জুন ২২, ২০২০ ১৬:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় বাংলাদেশে মৃত্যু ছাড়াল ১৫০০-দৈনিক মানবজমিন
  • বাংলাদেশের পরিস্থিতি দেখে হতাশ চীনের প্রতিনিধি দল-দৈনিক ইত্তেফাক
  • বিএনপির ত্রাণকাজে বাধার অভিযোগ সত্য হলে ব্যবস্থা- ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  •  করোনা রোগী শনাক্তের হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়-দৈনিক প্রথম আলো
  • সুখবর! করোনা থেকে দু বছর সুরক্ষা দেবে রাশিয়ার ভ্যাকসিন-বাংলাদেশ প্রতিদিন
  • দুর্বল হচ্ছে করোনাভাইরাস, প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে অধ্যাপক মাত্তিও বাসেত্তি -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • ভারতে আক্রান্ত ছাড়াল সওয়া চার লক্ষ, এসময় মৃত্যু আরও ৪৪৫ জনের-আনন্দবাজার পত্রিকা 
  • প্রধানমন্ত্রীর আরও ভেবেচিন্তে কথা বলা উচিত’, লাদাখ ইস্যুতে মোদিকে ‘কড়া’ চিঠি মনমোহনের
  • সব রেকর্ড ভেঙে একদিনে বিশ্বে করোনা আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার-আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত-এটি বাংলাদেশের গণমাধ্যমের আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। বিষয়টিকে কীভাবে দেখছেন?

২. আমেরিকার সঙ্গে আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ- কথাটি বলেছেন ইরানের সংসদ স্পিকার। তিনি কেন এমন মন্তব্য করলেনন? ইরান কী আলোচনায় ভয় পায়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বিশ্ব করোনা: একদিনে সর্বোচ্চ রেকর্ড

বিশ্বের করোনা আপডেট:বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড। এ সংখ্যা  ১ লাখ ৮৩ হাজার। আর ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ৮৭০ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জন এবং সুস্থ্য হয়েছেন ৪৮ লাখ ৪৭ হাজার১৮ জন। এদিকে চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এসব খবর ছাপা হয়েছে দৈনিক মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকে।  আর 

বাংলাদেশের করোনা আপডেট:বাংলাদেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে দেড়হাজার। ২৪ ঘন্টায় মারা গেছেন- ৩৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৮০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। বিএনপি নেতা রিজভী অভিযোগ করেছেন- করোনার মতো শ্বাস চেপে ধরেছে সরকার। আর সরকারের সেতুনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ত্রাণকাজে বাধার অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের পরিস্থিতি দেখে হতাশ চীনের প্রতিনিধি দল

বাংলাদেশের পরিস্থিতি দেখে হতাশ চীনের প্রতিনিধি দল-দৈনিক ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গত ৮ জুন বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সহযোগিতার জন্য ঢাকায় আসে চীনের একটি প্রতিনিধি দল। সফররত চীনের এই বিশেষজ্ঞ দল বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। খুবই কম নমুনা পরীক্ষাও। রবিবার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। আগামীকাল সোমবার সফর শেষ করে দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।

বাংলাদেশ সফরকালে চীনের প্রতিনিধি দলটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে। এ সময় তারা দেশের করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা, করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শও দিয়েছেন।

অধ্যাপক মাত্তিও বাসেত্তি

 দুর্বল হচ্ছে করোনাভাইরাস, প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে'-দৈনিক কালের কণ্ঠের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ লাখ ৫১ হাজার ৩৫৮ জন এবং মারা গেছে চার লাখ ৭০ হাজার ৪৯৫ জন। তবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের চিকিৎসার সঠিক কোনো ওষুধ কিংবা টিকা আবিষ্কার হয়নি।

অবশ্য তিনটি প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় রয়েছে, চলছে চূড়ান্ত পর্বের পরীক্ষা। এ ছাড়াও রুশ বিজ্ঞানীদের তৈরি ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ করে করোনার বিরুদ্ধে আশাতীত ফল মিলেছে।

কিন্তু এবার একেবারে ভিন্ন ধরনের দাবি করলেন ইতালির প্রথম সারির একজন গবেষক। তিনি মনে করেন, প্রতিষেধকের নাকি আর প্রয়োজনই হবে না।  কারণ, এবার নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি। তিনি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, কোনো রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।  তিনি আরো জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন অধিকাংশ ক্ষেত্রেই।

বাসেত্তি দাবি করেন, মহামারি শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ করা গেছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে।  তার মতে, এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো কারণ। জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের আগ্রাসন বা প্রাণঘাতী ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।

কিন্তু মাত্তিও বাসেত্তির যুক্তি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা। তাদের যুক্তি, ইতালির ওই গবেষকের দাবির সপক্ষে তেমন কোনো তথ্যই তিনি পেশ করতে পারেননি। উন্নত চিকিৎসার কারণে বা সামাজিক দূরত্বের ফলেই হয়তো মানুষ এখন আগের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন না। এর আগেও এমন দাবি করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলোসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো। তিনি দাবি করেছিলেন, ক্লিনিক্যালি করোনাভাইরাসের অস্তিত্ব আর নেই! এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনো বৈজ্ঞানিক জোরাল প্রমাণ নেই।

Image Caption

করোনাকালেও বিতর্কে তিন এমপি অর্থ পাচার মানব পাচার নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ-বাংলাদেশ প্রতিদিনের এ খবেরে লেখা হয়েছে, করোনাকালেও বিতর্কিত কর্মকান্ডে তিন এমপিকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুল মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতারের ঘটনায় বিশ্ব মিডিয়ায় আলোচনার সূত্রপাত ঘটান। ফলে বাংলাদেশের আইনপ্রণেতার মানব ও অর্থ পাচারের মতো জঘন্য অপরাধে জড়িয়ে থাকার ঘটনায় বিশ্বজুড়ে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রশ্ন উঠেছে, শুধু টাকা বিলিয়ে অপরাধজগতের চিহ্নিত মাফিয়া কীভাবে জাতীয় সংসদ সদস্যের পদটি পর্যন্ত বাগিয়ে নিলেন? শুধু তাই নয়, অদৃশ্য জাদুর ছোঁয়ায় পাপুল তার স্ত্রীকেও বানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য। উভয়েই দেশ থেকে শত শত কোটি টাকা বিদেশে পাচারের পাশাপাশি মানব পাচারের জঘন্য বাণিজ্য ফেঁদে বসেছেন। এমপি কাজী শহীদ ইসলাম পাপুল ও এমপি সেলিনা ইসলাম দম্পতির মাফিয়া সিন্ডিকেট মাত্র সাত-আট বছরেই বাংলাদেশ থেকে ২০ সহস্রাধিক নারী-পুরুষকে বিভিন্ন দেশে পাচার করেছে বলেও অভিযোগ আছে। এ ছাড়া সরকারদলীয় মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয় ও রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকও নানা কর্মতান্ডে বিতর্কে জড়িয়ে পড়েছেন। করোনাভাইরাস প্রাদুর্ভাবে মানুষ যখন চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছে, তখন মানিকগঞ্জ-১ সংসদীয় এলাকায় চলছে নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বেপরোয়া কর্মকান্ড। এ আসনের সরকারদলীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়ের স্বজন-পরিজন ও ঘনিষ্ঠ নেতারা অনেকেই নানা অপরাধকর্মে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাপিয়াকান্ড নিয়ে তাকে ঘিরে ব্যাপক বিতর্ক চলছে। রাজশাহী-৪ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি এনামুল হকের নারীঘটিত কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। কয়েক দফা নির্বাচিত একজন সংসদ সদস্যের চারিত্রিক ও ব্যক্তিগত জীবনের ক্লেদাক্ততা নিয়ে দলের ভিতরে বাইরে নানারকম সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন।

ভারত কি একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত?- দৈনিক মানবজমিনের প্রতিবেদন

ভারত বহুমুখী সঙ্কটে

ভারত কি একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত? একদিকে চীন অন্যদিকে পাকিস্তান। সম্প্রতি যোগ হয়েছে নেপাল। অন্য প্রতিবেশীদের মনোভাবেও বিরাট পরিবর্তন। চীন এদেরকে নানা স্বপ্ন দেখিয়ে মোহগ্রস্ত করেছে। বাস্তব অবস্থাটা আসলে কি? ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও মিডিয়া রিপোর্টগুলো কোন শুভ ইঙ্গিত দিচ্ছেনা।

ভারতীয় জেনারেল (অব.) অশোক কে. মেহতা বলেছেন, লাদাখ সীমান্তের রক্তক্ষয়ী ঘটনা ভারত–চীন সম্পর্কে একটি দাগ ফেলেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আর আগের মতো হবে না। পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার অবস্থানেও নেই ভারতের সামরিক বাহিনী।

গালওয়ানে ভারতীয় মাউন্টেইন ফোর্স

এদিকে জেনারেল মেহতা ও অন্যান্য ভারতীয় ভাষ্যকারদের লেখা থেকে আরো পরিষ্কার যে, লাদাখ উপাখ্যান চলমান রয়েছে। চীন সৈন্য ও শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। ভারতীয় সৈন্য নিহতের সংখ্যা সরকারি ভাষ্যের ২০ সংখ্যাটি ঠিক নয়। এটা বরং ৪০ এর বেশি। এমনকি অন্তত একজন ভারতীয় কর্নেল ও একজন মেজর এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে বলেন, চীনারা ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশ করেনি। এরপর থেকে তিনি মিডিয়ায় সমালোচিত হচ্ছেন। হিন্দুস্তান টাইমস রোববার এক সম্পাদকীয়তে বলেছে, চীনা সৈন্যরা অনুপ্রবেশ করেনি, এই ঘোষণা ভারতের বন্ধুদের বিভ্রান্ত করেছে। ঘটনার বিষয়ে অবস্থান নির্ধারণে তারা ধাধায় পড়ে গেছেন। তাই প্রধানমন্ত্রীর তরফে একটি পরিষ্কার বিবৃতি আসতে হবে। অনেক সময় দ্ব্যর্থক বিবৃতি আন্তর্জাতিক অঙ্গনে কাজে দেয়। কিন্তু এটা তেমন নয়। সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।

লাদাখ উত্তেজনা

রোববার ভারতীয় অবসরপ্রাপ্ত জেনারেল অশোক মেহতা, যিনি একজন প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে গণমাধ্যমে সুপরিচিত, তিনি ‘দি ওয়্যার’ পত্রিকায় একটি নিবন্ধ লিখেন । সেখানেই তিনি ওই অভিমত রাখেন। জেনারেল মেহতা ১৯৮৭–১৯৮৮ সালে সাম্প্রতিক লাদাখ সংঘাতের মতোই চীনের সঙ্গে ওই সময়কার একটি সীমান্ত সংঘাত মোকাবেলার কৌশলগত পরিকল্পনা সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য ছিলেন। ভারতীয় জেনারেল মেহতা বলেছেন , লাদাখের গালোয়ান উপত্যকায় চীন-ভারতের সংঘাত ভারত–চীন সম্পর্কে একটি গভীর দাগ তৈরি করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আর কখনোই আগের মত হবে না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: 

অশান্ত গালওয়ান

আনন্দ  লাদাখ ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh)। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন শুরুর পর থেকেই তাঁর দল কংগ্রেস বিদেশনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে আসছে। ব্যতিক্রম হলেন না মনমোহন সিংও। চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আরেকটু ‘বুঝেশুনে’কথা বলার পরামর্শ দিলেন তিনি।

লাদাখ ইস্যুতে মোদিকে উদ্দেশ্য করে মনমোহনের চিঠি

মনমোহনের কটাক্ষ, “ভারতের প্রধানমন্ত্রীর এমন কিছু বলা উচিত নয়, যে মন্তব্য চিন নিজেদের অবস্থানের দলিল হিসেবে ব্যবহার করতে পারে। লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে মনমোহন সিং বলছেন,  “সরকারকে এখনই এগিয়ে আসতে হবে। নিশ্চিত করতে হবে কর্নেল সন্তোষ বাবু-সহ ২০ জন শহিদ ভারতীয় জওয়ানদের হত্যাকারীরা যাতে শাস্তি পায়। সেটা না হলে দেশবাসীর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন, “আমরা এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।

Image Caption

দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। সেনা সুত্র বলেছে, সোমবার ভোরে জম্মু–কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার কৃষ্ণ ঘাটি এবং নওশেরা সেক্টরে বিনা প্ররোচনায় মর্টার এবং গুলি ছুড়তে শুরু করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। প্রাথমিক ধাক্কা সামলিয়ে তৎক্ষণাৎ কড়া জবাব দেয় সেনাবাহিনীও। টানা দুঘণ্টা সংঘর্ষের সময শহিদ হন হাবিলদার দীপক কারকি । অন্যদিকে, অনন্তনাগের কাপ্রান অঞ্চলেও রাতভর জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে।

দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১৩ হাজার ৬৯৯। মোট আক্রান্তের সংখ্যা সোয়া চার লাখ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২

ট্যাগ