জুন ২৩, ২০২০ ১৬:৪১ Asia/Dhaka
  • কথাবার্তা: লাদাখ সীমান্তে উত্তেজনা : অনড় ভারত ও চীন

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। রেডিও তেহরানের প্রাত্যহিক এ আয়োজনের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৩  এবং আক্রান্ত ৩৪১২ জন-ভোরের কাগজ
  • করোনায় সাড়ে তিন হাজার চিকিৎসক-নার্স আক্রান্ত-মানবজিমন 
  • বাতিল হলো না হজ, অনুষ্ঠিত হবে সীমিত মুসল্লি নিয়ে- ইত্তেফাক
  • জাতির পিতার অস্তিত্ব আমাদের আমাদের রন্ধ্রে রন্ধ্রে-আ.লীগের প্রতিষ্ঠাবাষির্কীতে প্রধানমন্ত্রী- যুগান্তর
  • সংকটে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছে আ.লীগ- দৈনিক সমকাল
  • সোনার দাম বাড়ছে প্রতি ভরিতে ৫৮২৫ টাকা- প্রথম আলো
  • সেই দুর্জয় এখন পাওয়ার প্লান্টের মালিক-কোথায় পেলেন এত টাকা?-কালের কণ্ঠ 
  • সম্পদের চূড়ায় এমপি এনামুল,  এমপি পাপুলের টাকার পাহাড়-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • করোনায় ভারতে মৃত্যু ছাড়াল১৪ হাজার, মোট আক্রান্ত ৪ লাখ ৪০ হাজার ২১৫- আনন্দবাজার পত্রিকা
  • যুদ্ধের আবহেই দুদিনের সফরে লাদাখ যাচ্ছেন সেনাপ্রধান, খতিয়ে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা-সংবাদ প্রতিদিন
  • ইতিবাচক বৈঠক, পূর্ব লাদাখে উত্তেজনা কমানোয় সম্মত ভারত-চীন-আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। বিশ্বজুড়ে করোনার দৌরাত্মে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে। করোনার সর্বশেষ আপডেট খবর, লাদাখ সীমান্তে উত্তেজনাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশিত হয়েছে বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায়। তো সেসব খবর দেখে নেয়া যাক।

করোনায় বিশ্বে মৃত্যু ৫ লাখের দিকে যাচ্ছে

বিশ্ব করোনার আপডেট খবর: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী করোনা মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৫০৮ জন, আক্রান্ত ৯১ লাখ ৯৪ হাজার ৯৬০ জন। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৭৬৬ জন।

করোনায় মৃত্যপুরী যুক্তরাষ্ট্র

এদিকে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ২২ হাজার ছাড়াল। আক্রান্ত ২৪ লাখ ছুঁইছুঁই করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনায় তার দেশে মৃত্যু দেড় লাখ ছাড়াতে পারে। দৈনিক যুগান্তরসহ কয়েকটি দৈনিকে এ খবরটি পরিবেশিত হয়েছে। তাছাড়া করোনার কারণে এক লাখ ৭০ হাজার বিদেশি কর্মপ্রার্থীদের ভিসা ও গ্রিনকার্ড স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।

১৫ হাজার পরীক্ষা করে আক্রান্তের প্রকৃত সংখ্যা বোঝা কঠিন: ডা. এবিএম আবদুল্লাহ

বাংলাদেশের করোনা আপডেট: বাংলাদেশের সরকারের দেয়া তথ্য অনুযায়ী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জন। ইত্তেফাকসহ সব দৈনিকে খবরটি এসেছে। করোনা সম্পর্কিত আরও খবরে লেখা হয়েছে, সিলেটে হাসপাতালগুলোতে তিল ঠাঁই নেই। খবরটি দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ১৫ হাজার নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা বোঝা কঠিন। তিনি করোনা এবং বাংলাদেশের প্রেক্ষাপট প্রসঙ্গে অপর এক অনুষ্ঠানে বলেছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর দৈনিক ইত্তেফাক লিখেছে, করোনা- দুশ্চিন্তায় মধ্যবিত্ত। এর কারণে আর্থিক ও সামাজিক চাপে ভেঙে পড়েছে মানুষের জীবন ব্যবস্থা। এদিকে আরও ৫ জেলায় রেড জোন, ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 বাংলাদেশের সরকারি দল-বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ সম্পর্কিত খবর প্রায় সব দৈনিকে লেখা হয়েছে। যুগান্তর শিরোনাম করেছে,আ.লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুসময়ে হঠাৎ নতুন চ্যালেঞ্জর মুখে দলটি।

hasina perliament

আ,লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংসদে প্রধানমন্ত্রী শেষ হাসিনা

তবে আজ মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দুর্ভাগ্য জাতির পিতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন পেলেন, যুদ্ধ-বিগ্রহ দেশটিকে যখন এগিয়ে নিচ্ছিলেন ঠিক সেই সময় আরেক মীরজাফর মোশতাক ও জিয়ার চক্রান্তে তাঁকে নির্মমভাবে হত্যা হয়। এরমাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যহত হয়। তিনি বলেন, জাতির পিতা শারীরিকভাবে আজ আমাদের মাঝে নেই তবে তার অস্তিত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। একসময় তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু মুছে ফেলা যায়নি। সত্যকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন আমরা পুরণ করব। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব।

লাদাখ ইস্যু:ভারতের প্রতি চীনের সতর্ক বার্তা

ভারত-চীন উত্তেজনা। পাকিস্তানে চালানো সার্জিকাল স্ট্রাইকের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করে দিয়েছে চীন। যুগান্তরের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, দেশটি জানিয়েছে পাকিস্তান এবং অন্য প্রতিবেশীদের সঙ্গে যা করে ভারত, চীনের সঙ্গে তা করা উচিত হবে না। প্রায় ছয় সপ্তাহের উত্তেজনার পর প্রথমবারের মতো পাকিস্তানকে জড়িয়ে ভারতের প্রতি হুঁশিয়ারি দিল বেইজিং। চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত ‘গ্লোবাল টাইমস’ এ খবর দিয়েছে। চীনের বেশ কিছু বিশেষজ্ঞের মন্তব্যের বরাত দিয়ে এতে লেখা হয়েছে, বেইজিংয়ের সঙ্গে একইধরণের কিছু করা হলে তা ধ্বংসাত্মক ফল ডেকে আনবে।

লাদাখ: অনড় দুই দেশ

 

সীমান্ত  উত্তেজনা নিয়ে ভারতের দৈনিকগুলোর আপডেট খবর: ১১ ঘন্টার ম্যারাথন বৈঠকে চীনের কাছে বেশ কিছু দাবি জানাল ভারত। এসব দাবির মধ্যে রয়েছে, প্রাংগং  এলাকা থেকে  সেনা সরাতে হবে চীনকে। গালওয়ান উপত্যকার দিকে মুখ করে যেসব নির্মাণকাজ চালাচ্ছে চীন তা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে সরকারিভাবে কোনো পক্ষই ঐ বেঠক নিয়ে বিৃবত্তি দেয়নি।১৫ জুন ভারত ও চীনের মধ্যে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে ভারতের সেনাকর্মকর্তাসহ ২০ জন জওয়ান নিহত হয়। প্রাণহানি ঘটে চীনা সেনাদেরও। সেই ঘটনার জেরে দুদেশের মধ্যে  উত্তেজনা চরমে উঠেছে। গালওয়ান ইস্যুতে অনড় ভারত ও চীন। তবে দৈনিক আজকালের একটি খবরে বলা হয়েছে, ইতিবাচক বৈঠক পূর্ব লাদাখে  উত্তেজনা  কমানোয় সম্মত ভারত চীন উভয় দেশ। গতকাল ভারত ও চীনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা বৈঠক করেন। দৈনিক সংবাদ প্রতিদিনের সর্বশেষ খবরে বলা হয়েছে, বৈঠকের টেবিলে ভারতে বড় জয়! এ শিরোনামের খবরে ভারতের সেনাসুত্রের বরাত দিয়ে লেখা হয়েছে, দীর্ঘ বৈঠকের পর অবশেষে আজ প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা পেছানোর ব্যাপারে দুই দেশের বাহিনী পারস্পরিক ঐক্যমত্যে পৌঁছেছে। লাদাখে পিছু হটতে রাজি হয়েছে লালফৌজ। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, যুদ্ধের আবহেই দুদিনের সফরে লাদাখ যাচ্ছেন ভারতের সেনাপ্রধান, খতিয়ে দেখবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

এবার ভারতের করোনা পরিস্থিতির আপডেট খবর তুলে ধরছি: ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার জন। একদিনে করোনার থাবায় আরও মৃত্যু হয়েছে ৩১২ জনের। মোট মৃত্যু ১৪ হাজার পেরল। দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকের এ  খবরে লেখা হয়েছে, এ নিয়ে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৫ জন। এসব পরিসংখ্যান বলছে ভারতে ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা ও মৃত্যু। ভারতে আনলক শুরু হওয়ার পর থেকে প্রতিদিন করোনা সংক্রমেণের রেকর্ড গড়ছে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩