জুন ২১, ২০২০ ১৮:২৪ Asia/Dhaka
  • কথাবার্তা: তৈরি হচ্ছে বায়ুসেনা, তবে কি গালওয়ানে এয়ারস্ট্রাইক!

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৯ এবং আক্রান্ত ৩৫৩১জন-মানবজিমন 
  • জব্দ হতে পারে এমপি পাপুলের ১৩৭ কোটি টাকা-দৈনিক ইত্তেফাক
  • সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন-প্রধানমন্ত্রী- দৈনিক যুগান্তর
  • স্বাস্থ্যখাতের বরাদ্দে করোনা ব্যবস্থাপনা গুরুত্ব পায়নি-দৈনিক প্রথম আলো
  • সিপিডির সংলাপে বক্তারা-বছরের মাঝখানে বাজেটের সংশোধন দরকার হবে- দৈনিক সমকাল
  • করোনায় কর্মহীন : মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন ভাড়াটিয়ারা- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ওয়ার্ল্ড ভিশনের জরিপ-করোনায় ৯৫ ভাগ পরিবারের উপার্জন ক্ষতিগ্রস্ত হয়েছে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • ভারতে শেষ তেত্রিশ দিনে আক্রান্ত ৩ লাখ, মোট আক্রান্ত ৪ লাখ ছাড়াল আর মৃত্যু ১৩ হাজার ছাড়াল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীনের কাছে আত্মসমর্পন করেছেন প্রধানমন্ত্রী! নাম বিকৃত করে মোদিকে আক্রমণ রাহুলের-সংবাদ প্রতিদিন
  • উত্তপ্ত জম্মু-কাশ্মির, শ্রীনগর, শোপিয়ান ও পুঞ্চে সংঘর্ষ, খতম জঙ্গি-আজকাল
মহামারি করোনায় বাড়ছে মৃত্যু বিশ্বজুড়ে

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। করোনাভাইরাস। এক ভয়াল আতঙ্কের নাম। বিশ্বজুড়ে করোনার দৌরাত্মে মৃত্যু ও আক্রান্তের খবর প্রতিমুহূর্তে বাড়ছে। বিশ্ব যেন একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে করোনার ভয়াল থাবায়। সেই করোনার সর্বশেষ আপডেট, লাদাখ সীমান্তে উত্তেজনা, বারুদের গণ্ধ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশিত হয়ছে বিশ্ব মিডিয়ায়। তো সেসব খবরসহ অন্যান্য খবর দেখে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২৪ জন, আক্রান্ত ৮৯ লাখ ৩২ হাজার ৪১৩ জন। করোনার ভ্যাকসিন কবে আসবে তা কেউ নিশ্চিত করে এখনও বলতে না পারলেও গবেষণা ও পরীক্ষা চলছে। সিনহুয়ার বরাত দিয়ে  আজকের প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, কোভিড ১৯ ভ্যাকসিন-চীনে মানবপরীক্ষার দ্বিতীয় ধাপে। আর মানবজিমন একটি আশার খবরে লিখেছে, গ্রীষ্মের শেষ নাগাদ পাওয়া যাবে করোনাভাইরাসের ভ্যাকসিন!  

বাংলাদেশে আজ আরও ৩৯ জন মারা গেছেন করোনায়

বাংলাদেশের করোনা আপডেট: বাংলাদেশের সরকারের দেয়া তথ্য অনুযায়ী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৪ জন। ইত্তেফাকসহ সব দৈনিকে খবরটি এসেছে। করোনা সম্পর্কিত আরও খবরে লেখা হয়েছে, ক্রিকেটার তামিমের মাসহ পরিবারের চারজন করোনায় আক্রান্ত। করোনায় সপরিবারে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। করোনায় মারা গেছেন যুগ্ম সচিব জাফর আহম্মদ খান। মিডিয়া সম্পর্কিত খবরে লেখা হয়েছে করোনার কারণে মিডিয়ার সামনে অশনি সংকেত। দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  অক্সিজেন মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে দৈনিকগুলোতে জরিপের তথ্য তুলে ধরে  লেখা হয়েছে, ২৪ ভাগ স্বাস্থ্যসেবাদানকারী এখনও পিপিই পাননি। 

ঝুঁকি কমেনি ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের

ঝুঁকি কমেনি ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের এ শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, মানসম্পন্ন সুরক্ষাসামগ্রী দেওয়ার পরও করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা। গতকাল পর্যন্ত ৪৪ জন ডাক্তার, ছয় জন নার্স ও দুই জন স্বাস্থ্যসেবা কর্মী করোনায় মারা গেছেন। কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন ডাক্তার, ৯৩৮ জন নার্স, ১ হাজার ৪২৭ জন টেকনোলজিস্ট ও অন্যান্য সেবাকর্মীসহ ৩ হাজার ৪৩৭ জন। সর্বোচ্চ ঝুঁকি জেনেও জীবনবাজি রেখে করোনাযুদ্ধে এই ফ্রন্টফাইটাররা রোগীদের চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছেন। তাদের মনোবল ভাঙেনি, মৃত্যু ভয়েও ভীত নন তারা। শঙ্কিত পরিবারপরিজন কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ চাকরি ছেড়ে দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করছে। কিন্তু দায়িত্ববোধ, সেবাব্রত আর মানবিকতাবোধ তাদেরকে কর্মস্থলে টেনে নিয়ে যাচ্ছে। 

দৈনিক যুগান্তরের একটি আন্তর্জাতিক খবরে লেখা হয়েছে,কোরীয় উপদ্বীপে যেকোনো ধরনের উসকানিমূলক আচরণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা হবে। যখন যুক্তরাষ্ট্র করোনা সামলাতে হিমশিম খাচ্ছে। বর্ণবাদবিরোধী জ্বলন্ত বিক্ষোভ তুসের আগুনের মতো জ্বলছে। তখনও দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে উসকানি দেয়ার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা অভিমত প্রকাশ করছেন। এমনকি লাদাখের গালওয়ান সীমান্ত উত্তেজনায় ট্রাম্পের বিরুদ্ধে উসকানির অভিযোগও উঠছে।

করোনায় বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম- বড় সংকটে পোশা শিল্প। আর গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়েছে, পোশাক শ্রমিকের দুর্দশার কথা। 

এদিকে, কোভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। কাজ হারিয়েছেন গৃহ শ্রমিক, পোশাক শ্রমিক, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক থেকে শুরু করে সব খাতের শ্রমজীবীরা। সরকারি-বেসরকারি সহায়তায় কিছু নিম্নবিত্ত পরিবারের খাদ্যের সংস্থান হলেও দিতে পারছে না ঘরভাড়া। ফলে গত তিন মাসে অসংখ্য পরিবার রাজধানী ছেড়ে পাড়ি দিয়েছে গ্রামে। কয়েক মাসের ঘরভাড়া বকেয়া পড়ায় অনেকে মালপত্র রেখেই চলে গেছেন।  কেউ রাতের আঁধারে যতটুকু মালামাল নেওয়া সম্ভব তা নিয়ে পালিয়ে গেছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে এসব কথা লেখা হয়েছে।

এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলকে

কুয়েতে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে গত ৬ জুন আটক লক্ষ্ণীপুর ২ আসনের  এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলকে নিয়ে নতুন খবরে দৈনিক যুগান্তর লিখেছে, পাপুল এবং তার কোম্পানির  প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার যা বাংলাদেশে টাকায় প্রায় ১৪০ কোটি টাকা জব্দ হচ্ছে।এই টাকা ফ্রিজ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে  অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর। কুয়েতের প্রভাবশালী গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবরটিতে আরও বলা হয়েছে, এখন পযন পর্যন্ত তদন্তে বাংলাদেশের ঐ এমপি প্রতি বছর ঘুষ. উপহার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন। 

এবার ভারতের করোনা পরিস্থিতিসহ কয়েকটি খবর তুলে ধরছি: ভারতে গত ২৪ ঘন্টায় ১৫  হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যাক মৃত্যু। এদিকে একদিনে করোনার থাবায় আরও মৃত্যু হয়েছে ৩০৬ জনের। মোট মৃত্যু ১৩ হাজার ২৫৪ জন। দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকের এ  খবরে লেখা হয়েছে, এ নিয়ে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৪৬১ জন। খবরটিতে আরো লেখা হয়েছে, অঙ্ক বলছে এভাবে সংক্রমিত হতে থাকলে হয়তো বিশ্ব তালিকার এক নম্বর বা নম্বরে উঠে আসবে ভারত। 

লাদাখের গালওয়ান সীমান্ত

দৈনিক সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছ, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং। তিনি বলেন, আমাদের যদি ২০ জন শহীদ হন তাহলে তাদের দ্বিগুণ ক্ষতি হয়েছে। ভিকে সিং দাবি করেন ঐতিহাসিকভাবে চীন ক্ষয়-ক্ষতির পরিমাণ লুকিয়ে আসছে। গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত ও আহত হয়েছেন ৭৬ জন। তবে চীনের পক্ষ থেকে এই সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে সীমান্তে ভারত- চীন উভয় দেশের রণ প্রস্তুতি ও মুখোমুখি অবস্থানের খবর বিভিন্ন মিডিয়ায় লেখা হয়েছে। সংবাদ প্রতিদিন আরও লিখেছে, প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের বায়ুসেনা, গালওয়ানে কি তবে এয়ারস্ট্রাইক! অন্যদিকে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ট্রাম্প বলেছেন, দেখছি কী করা যায়, ভারত –চীন সংঘাতে তিনি মধ্যস্থতা করতে চান।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১