জুন ৩০, ২০২০ ১৬:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে একদিনে করোনায় রেকর্ড ৬৪ জন মারা গেছে-কালের কণ্ঠ
  • মহামারিকালে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস-দৈনিক যুগান্তর
  • করোনার উৎপত্তি নিয়ে তদন্ত করতে চীন যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক মানবজমিন
  • একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৩ ৬৮২-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির হাত ধরে আরো দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক-ইত্তেফাক
  • সীমান্তে আগ্রাসন: ভারতের পক্ষ নিয়ে চীনকে যা বলল আমেরিকা -বাংলাদেশ প্রতিদিনচীনের
  • বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • করোনা বিদায় নিতে এখনও অনেক দেরি, ফের সতর্ক করল WHO-সংবাদ প্রতিদিন
  • চীনে সোয়াইন ফ্লু ভাইরাসের হদিস, মহামারির রুপ নিতে সক্ষম-চীনা গবেষক-দৈনিক আজকাল
  • ভারতে করোনা আক্রান্ত ৫ লাখ ৬৬ হাজার ছাড়াল–দৈনিক আনন্দবাজার পত্রিকা

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

আজও বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনা আপডেট, ভারতের লাদাখের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের বাজেট পাসের খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। তো এ বিষগুলোসহ অন্যান্য খবর দেখে নেয়া যাক।

প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৫ লাখ  ৮ হাজার  ছাড়াল এবং আক্রান্তও ১ কোটি ৪ লাখ ২৬ হাজার ৭০ জন।

করোনা বিশ্বের অন্যান্য খবর- জাতিসংঘ বলেছে, করোনা বিপদ এখনই শেষ- এ সংকট সহজে কাটার নয়।

বাংলাদেশে করোনার আপডেট খবর: গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু , আক্রান্ত ৩৬৮২ জন। সর্বমোট মৃত্যু ১ হাজার ৮৪৭ জন। দৈনিক যুগান্তরসহ প্রায় সব দৈনিকে এ পরিসংখ্যান এসেছে। সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। 

মহামারিকালে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস-দৈনিক যুগান্তর

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এর পর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে বাজেট ও অর্থমন্ত্রীকে স্বাগত জানান। আগামীকাল ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। সংসদে এবার ৪২১টি ছাঁটাই প্রস্তাব আসে। দেশের মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির ৯ সংসদ সদস্য এই ছাঁটাই প্রস্তাব দিয়েছেন।

এদিকে, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা, সরানোর দাবি- এ শিরোনামের খবরে প্রথম আলো লিখেছে, স্বাস্থ্য খাত নিয়ে ‘পজিটিভ’ খবর দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তা না হলে তরুণ, বয়স্ক, চিকিৎসকসহ তিনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধী দলের একাধিক সাংসদ স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরেন। তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। কেউ কেউ মন্ত্রীকে সরিয়ে দেওয়ারও দাবি তোলেন।

'গালওয়ান যুদ্ধ নতুন ইতিহাস সৃষ্টি করবে, প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় হবে'

Image Caption

তিনি বহু যুদ্ধের নায়ক। উনিশশো একাত্তরের ভারত - পাকিস্তান যুদ্ধে শিয়ালকোট পর্যন্ত ঢুকে গিয়ে পরাস্ত করেছিলেন পারভেজ মুশারফের পাক বাহিনীকে। সে সময় পারভেজ ছিলেন লেফটেন্যাণ্ট কর্নেল। ভারত - চীন গালওয়ান যুদ্ধ নিয়ে মানবজমিনকে খোলামেলা সাক্ষাৎকার দিলেন ভেটেরেন কর্নেল সৌমিত্র রায়। মানবজমিনের হয়ে কথা বলেন জয়ন্ত চক্রবর্তী-। সৌমিত্র রোয় বলেন, করোনার পর চীন প্রায় গোটা বিশ্বে একঘরে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন সবাই চীন বিরোধী। ভারত প্রাথমিকভাবে নিরপেক্ষ মনোভাব নিলেও পরে চীন সম্পর্কে ভারতের মন বদলায়। এই অবস্থায় গোটা বিশ্বের নজর ঘোরানোর জন্যে চীন গালওয়ান আক্রমণ করে। এর পিছনে রাজনৈতিক কারণও আছে।সার্বিক যুদ্ধ ভারতও চায় না, চীনও চায় না। দু’দেশই জানে একটা যুদ্ধ মানেই দেশ অর্থনৈতিক ভাবে ত্রিশ বছর পিছিয়ে যাওয়া। চীন গালওয়ানকে কেন্দ্র করে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিজের দিকে টানার চেষ্টা করছে।

সীমান্তে আগ্রাসন: ভারতের পক্ষ নিয়ে চীনকে যা বলল আমেরিকা-বাংলাদেশ প্রতিদিন

লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। চীন ‘অনিয়ন্ত্রিত এবং আইনবিরোধী সশস্ত্র আগ্রাসন’ করেছে- এই ভাষাতেই শি জিনপিংয়ের দেশকে আক্রমণ জানিয়ে ভারতকে সমর্থন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর মার্কো রুবিও। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে দেখা করেন মার্কিন সেনেটর। চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরপর মার্কো রুবিও টুইট করে লেখেন, “আমি রাষ্ট্রদূত সান্ধুর সঙ্গে দেখা করে ভারতের জনগণের প্রতি আমাদের সংহতি জানাই। কারণ তারা এই মুহূর্তে চীনের কমিউনিস্ট পার্টি দ্বারা অযাচিত এবং আইনবিরোধী সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।”

 এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: লাদাখ ইস্যু

লাদাখের লেহ বিমান বন্দর

লাদাখে অশান্তির মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পথে রাজনাথ, বাড়ছে জল্পনা-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, লাদাখ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও লাগাতার বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। আগ্রাসনের পথ থেকে যে সরছে না চীন, তা স্পষ্ট হয়ে গেছে ড্রাগনের একাধিক কার্যকলাপে। চীনের এই আগ্রাসনকে নজরে রেখেই আমেরিকার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে চাইছে ভারত। সেই লক্ষ্যেই আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পূর্ব লাদাখের অশান্তি আর চিনা আগ্রাসন নিয়েই আলোচনা করবেন।


লাদাখ সীমান্তে যুদ্ধের আবহে ইতিমধ্যেই পাকিস্তানের(Pakistan) তিনটি বিমান ঘাঁটিতে মোতায়েন হয়েছে‘পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স’ বা চিনা বায়ুসেনার যুদ্ধবিমান। আসলে চীন চাইছে পাকিস্তান এবং নেপালকে সঙ্গে নিয়ে ভারতকে তিনদিক থেকে ঘিরে ফেলতে। হাত গুঁটিয়ে বসে নেই দিল্লিও। চিনের বিরুদ্ধে জাপান এবং অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অসন্তোষকে কাজে লাগাতে আগ্রহী ভারতও। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক এমনিতেই বেশ ভাল।

Image Caption

এই পরিস্থিতিতে আমেরিকাকেও যাতে পাশে পাওয়া যায়, তা নিশ্চিত করতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রকও কোনও লুকোছাপা না করে সাফ জানিয়ে দিয়েছে, দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলোচনা হবে লাদাখ নিয়েই। এর ফলে চিনের উদ্দেশেও স্পষ্ট একটা বার্তা দেওয়া গেল বলে মনে করছে কূটনৈতিক মহল।

লাদাখে সাংবাদিক সেজে ঘুরছে চীনা গোয়েন্দা

এদিকে আনন্দবাজারের একটি খবরে বলা হয়েছে, সাংবাদিক সেজে ঘুরছে চীনা স্পাই! কড়া নজরদারিতে রয়েছি আমরাও।

ভারতে করোনায় মোট আক্রান্ত ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন। বাড়ছে সংক্রমণ তবে সু্স্থ হয়ে উঠলেন ৫৯ শতাংশ।দৈনিক সংবাদ প্রতিদিন ও আন্দবাজারের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, আনলক শুরু হওয়ার পর থেকে ভারতে সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৮ হাজার ৫২২ জন আক্রান্ত হলেন। উদ্বেগজনক হারে বাড়ল মৃত্যুও। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জনে। মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৮৯৩ জনে। 

দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, করোনা নামক মারক ব্যাধি থেকে এখনই নিস্তার নেই। এখনও অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ এত সহজে কাটার নয়। COVID-19-এর এখনও শক্তিক্ষয় হয়নি। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীন করোনাভাইরাসের বিপদ নিয়ে WHO-কে সতর্ক করেছিল ঠিক ছ’মাস আগে। তারপর বহু ঢিলেমির অভিযোগ উঠেছে। আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির জেরে করোনা আজ মহামারির আকার নিয়েছে। আবার WHO দাবি করেছে, আমেরিকা-সহ বহু দেশ তাঁদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। কারণ যাই হোক, করোনা আজ বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এর কবলে পড়েছেন এক কোটিরও বেশি মানুষ। প্রাণ গিয়েছে ৫ লক্ষেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখানেই শেষ নয়। আরও বিপদ বাকি আছে।

২৬/১১-র ধাঁচে ফের হামলা হবে, মুম্বইয়ের দুই তাজ হোটেলে পাকিস্তান থেকে হুমকি ফোন-দৈনিক আনন্দবাজার পত্রিকা

২৬/১১ মুম্বই হামলার স্মৃতি উস্কে দিল পাকিস্তান থেকে আসা ফোন কল। মুম্বইয়ের দু’টি তাজ হোটেলেই ২৬/১১-র ধাঁচে হামলা চালানো হবে বলে ফোনে হুমকি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। এই খবর পাওয়ার পরেই তোলপাড় শুরু হয়েছে মুম্বই পুলিশে। দুই হোটেলকে নিরাপত্তায় মুড়ে ওই ফোন কলের সূত্র সন্ধানে নেমে পড়েছে পুলিশ। পুরো শহরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০
 

ট্যাগ