কথাবার্তা: উত্তপ্ত লাদাখ: চীনকে কড়া বার্তা মোদির
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- বাংলাদেশ একদিনে রেকর্ড আক্রান্ত ৪০০৮, মৃত্যু ৪৩ -দৈনিক মানবজমিন
- করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি -দৈনিক যুগান্তর
- সংসদ অধিবেশনে যোগ দেওয়া এমপি করোনায় আক্রান্ত-দৈনিক ইত্তেফাক
- করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়- দৈনিক প্রথম আলোস্ত্রী ও সন্তানসহ করোনায়
- আক্রান্ত হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট-বাংলাদেশ প্রতিদিন
- করোনা প্রতিরোধ বিভিন্ন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- লাদাখে চীনা বাহিনীর হামলায় শহিদ অন্তত ২০ ভারতীয় জওয়ান-দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচনা এলে জবাব দিতেও তৈরি: প্রধানমন্ত্রী -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- বিরাট লাফ দিয়ে দেশে মৃতের সংখ্যা ১১৯০৩, আক্রান্ত ৩৫৪০৬৫ আনন্দবাজার পত্রিকা ও দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। এদিকে ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়ে উত্জেনা। বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে এখনও। এসব বিষয় বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর। তো এসব খবরসহ অন্যান্য খবর তুলে ধরছি।
একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ লাখ ৮৮ হাজার ২২৮৮ জন।
ব্রাজিলে একদিনে রেকর্ড সংক্রমণ, সরকার বলছে নিয়ন্ত্রণে। এ খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা ৩৪,৯১৮। এ দিনেই সেখানে নতুন করে মারা গেছেন ১,২৮২ জন। এ নিয়ে ব্রাজিলে সরকারি হিসেব অনুযায়ী মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪৫,২৪১। এদিকে স্ত্রী ও সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট। এটি বাংলাদেশ প্রতিদিনের খবর।
বাংলাদেশের করোনা পরিস্থিতি: দেশে একদিনে রেকর্ড আক্রান্ত ৪০০৮, মৃত্যু ৪৩-দৈনিক মানবজমিনসহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে,এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। এদিকে একই সময়ে রেকর্ড শনাক্তের দিনে ১৩শ’ছাড়িয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এ সম্পর্কিত অন্যান্য খবরে লেখা হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত। তাছাড়া করোনা ভাইরাসে আরো আক্রান্ত হয়েছেন সম্প্রতি সংসদে বাজেট অধিবেশনে যোগ দেয়া এমপি মোকাব্বির খান। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহামারি করোনা থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। আর ডিফারেন্ট ওপিনিয়নে ড. দেবপ্রিয় বলেছেন, সরকার একা পারবেন না, করোনাকে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে। করোনা নিয়ে আরও বলা হয়েছে, জ্যামিতিকহারে বেড়ে চলেছে করোনা।
দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবিদনের শিরোনাম এরকম, একদিনে অর্ধশতাধিক মৃত্যুর রেকর্ড-হাসপাতালের ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে রোগী। সচেতনাই বাঁচার ভরসা-অভিমত বিশ্লেষকদের। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, মৃত ও আক্রান্তের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি মিনিটে তিন জন আক্রান্ত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুই জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, করোনা ভাইরাসের কোনো ওষুধ নেই, চিকিত্সা নেই। একমাত্র ভরসা হলো সচেতনতা। বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশের আনাচেকানাচে সব জায়গায় মানুষ করোনা ভাইরাস বহন করছে। তাই শনাক্তকরণ পরীক্ষা যত বাড়বে, আক্রান্তের সংখ্যা তত বৃদ্ধি পাবে। এটার শেষ কোথায় বলা মুশকিল। তবে যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে সামনে পরিস্থিতি হবে ভয়াবহ।
এদিকে করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় বলে জানিয়েছে বিএসএমএমইউ। প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। দৈনিকটি আরও লিখেছে, দেশে করোনা সংক্রমণ আরও তীব্র হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
লাদাখ সংঘর্ষে হতাহতের ঘটনাই ভারতের প্রায় সব পত্রিকার প্রধান খবর। এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম এরকম, লাদাখে চীনা বাহিনীর হামলায় শহিদ অন্তত ২০ ভারতীয় জওয়ান। বিস্তারিত খবরে লেখা হয়েছে, গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের হামলা অন্তত ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে । আনন্দবাজার পত্রিকা লিখেছে, ৪ জনের অবস্থা সঙ্কটাপন্ন। এদিকে, ভারতীয় ফৌজের পালটা হামলায় নিহত হয়েছে ৪৩ জন চীনা সেনা। বিবৃতিতে এমনটাই জানিয়েছে তারা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোমবার রাতে ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় লাল ফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে অন্তত বিশ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। মঙ্গলবার বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) শান্তি ফেরানোর জন্য সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে দুই দেশ।
ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচনা এলে জবাব দিতেও তৈরি: প্রধানমন্ত্রী-দৈনিক আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুধবার সকালেই টুইটারে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে একটু দেরিতে হলেও প্রধানমন্ত্রী অবশেষে মুখ খুললেন। বিরোধীদের সমালোচনার জবাবে নরেন্দ্র মোদি চীনকে উদ্দেশ্য করে দেয়া কড়া বার্তা বলেছেন, উসকানি দিলে কড়া জবাব দিতে জানে ভারত। তিনি নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সেনাদের বলিদান ব্যর্থ হবে না। আমরা শান্তি চাই। তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোশ করা হবে না।
এদিকে, ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল পাঁচটায় এই বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস-সহ সব বিরোধী দলকেই আমন্ত্রণ জানানো হবে বৈঠকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
বিরাট লাফ দিয়ে দেশে মৃতের সংখ্যা ১১৯০৩, আক্রান্ত ৩৫৪০৬৫-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এ খবরে বলা হয়েছে, ১১ হাজার ছাড়িয়ে গেল দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। শুধু তা-ই নয়, উদ্বেগ বাড়িয়ে দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হল দু’হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত সাড়ে তিন লক্ষেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর নিরিখে যা এখও অবধি সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে ১০ হাজারের গণ্ডি পার করল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও অবধি মোট ১১ হাজার ৯০৩ জন প্রাণ হারালেন করোনার কারণে। এদিকে, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, করোনার উপসর্গ নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন হাসপাতালে ভর্তি হয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭