জুন ০১, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে।

ইমাম বাকির (আ.)  বলেন:  মানুষ একে অপরের কাছে কোনো কিছু চাওয়ার ব্যাপারে পরস্পর যে প্রতিযোগিতা করে তা মহান আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ তায়ালা বরং পছন্দ করেন মানুষ তাঁর কাছে চাওয়া ও প্রার্থনা করার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হোক।

খ. অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে এবং এটা তিনি পছন্দ করেন। মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত ও অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ তায়ালার কাছে চাইলে তিনি খুশি হন।  আসুন আমরা আমাদের জীবনে এই কাজটির চর্চা করি।

ক. সত্যি এ কামনা আমাদের সবার এবং সবাই সে চেষ্ট করবো এই আশা ব্যক্ত করে আসরের শুরুতেই নজর দিচ্ছি রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। হ্যা ইয়েমেন অভিমুখী কথিত ইরানি অস্ত্র সম্পর্কে যা বলল তেহরান- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৫ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, সাগর থেকে ইয়েমেনগামী ইরানি সমরাস্ত্র উদ্ধার করার যে অভিযোগ আমেরিকা করেছে তাকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, “আমেরিকা ইরান বিরোধী মিথ্যাচারের মেশিন চালু রেখেছে।

বহলুল: ইরান বিরোধী মিথ্যাচারের মেশিন বা দারুণ একটা কথা পাওয়া গেল।

খ.সত্যিই তাই। এ দিকে পাঠক বন্ধুরা কি বলেছেন সে দিকে নজর দেই। হ্যাঁ আমেরিকা, ইসরাইল, তুরস্ক আইএসকে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। তাই ইরানের উচিত ইয়েমেনের মুমিনদেরকে অস্ত্র যোগান দেয়া বলে মন্তব্য করেছেন পাঠক বন্ধু নাজমুল হক। এদিকে তার এ বক্তব্যের প্রতি সহমত পোষণ করে বন্ধু আলী আসগর লিখেছেন, খুব ভালো লাগল আপনার কথা ধন্যবাদ নিজামুল হক। ভাই আমি ইবনে সৌদ এর পতন দেখতে চাই। এরাই ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এরা ইহুদী ও খ্রিস্টান সম্প্রদায়ের বন্ধু।  মুনাফিক এরা।

বহলুল: তা আর বলতে। খোদা সবাইকে সৎ পথে পরিচালিত করুন।

ক. এবারে আর খবরের মন্তব্য নয় বরং শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলি।

খ. আমিও তাই চাইছি।

বহলুল: আর আমি তো সেজন্য সব সময়ই প্রস্তুত। হ্যা আজও কথা হবে ভাই পৃথ্বীরাজের সঙ্গে।

ক. ভারতের অসম রাজ্যের শ্রোতাবন্ধু পৃথ্বীরাজ পুরকায়স্থের কথা বলছেন, তাই না?

বহলুল: জ্বি। ডাক টিকেট সংগ্রহ নিয়ে তার সঙ্গে কথা হয়েছিল। এরপর তাকে বলি

খ.পাশাপাশি শর্টওয়েবে রেডিও শোনার অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

ক. হ্যাঁ এতোক্ষণ ভারতের অসম রাজ্যের শ্রোতা পৃথ্বীরাজ পুরকায়স্থের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার কথা আরও শুনবো।

বহলুল: এবারে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েব সাইটের খবরে যে মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।

ক. না না আপনি নন বহলুল ভাই আপনি নন। নজর দেবো আমি। কারণ আমিই অনেকক্ষণ ধরে তৈরি হয়ে বসে আছি।

বহলুল: দিন নজর দিন। তবে দেরি নয়। নয় বিলম্ব। শুরু হোক আপনার পালা।

ক. মার্কিন ঘাঁটিতে হামলা ছিল একটি জরুরি পদক্ষেপ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুসাভি বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি জরুরি পদক্ষেপ। তিনি বলেন, “আমরা আমেরিকার বিরুদ্ধে একটি হামলা চালিয়েছি তবে সেটি জরুরি ছিল। প্রকৃতপক্ষে এটি ছিল আমেরিকার মুখে বিরাট এক থাপ্পড়।” 

বহলুল: শ্রোতা-পাঠক বন্ধুরা এমন খবরের জন্য মুখিয়েই থাকেন। গরম গোশতা পরোটা কিংবা ডালের বড়াটার মতই লুফে নেন তারা।

খ. জ্বি মন্তব্যের ধরণ দেখেই এ কথার সত্যতা বুঝতে কোনও অসুবিধা হচ্ছে না। হ্যাঁ এ্যাই দেখুন বন্ধু সাইফুল ইসলাম লিখেছেন, শতভাগ সত্যি। আরো হামলা দেখতে চাই এবং ওদের পতন চাই বলে মন্তব্য করেছেন যথাক্রমে পাঠক বন্ধু মারুফ খান এবং জমিদার জয় নামের পাঠক বন্ধু।

ক. জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে শীর্ষক খবর প্রকাশিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির ওপর আমেরিকার সন্ত্রাসী হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

খ. পাঠক বন্ধু মো. আব্বাস আলী লিখেছেন, হ্যাঁ এজন্য ট্রাম্পের শাস্তি হওয়া উচিত।

বহলুল: ধন্যবাদ সব মন্তব্যকারীকে। আপনাদের মন্তব্যের মধ্য দিয়ে সত্য উঠে এসেছে। ধন্যবাদ আবারও। এবারে বিদায়ের পালা।

খ.হ্যাঁ শ্রোতা বন্ধুরা চিঠি লিখবেন,ইমেইল করবেন এবং ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইটের খবরে মন্তব্য করবেন এ আহ্বান জানানোর মধ্য দিয়ে আজ এখানেই বিদায় চাইছি।

 ক. সবাই ভাল থাকবেন।  আবারও কথা হবে আগামী আসরে।#

ট্যাগ