মে ২৬, ২০২০ ১৭:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২২, নতুন শনাক্ত ১১৬৬-দৈনিক ইত্তেফাক
  • পুলিশে করোনার সংক্রমণ ৪ হাজার ছাড়াল-দৈনিক প্রথম আলো
  • করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন-দৈনিক যুগান্তর
  • যে কোনো সময় ‘দ্বিতীয় ঝড়’ শুরু হবে : ডাব্লিউএইচও-কালের কণ্ঠ
  • করোনার মতো আরও অনেক ভাইরাস আছে, সংক্রমণ হবে যে কোনো দিন!-বাংলাদেশ প্রতিদিন
  • করোনা: হাইড্রক্সিক্লোরোকুইন পরীক্ষা স্থগিতের ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার- দৈনিক মানবজমিন
  • জমি লিখে নিয়ে মাকে ফেলে গেলেন রাস্তায়, ৩ ছেলে গ্রেফতার-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • বিদ্যুৎ আসেনি, এক ট্যাঙ্ক জল ১০০০ টাকা, বহু পাড়ায় আজও হাহাকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • -দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘লকডাউন তো ফেল করল, এরপর কী?’ মোদি সরকারকে খোঁচা রাহুলের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্বজুড়ে করোনা মহাপ্রকোপ

বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর করোনা পরিস্থিতি। সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩২৮  জন ছাড়াল।  আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ১১ হাজার ৫৪০ জন। 

একনজরে বিশ্ব করোনার খবর: দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, 

দ্যা গার্ডিয়ানের বরাত দিয়ে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস (কভিড-১৯) চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে ওষুধটি ব্যবহারে করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাওয়ার কথা প্রকাশের পরপরই এমন সিদ্ধান্ত নিলো সংস্থাটি। হাইড্রক্সিক্লোরোকুইনের পাশাপাশি ক্লোরোকুইনের ব্যবহারও স্থগিত রাখা হবে। 

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে জাপান সরকার। গতকাল সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এমনটি জানান। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে পাকিস্তানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় ফের লকডাউন জারি হতে পারে। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা এই সতর্ক বার্তা দিয়েছেন।

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম-যে কোনো সময় ‘দ্বিতীয় ঝড়’ শুরু হবে : ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার অনেকটাই কমে এসেছে, সেসব দেশে শিগগিরই দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডাব্লিউএইচও'র জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, সারাবিশ্বজুড়ে প্রথমবার সংক্রমণের মধ্যবর্তী অবস্থায় আছি আমরা।

‘শিশুদের জন্য মাস্ক খুবই ঝুঁকিপূর্ণ’-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে,

দুই বছরের কম বয়সের শিশুদের মাস্ক পরা উচিত নয়, কারণ এতে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসরোধ হওয়ার ঝুঁকি বাড়ে। শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও মাস্ক পরলে শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। জাপানের একটি মেডিকেল দল এসব তথ্য জানিয়েছে। দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসার পর শিশুদের মাস্ক না পরাতে অভিভাবকদের সতর্ক করলেন চিকিৎসকরা।

চীনের সেই ব্যাট ওম্যানের গবেষণা-করোনার মতো আরও অনেক ভাইরাস আছে, সংক্রমণ হবে যে কোনো দিন!-বাংলাদেশ প্রতিদিন

চীনের ভাইরোলজিস্ট, শিন ঝেংগলি

নিউজ এইটটিনের বরাত দিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, চীনের ভাইরোলজিস্ট, শিন ঝেংগলি‌। যিনি পৃথিবী খ্যাত ‘ব্যাট ওম্যান’ নামে। কারণ, তিনিই বাদুড়ের শরীরের করোনাভাইরাস নিয়ে গবেষণা করে তুলে এনেছিলেন একের পর এক অজানা তথ্য। আজ এই সংকটের মুহূর্তে আবার তিনিই বলছেন, করোনা সংক্রমণ প্রাণঘাতী ভাইরাস আক্রমণের ক্ষুদ্রতম এক অংশ মাত্র। এরপর বারবার ভাইরাসের আক্রমণে সংকটের মুখে পড়তে পারে মানব সভ্যতা। 

ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সহ–অধিকর্তা শিন পরিস্থিতি বিচার করে বলছেন, যে কোনও ভাইরাস নিয়ে গবেষণার ক্ষেত্রে সরকার ও প্রশাসনিক স্তরে স্বচ্ছ হওয়া জরুরি। না হলে শেষ পর্যন্ত মানব কল্যাণে ভাইরাস নিরাময়ের কাজটি করা অসম্ভব হয়ে পড়বে।

তিনি জানিয়েছেন, মানব সভ্যতাকে যদি পরের ধাপে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে হয়, তাহলে ছোঁয়াচে রোগ নিয়ে আরও বৃহত্তর গবেষণার প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর শরীরে কী ভাইরাস রয়েছে, আর তা থেকে কী ক্ষতি হতে পারে, তা আমাদের আগে থেকে বুঝতে হলে আরও গবেষণা করতে হবে। গবেষণা করলেই মানুষকে বিপদের কথা আগে থেকে জানান দেওয়া যাবে। না হলে অজান্তেই করোনা ভাইরাসের মতো একাধিক মারণ ভাইরাস আক্রমণ করে বসবে মানব শরীরকে। গবেষণা না করলে দ্রুত ফের আক্রান্ত হতে পারে মানব সভ্যতা। নতুন কোনও ভাইরাসের দ্বারা।

তার মানে, যে দেশে রোগের উৎপত্তি, যারা চিহ্নিত করেছেন এই ভাইরাসকে, তারাই বলছেন, ভাইরাসে প্রকোপ হয়ত এখানেই শেষ নয়। বাদুড় বা অন্য কোনও প্রাণী থেকে যদি এটি এসে থাকে, তাহলে কীভাবে এল, তাও স্পষ্ট নয়। বন্যপ্রাণ থেকে ভাইরাস সংক্রমণের এই ধারা যদি মানুষ ধরতে না পারে, তাহলে আরও বিপদ অপেক্ষা করছে ভবিষ্যতে। এমনটাই বলতে চাইছেন চীনের এই গবেষক। 

করোনা সম্পর্কিত বাংলাদেশের খবর:

বাংলাদেশে করোনায় আরও ২১ জন মারা গেলেন

দৈনিক প্রথম আলো, মানবজমিন ও ইত্তেফাকসহ প্রায় দৈনিকের অনলাইন সংস্করণের খবর, মৃত্যু এবং আক্রান্তের আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। 

‘করোনা সংকটেও নেতিবাচক রাজনীতির বৃত্তে বিএনপি’এ শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের সংকটের মধ্যেও বিএনপি নেতিবাচক রাজনীতির বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকে আজ অবদি শেখ হাসিনা সরকারের উদ্যোগ, গৃহীত ও বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত, তখন মির্জা ফখরুল সাহেবেরা পুরানো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন।

করোনার মধ্যেও অভিযোগ দুই নেতা- ওবায়দুল কাদের ও ফখরুলের পাল্টাপাল্টি অভিযোগ

এদিকে, গণস্বাস্থ্যের করোনা শনাক্ত কিটের ট্রায়াল স্থগিতে ফখরুলের উদ্বেগ প্রকাশ। এখবরে লেখা হয়েছে,গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট পরীক্ষার ট্রায়াল স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিট পরীক্ষার সমাধান দাবি করেছেন। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ আশু রোগমুক্তি কামনা করেছেন তিনি। আর যুগান্তর লিখেছে, করোনা আক্রান্ত ডা, জাফরুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন। দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর করোনায় মারা গেছেন।মানবজমিনের খবর- করোনায় দেশবাসীকে ঘরে থাকার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জমি লিখে নিয়ে মাকে ফেলে গেলেন রাস্তায়, ৩ ছেলে গ্রেফতার-দৈনিক সমকালের কষ্টদায়ক এ প্রতিবেদনে লেখা হয়েছে,

ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার ভয়ে জয়পুরহাটে মাকে রাস্তায় ফেলে দিয়েছে তার গর্ভের সন্তানরা। মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে পুলিশ বৃদ্ধার তিন ছেলেকে গ্রেফতার করেছে।  ৮০ বছর বয়সের ছিরাতুন্নেছা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী। ঈদের দিনে বৃদ্ধাকে রাস্তায়  আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল করে। পুলিশ তাকে উদ্ধার করে রাতে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার হাজার ১৬৭ জন

করোনা শঙ্কা বেড়েই চলেছে, মোট আক্রান্ত এক লক্ষ ৪৫ হাজার, মৃত ৪১৬৭। দৈনিক আনন্দবাজারসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে,  ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণের নিরিখে ইরানকে ছাপিয়ে বিশ্বের প্রথম দশে ঢুকে পড়েছিল সোমবার। গত ২৪ ঘণ্টায় এ দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৫৩৫ জন। এতে ভারতে মোটি  করোনায় মোট আক্রান্ত হলেন এক লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন। নতুন করে ১৪৬ জনের মৃত্যু হওয়ায়  মোট মৃত্যু হল মোট চার হাজার ১৬৭ জনের।

‘লকডাউন তো ফেল করল, এরপর কী?’ মোদি সরকারকে খোঁচা রাহুলের-দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, 

সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

চার পর্যায়ের লকডাউন। ৬০ দিন অতিক্রম করতে চলল। ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে ছাড়ের ঘোষণাও করেছে কেন্দ্র। কিন্তু সংক্রমণ কমছে না। বরং আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৩৫ জন। এই পরিস্থিতিতে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারকে তীব্র কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়ানাদ–এর সাংসদ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রীর উদ্দেশে সরাসরি প্রশ্ন, লকডাউন তো ফেল করল। এরপর কী? কারণ লকডাউন শুরুর পূর্বে প্রধানমন্ত্রীর দাবি ছিল, লকডাউনে কমবে সংক্রমণ। কিন্তু তা কমার বদলে আরও বেড়ে চলেছে। 

বিদ্যুৎ আসেনি, এক ট্যাঙ্ক জল ১০০০ টাকা, বহু পাড়ায় আজও হাহাকার-দৈনিক আনন্দবাজারের এ খবরে বলা হয়েছে, 

আম্পান আঘাত হানার ছ’দিন পার, এখনও আগের অবস্থায় ফেরেনি দক্ষিণ কলকাতার বহু এলাকা। জল-বিদ্যুতের দাবিতে বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। রাস্তা থেকে গাছ সরানো হয়েছে অনেক জায়গায়, তবে বহু এলাকা আগের মতোই বিদ্যুৎহীন। চরম নাকাল হচ্ছেন পুর বাসিন্দারা। বহুতলে বালতি করে জল তুলতে হচ্ছে। অভিযোগ, এই অসহায়তার সুযোগ নিয়ে একাংশের ব্যবসায়ী মুনাফা লুটতে ময়দানে নেমে পড়েছেন। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৬