জুন ২৯, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
  • কথাবার্তা: লাদাখ থেকে সরেনি চীনা সেনা, ভারত আনছে ৬ টি রাফায়েল যুদ্ধ বিমান

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিক্রি নেই পথে বসার উপক্রম হাজার ব্যবসায়ী-দৈনিক মানবজমিন
  • বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার, তবে প্রথম আলো বলছে ৩৬ জনের লাশ উদ্ধার-দৈনিক ইত্তেফাক
  •  করোনাকালে জালিয়াতিতে ১০২ জনপ্রতিনিধি বরখাস্ত-দৈনিক সমকাল
  • দেশে করোনা ভাইরাসের বিস্ফোরণের শঙ্কা-দৈনিক যুগান্তর
  • করোনায় হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য ২০০ টাকা , বাড়িতে থেকে পরীক্ষা করালে ৫০০ টাকা-দৈনিক প্রথম আলো
  • সাত মাসের গর্ভবতী হাসপাতাল দুয়ারে ঘুরে ঘুরে মারাই গেলেন-বাংলাদেশ প্রতিদিন
  • এবার এনআরবিসি ব্যাংকের পরিচালকের পদ হারালেন সাংসদ পাপুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • নিয়ন্ত্রণরেখায় এবার মার্শাল আর্ট ফাইটার আনছে চীন-আনন্দবাজার পত্রিকা 
  • বয়কট চীন, দূর কি বাত মোদিজির ত্রাণ তহবিলে ঢুকেছে কোটি টাকার চীনা অনুদান--অভিযোগ কংগ্রেসের-আজকাল 
  • লাদাখে অব্যাহত লালফৌজের আগ্রাসন, বিবাদ মিটাতে প্রতি সপ্তাহে বৈঠকের ভাবনা দুদেশের-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দুই লঞ্চের সংঘর্ষে একটি লঞ্চ ডুবে গেছে এবং তাতে এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই যে দুর্ঘটনা একে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন?

২.আমেরিকা লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তার এ অভিযোগকে আপনি কিভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েটি খবর:

বাংলাদেশে রেকর্ড করোনা আক্রান্ত একদিনে

দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড-দৈনিক যুগান্তর

দেশে আবার একদিনে ৪ হাজার পেরোল কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন। একদিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।এ নিয়ে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। সব মিলিয়ে মারা গেলেন ১ হাজার ৭৮৩ জন।দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়।

এখন থেকে করোনা টেস্ট করাতে লাগবে ২০০ টাকা –প্রথম আলো

এত দিন সরকারিভাবে বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করা গেলেও এখন থেকে ফি দিতে হবে। কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, বুথ ও হাসপাতালে ভর্তি রোগীর থেকে গৃহীত নমুনা পরীক্ষায় ২০০ টাকা লাগবে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করাতে লাগবে ৫০০ টাকা।

বিশ্ব অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে: প্রধানমন্ত্রী-যুগান্তর

বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মহামারি করোনার কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতি একটি ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আজ এই সংকট। মহামারী কোভিড-১৯ মহাদুর্যোগের কারণে আজকে বিশ্ব অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উদ্ধৃতি দিয়ে সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৪ দশমিক ৯ শতাংশ সংকুচিত হবে বলে প্রাক্কলন দিয়েছে। করোনার প্রভাবে বিশ্বব্যাপী ১৯ কোটি ৫০ লাখ কর্মীর চাকরি হ্রাস, বৈশ্বিক এফডিআই প্রবাহ ৫ থেকে ১৫ শতাংশ হ্রাস এবং বৈশ্বিক রেমিট্যান্স ২০ শতাংশ হ্রাস পাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা দিয়েছে। ঠিক এ পরিস্থিতিতে আমরা বাংলাদেশে একটি বাজেট প্রণয়ন করেছি। এই বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ ছিল। এই বাজেট প্রণয়নের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানাই। এদিকে, এক মাসে ঢামেকে খাবার বিল ২০ কোটি টাকার কী করে হয়! জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

কোরবানির হাট ও ঈদের ছুটি আসন্ন -দেশে করোনাভাইরাস বিস্ফোরণের শঙ্কা-দৈনিক যুগান্তর

অবাধে ঢাকার বাইরে যাতায়াত বন্ধের পরামর্শ * যার যার অবস্থানে থেকে ঈদ পালন করুন -স্বাস্থ্যমন্ত্রী * সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে -ডা. মোশতাক -এবার ঈদুল আজহা কেন্দ্র করে ঢাকাসহ দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।তারা বলছেন, ঈদ উদ্যাপনে মানুষ দল বেঁধে ঢাকা ছাড়বে।

এছাড়া কোরবানির চাহিদা মেটাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবে পশু বিক্রির অস্থায়ী হাট। দুটি পর্যায়ই করোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত।ঈদুল ফিতরের সময় অবাধে ঢাকা ছাড়ার মাধ্যমে বিষয়টি প্রমাণ হয়েছে। কাজেই এবার দুটি ধাপেই নিয়ন্ত্রণ আরোপের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।জানা যায়, আসন্ন ঈদুল আজহায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ৩০টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৮টি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবে ১২টি হাট।এগুলোর সঙ্গে গাবতলীর স্থায়ী পশুর হাটেও চলবে কোরবানির পশু বেচাকেনা। ঢাকার বাইরের হাটগুলো ইজারার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

করোনা মহামারীর প্রেক্ষাপটেও কোনো পরিবর্তন আনা হয়নি। এসব হাটে পশু কেনাবেচা করতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।এতে স্বাস্থ্যবিধি অনুসরণ বা সামাজিক দূরত্ব রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। ফলে দেশে করোনার সংক্রমণ কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া কোরবানি উপলক্ষে অনেক মানুষ গ্রামে যাবে।ফলে ঈদুল ফিতরের তুলনায় কোরবানিতে আরও ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। চাঁদ ওঠা সাপেক্ষে আগামী মাসের শেষে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক যুগান্তরকে বলেন, কোরবানি একটি ধর্মীয় অনুষ্ঠান। এখানে বাধা দেয়ার সুযোগ নেই। কোরবানি উপলক্ষে প্রতিবছর হাট বসে।

এবারের প্রেক্ষপট ভিন্ন হলেও তার কোনো ব্যতিক্রম ঘটছে না। তবে বর্তমান সময়ে যেন সামাজিক দূরত্ব মেনে হাট পরিচালিত হয়, সেখানে যেন স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। কোরবানির পশুর হাটটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন।তাই হাট স্থাপনের ক্ষেত্রে তাদের লক্ষ রাখতে হবে যেন ঘনবসতিপূর্ণ এলাকায় হাট বসানো না হয়। হাটে যেন পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয়।নয়তো সংক্রমণ অনেক বেড়ে যেতে পারে। ঈদে বাড়ি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, রোজার ঈদের সময়ে সরকার সবাইকে বাসায় থেকে ঈদ করতে অনুরোধ জানায়।কিন্তু কেউ সেকথা শোনেনি। তখন যানবাহন বন্ধ ছিল, এখন বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের যানবাহন চালু রয়েছে।

তবে আমদের অনুরোধ থাকবে- যার যার অবস্থান থেকে ঈদ পালন করুন। যদি একান্তই গ্রামে যেতে হয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নয়তো সংক্রমণ বাড়বে, স্বাস্থ্যব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়বে। তখন সবাইকে স্বাস্থ্যসেবা দেয়া কষ্টকর হয়ে পড়বে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: 

প্রথমে লাদাখ পরিস্থিতির আপডেট খবর:

লাদাখ থেকে সরে যায়নি চীনা সেনা

লাদাখ থেকে সরেনি চীনা সেনা: পরিস্থিতি নিয়ে বৈঠকে ডোভোলরা- দৈনিক আন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গালওয়ানে সংঘর্ষের পরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লঙ্ঘন থেকে বিরত হয়নি চিন। ২২ জুন কোর কমান্ডার স্তরের বৈঠকে সেনা সংখ্যা কমানো এবং ‘মুখোমুখি’ অবস্থান থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত হলেও তা উপেক্ষা করছে পিপলস লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে লাদাখের অবস্থা পর্যালোচনার জন্য বৈঠক করেছে কেন্দ্রের ‘চায়না স্টাডি গ্রুপ’ (সিএসজি)।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন এই গোষ্ঠীতে রয়েছেন সেনাপ্রধান, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের ক্যাবিনেট সচিব এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) প্রধান। ১৯৯৭ সালে গঠিত সিএসজি’র ঘোষিত সরকারি স্বীকৃতি নেই। কিন্তু চিন সম্পর্কিত নীতি ও কৌশলগত অবস্থান নির্ধারণের ক্ষেত্রে এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, শনিবার রাতের বৈঠকে লাদাখের এলএসি জুড়ে চিনা ফৌজের তৎপরতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন অজিত ডোভাল-সহ অন্যেরা। কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, গালওয়ানে ১৫ জুনের সংঘর্ষে নিহত ২০ জন জওয়ানের মধ্যে অন্তত ১৫ জনের মাথায় ভোঁতা অস্ত্রের প্রাণঘাতী আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ, পরিকল্পনা মাফিক খুনের উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল চীনা সেনা।

প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংহ অবশ্য এদিন গালওয়ান কাণ্ডের নতুন ‘ব্যাখ্যা’ দিয়েছেন। তিনি বলেন, ‘‘৬ জুন কোর কমান্ডার স্তরের প্রথম বৈঠকে স্থির হয়েছিল দু’পক্ষই এলএসি বরাবর ‘চোখে-চোখ’ অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসবে। ছাউনিও সরিয়ে নেবে। কিন্তু কর্নেল সন্তোষ বাবুর নেতৃত্বে বিহার রেজিমেন্টের জওয়ানেরা ১৫ জুন রাতে গিয়ে দেখতে পান চিনা ছাউনিগুলি তখনও পেট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে রয়েছে। রয়েছে কিছু চিনা সেনাও। সন্তোষের নির্দেশে ভারতীয় জওয়ানেরা ছাউনিগুলি সরানোর চেষ্টা করেন। সে সময় হঠাৎ একটি ছাউনিতে আগুন ধরে যায়। এর পরেই সংঘর্ষ শুরু হয়ে যায়।’’

সেই সংঘর্ষস্থলের অদূরে গালওয়ান নদীর তীরে চিনা ছাউনির সংখ্যা গত এক সপ্তাহে আরও বেড়েছে বলে বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। গোগরার হট স্প্রিং এলাকা এবং প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার পয়েন্ট ৮ থেকে ৪ পর্যন্ত কংক্রিটের বাঙ্কার গড়ে বসে রয়েছে চিন সেনা। অভিযোগ, দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটির দক্ষিণে দেপসাং উপত্যকায় এলএসি পেরিয়ে প্রায় দেড় কিলোমিটার ঢুকে এসে লাল ফৌজ ‘ওয়াই-জংশনে’ ডেরা বেঁধেছে। ফলে ভারতীয় বাহিনীর পেট্রোলিং পয়েণ্ট ১০ এবং ১৩-তে যাওয়া বন্ধ। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় এবার মার্শাল আর্ট ফাইটার আনছে চীন। 

রাফায়েল যুদ্ধ বিমান যোগ হচ্ছে ভারতীয় বায়ুসেনার বহরে

অন্যদিকে, লাদাখ-সংঘাতের আবহেই রাফায়েল যুদ্ধবিমান আসতে চলেছে ভারতে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুলাই মাসের শেষে পূর্ণ অস্ত্রসম্ভার-সহ ছ’টি রাফাল বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসবে। সেগুলি হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রন’-এ অন্তর্ভুক্ত হবে। অগস্ট মাসের গোড়াতেই পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতীয় বিমানবাহিনীর ওই রাফাল বহর।

PM CARES-এ কোটি কোটি টাকা ঢেলেছে চীনা সংস্থাগুলি, চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনের অর্থ এসেছে বলে কংগ্রেসের (Congress) সঙ্গে বেজিংয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি(BJP)। তার জবাবও দিয়েছে সোনিয়া গান্ধীর দল। কিন্তু তার সঙ্গে পালটা আক্রমণেও নামল কংগ্রেস। দেশের বৃহত্তম বিরোধী দলের অভিযোগ, চীনের সংস্থা থেকে কোটি  টাকার চীনা অনুদান এসেছে PM CARES ফান্ডে।

ভারতের করোনা আপডেট: মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। একদিনে আক্রান্ত ১৯ হাজার। একদিনে মৃত্যু ৩১৮ জনের। আর এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, এখনও পর্যন্ত  মোটি মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের। আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকে করোনার এ খবর পরিবেশিত হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ওরা আমার ভেন্টিলেটর খুলে নিয়েছে, মৃত্যুর আগে কাতর আর্তি করোনা আক্রান্তের- ভাইরাল ভিডিও। হাদ্রাবাদের হাসপাতালের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মাঝে একদিনের বিরতির পর আবার বাড়ল পেট্রল ডিজেলের দাম। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিরোধীদের লাগাতার তোপ। দেশজুড়ে চাপা উষ্মা। কোনও কিছুতেই হচ্ছে না কাজ। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এখনও নির্বিকার সরকার। এদিকে নিয়ম করে জ্বালানির মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। টানা ২১ দিন মূল্যবৃদ্ধির পর রবিবার ‘বিরাম’ পেয়েছিল জ্বালানি। সোমবার ফের নতুন করে বাড়ানো হল দাম।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯
 

ট্যাগ