামর্থ্যবান।

বিশ্বনবী (সা.) আরও বলেছেন, হে আলী! তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত: যে ব্যক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে।

হে আলী! পরিত্রাণকারী  কাজ তিনটি: তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে।

হে আলী! কাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনটি: লোকজনের সঙ্গে ন্যায্য আচরণ করবে, আল্লাহর কারণে তোমার ভাইয়ের সাথে সমান হবে ও সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে।

পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুহাম্মাদ মুনির হুসাইন খান বলেছেন:

ইমাম সাদিক ( আঃ ) বলেছেন: ৬ ই রমযান তৌরাৎ , ১২ ই রমযান ইঞ্জীল , ১৮ ই রমযান যাবূর এবং লাইলাতুল ক্বদর অর্থাৎ মহিমা রজনীতে কোরান অবতীর্ণ হয়েছে।

 

বিশ্বনবী (সা.) বলেছেন, হে আলী! আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে: যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে অর্থাৎ সে আল্লার জিয়ারতকারী। আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য।  তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামায পড়ে ‌এরপর দোয়া-দরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামায পর্যন্ত। অতএব, সে আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং ওমরাহ্ এ দু’টি হলো আল্লাহর কাছে দূতের আগমন। আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই।

হে আলী! তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখিরাতে বিস্তৃত: হজ যা দারিদ্র্য দূর করে, সদকাহ্ যা বিপদ থেকে রক্ষা করে আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো যা আয়ু বৃদ্ধি করে।

হে আলী! তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না: আত্মসংযম যা তাকে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অবাধ্যতা থেকে বাঁচায়, বিদ্যা যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে, আর বুদ্ধিমত্তা যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।

পার্সটুডে/মু.আমির হুসাইন/মো.আবুসাঈদ/ ১১

ট্যাগ