জুন ১৯, ২০২০ ১৭:০৯ Asia/Dhaka
  • কথাবার্তা: ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ৩২৪৩, মৃত্যু ৪৫-দৈনিক প্রথম আলো
  • একই পত্রিকার আরেকটি খবর- ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি
  • ভিডিও বার্তায় ওবায়দুল কাদের-করোনার স্থায়ীকাল নিয়ে বক্তব্য অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন-দৈনিক কালেরকণ্ঠ
  • বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিল চীন - দৈনিক যুগান্তর
  • আওয়ামী লীগের দুর্নীতির কথা মনে করিয়ে দিলে গ্রেপ্তার করা হচ্ছে: রিজভী -দৈনিক মানবজমিন
  • মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে পোষা প্রাণী থেকে’–দৈনিক  নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পাঠানো হল যুদ্ধবিমান, চূড়ান্ত সতর্কবার্তা বায়ুসেনাকে-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • উদ্বেগজনক!‌ একদিনে আক্রান্ত ১৩,৫৮৬, তবে বাড়ছে সুস্থ হওয়ার হার--দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • চিন ইস্যুতে বাড়তি সতর্কতা, বিকেলে মোদির সর্বদলে থাকছেন সোনিয়া, ইয়েচুরিও- দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ৩২৪৩, মৃত্যু ৪৫ -দৈনিক প্রথম আলো

দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪৫ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন। 

একই পত্রিকার আরেকটি খবর- ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি

একই পত্রিকার আরেকটি খবর- ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি

যুক্তরাষ্ট্রে জাতীয় দৈনিক সংক্রমণের হার সমানতালে এগিয়ে চলা সত্ত্বেও করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে আর বিস্তৃত লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপিকে ফাউসি বলেন, তিনি আশাবাদী যে শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক।

ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো এলাকায় যেখানে সংক্রমণের হার বাড়ছে, সেখানে লকডাউন লকডাউনের প্রয়োজন আছে কি না, সে প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক ফাউসি বলেন, ‘আমি মনে করি না, আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলব।’

ভিডিও বার্তায় ওবায়দুল কাদের-করোনার স্থায়ীকাল নিয়ে বক্তব্য অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন-দৈনিক কালেরকণ্ঠ- দৈনিক কালেরকণ্ঠ

করোনাভাইরাসের স্থায়ীকাল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ গতকাল যে বক্তব্য দিয়েছেন সেটি অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার স্থায়ীকাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে।

আজ শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিল চীন - দৈনিক যুগান্তর

চীনা বাজারে বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে দেশটির সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে এ সুবিধা কার্যক করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়।‘এ অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।’তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। ৫১৬১ বাংলদেশি পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

আওয়ামী লীগের দুর্নীতির কথা মনে করিয়ে দিলে গ্রেপ্তার করা হচ্ছে: রিজভী -দৈনিক মানবজমিন

আওয়ামী সরকারের বারবার একইরকম প্রতিশ্রুতি ‘কাজীর গরু কেতাবেই থাকছে, গোয়ালে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারান্সে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, করোনা ভাইরাস আতংকে কাটছে মানুষের দিন। মানুষ বিপর্যস্ত ও আতঙ্কিত। করোনা ভীতিতে আচ্ছন্ন দেশের জনগণ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, আইসিইউ ও করোনা পরীক্ষার ব্যবস্থা সারাবিশ্বের মধ্যে সর্বনিম্ন

করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। ল্যাবে নমুনার স্তুপ জমা হয়ে আছে। বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান দুর্দশায় প্রমাণিত হয়েছে, এই সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধরে ধাপ্পাবাজী করেছে।

মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে পোষা প্রাণী থেকে’–দৈনিক  নয়া দিগন্ত

মানুষ থেকে সংক্রমিত হওয়ার পর বাড়ির পোষা প্রাণীরা করোনাভাইরাসের আধার হয়ে উঠতে পারে। আর তাদের থেকেই শুরু হতে পারে মহামারীর দ্বিতীয় ঢেউ। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, কোনো এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও মানুষের আশপাশে বসবাসকারী প্রাণীদের মাধ্যমে সেখানে আবারো মহামারী শুরু হতে পারে। এ গবেষণায় অংশ নেয়া প্রফেসর জোয়ানে সান্তিনি বলেন, ‘প্রমাণ রয়েছে যে, কিছু প্রাণী মানুষের মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হতে পারে। আর তাদের থেকে এ সংক্রমণ ফিরেও আসতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি আরও উন্নত করতে হবে যেন হঠাৎ করেই প্রাণীদের মধ্যে বাপকভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। এটি শুধু প্রাণীদেরই নয়, মানবস্বাস্থ্যের জন্যেও হুমকি হয়ে উঠতে পারে।’

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

পাঠানো হল যুদ্ধবিমান, চূড়ান্ত সতর্কবার্তা বায়ুসেনাকে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

গলওয়ান উপত্যকায় এ বার যুদ্ধবিমান নামাতে শুরু করল ভারতীয় সেনা। দু'দিনের ঝটিকা সফরে গিয়ে লে ও শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বায়সেনা প্রধান আর কে এস ভাদুরিয়া। তার পরই শুরু হয়েছে বায়ুসেনার এই তৎপরতা।লঅন্য দিকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে বায়ুসেনাকে। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফরওয়ার্ড বায়ুসেনা ঘাঁটিগুলিতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে বলে সেনা সুত্রে খবর। সোমবার রাতে গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা সংঘর্ষে ভারতের দিকে এক কর্নেল-সহ ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়। তার পর থেকেই গলওয়ান উপত্যকার পরিস্থিতি তপ্ত। সোমবার রাতের ওই সংঘর্ষের খবর পাওয়া যায় মঙ্গলবার। প্রথমে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ানের মৃত্যুর খবর মিললেও মঙ্গলবার রাতের দিকে জানা যায়, চিনা বাহিনীর হামলায় আহত আরও ১৭  জন জওয়ান দীর্ঘক্ষণ ঠান্ডায় পড়ে থাকার কারণে মৃত্যু হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, ভারতের দিকে কয়েক কিলোমিটার ঢুকে এসে অস্থায়ী ভাবে আস্তানা গেড়েছে চিনের সেনা। সোমবার রাতের সংঘর্ষের পর দু'দেশের মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু তাতেও চিনা বাহিনী ওই এলাকা ছাড়তে নারাজ। সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে সেই জট কাটানোর চেষ্টা যেমন চলছে, একই ভাবে সামরিক প্রস্তুতিও চলছে জোরকদমে।

উদ্বেগজনক!‌ একদিনে আক্রান্ত ১৩,৫৮৬, তবে বাড়ছে সুস্থ হওয়ার হার--দৈনিক আজকাল      

করোনা নিয়ে প্রশাসনের উদ্বেগ আর কমছে না। নতুন করে আক্রান্তের সংখ্যা রোজ লাফিয়ে বাড়ছে। শুক্রবারও ধারা বজায় রইল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৫৮৬ জন। মারা গেলেন ৩৩৬ জন। 
দেশে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৮০ হাজার ৫৩২ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫৭৩। এখন পর্যন্ত ৬৪ লক্ষ ২৬ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শুধু বৃহস্পতিবারই পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৯৫৯ জনের। তার মধ্যে ৭.‌৬৭ জন সংক্রামিত হয়েছেন বলে রিপোর্ট। 
দেশে আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে এখনও শীর্ষে মহারাষ্ট্রই। সেখআনে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৫১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৫২ জন। মোট আক্রান্ত হলেন এক লক্ষ ২০ হাজার ৫০৪ জন। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৩৪ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৯ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাতে মোট করোনা আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন।

চিন ইস্যুতে বাড়তি সতর্কতা, বিকেলে মোদির সর্বদলে থাকছেন সোনিয়া, ইয়েচুরিও- দৈনিক সংবাদ প্রতিদিন

দেশের নিরাপত্তা সর্বাগ্রে। তাও আবার শত্রু যখন চিনের মতো শক্তিধর দেশ, তখন কৌশল তো পৃথক হবেই। তাই ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকায় (Galwan Valley) বিনা প্ররোচনায় চিন সেনার আগ্রাসনে তৈরি অস্থির পরিস্থিতি সামলাতে, কিছুটা ব্যতিক্রমীভাবেই সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তাতে সাড়া দিয়ে প্রায় সব দলের প্রতিনিধিই আজ বিকেলে ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন।

করোনা নিয়ে বৈঠকের বক্তা তালিকা থেকে বাদ পড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে চিন নিয়ে সর্বদলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়ার পরই তিনি উপস্থিত থাকবেন বলে রাজি হয়ে গিয়েছিলেষন। বলেছিলেন, ”সবার আগে দেশ, তারপর সব।” মমতার পথে হেঁটেই সর্বদল বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi), সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। থাকবেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এঁরা সকলেই বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ফোনে সাড়া দিয়ে থাকতে পারেন বিএসপি নেত্রী মায়াবতীও।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ