কথাবার্তা: লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৬, নতুন শনাক্ত ২৬৯৫ -দৈনিক ইত্তেফাক
- সচেতন না হলে সরকার কঠোর হতে বাধ্য হবে: কাদের-বাংলাদেশ প্রতিদিন
- লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা- দৈনিক প্রথম আলো
- মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেলেন ১২৫৬ জন-দৈনিক যুগান্তর
- করোনা মহামারিতে বেশিরভাগ মৃত্যু ঘটবে ভাইরাস থেকে নয়, অন্য কারণে!-কালের কণ্ঠ
- প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ -দৈনিক মানবজমিন
- কম আর্দ্রতায় দ্রুত ছড়ায় করোনা সক্রমণ-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লাখ থেকে লাফিয়ে ২ লাখ ছাড়াল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মহারাষ্ট্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ-দৈনিক আজকাল
- ভারত চীন টানাপড়েনের মধ্যেই মোদিকে ফোন ট্রাম্পের -দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর করোনা পরিস্থিতির আপডেট এবং যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ।
একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ড ও মিটারে'র সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৮২২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ লাখ ৬৯ হাজার ৮৬৬ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬২ জন।
বাংলাদেশের করোনা পরিস্থিতি: ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, করোনায় সেখানে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭৪৬ জন। নতুন করে আক্রান্ত ২৬৯৫। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জনে।

এদিকে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে আবারও সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সচেতন না হলে জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কঠোর হতে বাধ্য হবে।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ-দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। গত ৩১শে মে ভার্চুয়াল মিডিয়া ঝুমের মাধ্যমে লন্ডনে এনিয়ে প্রতিবাদ সভা করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বরাবরে এব্যাপারে একটি প্রতিবাদ লিপি প্রেরণ করবেন তারা। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই বলেন, ৫০ বছর প্রবাসীরা বাংলাদেশকে দিলেন।আজ প্রবাসীদের পাশে কেউ নেই। তিনি পররাষ্ট্রমন্ত্রীর অসংলগ্ন কথাবার্তার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

অনলাইন ভিত্তিক এ সভায় কমিউনিটি ব্যক্তিত্ব ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই বলেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আমরা কষ্ট পেয়েছি। মন্ত্রীর ব্যাখ্যায় প্রবাসীরা খুশি নয়। এটার কড়া প্রতিবাদ জানানো দরকার। প্রবাসী কমিউনিটির নেতা ফয়েজ উদ্দিন এমবিই বলেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য তার পদত্যাগ করা উচিত। মাহতাব মিয়া বলেন, প্রবাসী বাংলাদেশীরা ১৫.৫ বিলিয়ন নেট রেমিট্যান্স দেশে প্রেরণ করেন। ১ কোটি ৩০ লাখ প্রবাসী জাতিকে সাহায্য করে যাচ্ছে । প্রবাসীদের কটুক্তি ও অসম্মান করলে সরকার বা প্রশাসন কিছু বলেনা।মন্ত্রীর এসব বেফাঁস কথাবার্তার বিরুদ্ধে সবাই প্রতিবাদ করা উচিত।
ব্যারিষ্টার নাজির আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রী চারবার বেফাঁস কথাবার্তা বলেছেন । একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা এমন কথা আশা করি নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। আ ম ওহিদ আহমদ বলেন , প্রবাসীদের বাড়িতে লাল পতাকা উঠানো হয় ও বাড়ি ঘর ভাঙ্গা হয় । সরকার প্রবাসীদের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা’ খালেদ ড্রোন হামলায় নিহত-দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, লিবিয়ায় ২৬ প্রবাসী বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ড্রোন হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ান অবজারভেটরি এই তথ্য নিশ্চিত করে টুইট করেছে বুধবার।

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের সব বিমানবন্দর-দৈনিক মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি দেখভালে সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত দ্য ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি বা ইআসা ২৭শে মে সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বিমানবন্দরগুলোর একটি তালিকা করেছে।

এতে প্রধানতঃ ইউরোপের এয়ারপোর্টগুলোর ঝুঁকি চিহ্নিত করা রয়েছে। তবে থার্ড কান্ট্রি হিসাবে এশিয়া, আমেরিকাসহ দুনিয়ার বেশ কিছু দেশের বিমানবন্দরের নাম স্থান পেয়েছে। অতি বা উচ্চ ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের তালিকায় বাংলাদেশের সব ক’টি বিমানবন্দরের নাম রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানী খাতে গার্মেন্টস-এর আলোচনায় পূর্ব এশিয়ার যে দু’টি দেশের নাম ঢাকায় অহরহ উচ্চারিত হয় সেই ভিয়েতনাম ও কম্বোডিয়ার কোনো বিমানবন্দরের নামও সেই ঝুঁকিপূর্ণ তালিকায় নেই। তবে সার্কভুক্ত পাকিস্তান ও আফগানিস্তানের সব বিমানবন্দর এবং বাংলাদেশের প্রতিবেশি ভারতের সর্বাধিক সংক্রমিত ৬টি রাজ্যের সবগুলো বিমানবন্দরের নাম এতে স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্রে শহরে শহরে কারফিউ ভেঙে চলছে বিক্ষোভ-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে শহরে শহরে চলছে বিক্ষোভ। কারফিউ ভেঙে সড়কে নেমে এসেছেন আন্দোলনকারীরা। রাজধানী ওয়াশিংটন ডিসি,নিউইয়র্ক সিটি ও টেক্সাসের ফোর্ট ওর্থসহ বহু জায়গায় কারফিউ ভেঙে বিক্ষোভকারীদের রাস্তায় নেমে আসতে দেখা গেছে।অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এই কারফিউ কেউ মানছেন না। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে গত সপ্তাহে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডে নামে একজন কৃষ্ণাঙ্গ যুবক নির্মমভাবে হত্যার শিকার হন।এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লাখ থেকে লাফিয়ে ২ লাখ ছাড়াল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ লক্ষ। আক্রান্তের এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আট হাজার ৯০৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ৮১৫ জন।
ভারত চীন টানাপড়েনের মধ্যেই মোদিকে ফোন ট্রাম্পের-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,

ভারত-চীন সীমান্ত সমস্যা, আমেরিকার বর্ণবিদ্বেষের উত্তাপ এবং বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এসবের মধ্যেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারিভাবে মোদিকে এবছর আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা জি-৭ দেশগুলির বৈঠকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। এছাড়াও বেশ কিছু জ্বলন্ত ইস্যুতে আলোচনা হল দুই রাষ্ট্রনেতার। গত ২৫ দিন ধরে লাদাখে একপ্রকার যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে ভারত ও চিনের সেনাবাহিনী। দু'দেশের তিক্ততা বাড়ছে। এরই মধ্যে গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, তিনি চীন এবং ভারতের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। যদিও, ভারত এবং চীন দুই দেশই ট্রাম্পের সেই দাবি খারিজ করে দেয়। নয়াদিল্লির তরফে জানানো হয় সাম্প্রতিক অতীতে প্রসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কোনও কথাই হয়নি। এরই মধ্যে আজ মোদি এবং ট্রাম্পের এই ফোনালাপ। ভারত ও আমেরিকার বন্ধুত্ব করোনা পরবর্তী সময়ে বিশ্বের রূপরেখা তৈরিতে বিশেষ ভূমিকা নেবে।”

মহারাষ্ট্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে মহারাষ্ট্র উপকূলে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়। প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩