জুলাই ০২, ২০২০ ১৭:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ ও মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বাংলাদেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়াল –প্রথম আলো
  • বাংলাদেশের মধ্যাঞ্চলেও ছড়াল বন্যা, ১৫ জেলায় দুর্ভোগ-দৈনিক যুগান্তর 
  • বিসিএসে কোটা যুগের অবসান-দৈনিক ইত্তেফাক
  • নিজেকে নির্দোষ দাবি করেছে এমপি পাপুল-দৈনিক সমকাল
  • মিয়ানমারে খনিতে ধস শতাধিক প্রাণহানী-বাংলাদেশ প্রতিদিন
  • জুনে ৩০৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে-বাংলাদেশ মহিলা পরিষদ-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • এবার থেকে প্রেসক্রিপশন ছাড়াই করোনা পরীক্ষা করা যাবে , রাজ্যগুলিকে নির্দেশিকা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারতে করোনা আক্রান্ত ছয় লাখ ছাড়াল,গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৩৪ জন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নজর রাখুন’, হংকংয়ে চীনা আগ্রাসন নিয়ে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ ভারতের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্ব করোনার আপডেট

বিশ্বজুড়ে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এদিকে লাদাখ সীমান্ত উত্তেজনা থামেনি। বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ায় এসবই প্রধান খবর। তো প্রথমে করোনা তারপর লাদাখইস্যুসহ অন্যান্য খবর তুলে ধরছি।

একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৯  হাজার  ২৭২  জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮ লাখ ৪০ হাজার। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মহামারি করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে নতুন কিছু আশার খবর দিয়েছে বিভিন্ন দৈনিক। সেখবরে লেখা হয়েছে, করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে ফিজার এবং জার্মান বায়োটেকের টিকা। 

গার্ডিয়ানের বরাত দিয়ে, দৈনিক কালের কণ্ঠের একটি খবর-আফ্রিকার দেশ বতসোয়ানার উত্তরাঞ্চলে রহস্যজনকভাবে এখন পর্যন্ত ৩৫০টির বেশি হাতির মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা এ ঘটনাকে ‘সংরক্ষণ বিপর্যয়’হিসেবে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন হয়তো বিষ প্রয়োগ বা অজানা ভাইরাসের শিকার হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ছে বৃহদকায় প্রাণীগুলো।

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগ করেছেন

বিশ্ব মিডিয়ায় এবং বাংলাদেশের প্রায় সব দৈনিকে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের খবরটি উঠে এসেছে। এ খবরে বলা হয়েছে, লকডাউনের নিয়ম ভঙ্গ করে পরিবারকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ায় সমালোচিত হওয়ার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগ করেছেন। আজ তার পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান। দেশের সরকারের ভাবমূর্তির ওপর বিষয়টি নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ পত্র জমা দেন। সাফল্যের সঙ্গে করোনাভাইরাসকে মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।

বাংলাদেশের করোনা পরিস্থিতি: দেশে একদিনে করোনায় আক্রান্ত  জন। নতুন করে  জনের মৃত্যু হয়েছে। মানবজমিন, ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। এ খবরে আরো লেখা হয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ  হাজার  জন  এবং মোট মৃতের সংখ্যা  জন। এদিকে করোনার টিকা আবিষ্কার প্রসঙ্গে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাংলাদেশে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিল- গ্লোব বায়োটেক। দৈনিক ইত্তেফাক লিখেছে, বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সঠিক পদক্ষেপের ফলে দেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

জুনে ১০১ নারী-শিশু ধর্ষণের শিকার-দৈনিক মানবজমিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনার ছোবলের মাঝেও জুন মাসে ৩০৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১০১ জন নারী ও শিশু। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে দেখা যায়, ধর্ষণের শিকার ১০১ জনের মধ্যে ৬৯ জন ধর্ষণ ও ২৫ জন গণধর্ষণের শিকার হয়েছে। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে।

বাজেট প্রত্যাখ্যান বিএনপির-দৈনিক যুগান্তর

২০২০-২১ অর্থবছরের পাস হওয়া বাজেট প্রত্যাখ্যান বিএনপির

বিস্তারিত খবরে লেখা হয়েছে, মহামারীকালে জাতীয় সংসদে পাস হওয়া ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বলেছেন, এই বাজেট গরিব মারার বাজেট। এতে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়া হয়নি। তড়িঘড়ি করে এই বাজেট পাস করা হয়েছে। এই বাজেট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ-তিন বছরের প্রকল্প শেষ হয়নি সাড়ে ১০ বছরে

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ-তিন বছরের প্রকল্প শেষ হয়নি সাড়ে ১০ বছরে-দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের এ সম্পর্কিত প্রতিবেদনে লেখা হয়েছে, কচ্ছপ গতিতে এগোচ্ছে খুলনা-মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। ৩ বছরের প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে সাড়ে ১০ বছর। গতি না থাকাসহ নানা কারণে প্রকল্পটির ব্যয় বেড়েছে ১২০ দশমিক ৮৫ শতাংশ। জুনে মেয়াদ শেষ হওয়ায় আবারও চলছে মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া।

‘খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পে এ অবস্থা বিরাজ করছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণের দ্বিতীয় খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র।

প্রতিবেদনে প্রকল্পটির অগ্রগতি কম হওয়ার কারণ হিসেবে প্রধানত জমি অধিগ্রহণে অনেক সময় লাগাকে দায়ী করা হয়েছে। তাছাড়া কাজের মাঝামাঝি এসে পরামর্শক পরিবর্তন করা। এক্ষেত্রে সিইজি-নিপ্পন কই জেভি থেকে নতুন কসালট্যান্ট দায়িত্ব গ্রহণ, কিছু জটিল নন টেন্ডার আইটেম আসা (যেমন- অত্যাধিক লুজ সয়েল থাকায় ট্রিটমেন্ট, পাইল বারবার ফেল করায় ও বেস গ্রাউন্ডিং), আনাড়ি সাব-কন্ট্রাক্টর নিয়োগ এবং তিনজন প্রকল্প পরিচালক বদলিসহ নানা কারণে বাস্তবায়ন বিলম্বিত হয়েছে।এদিকে প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫১৯ কোটি ৮ লাখ টাকা, ভারতীয় ঋণ থেকে ১ হাজার ২২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। কিন্তু প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। এক্ষেত্রে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪৩০ কোটি ২৬ লাখ টাকা এবং ভারতীয় ঋণের ২ হাজার ৩৭১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় করা হয়। ফলে প্রকল্পটির মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে ১২০ দশমিক ৮৫ শতাংশ। এ প্রসঙ্গে জানতে চাইলে সদ্য সাবেক হওয়া রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন যুগান্তরকে বলেন, শুরু থেকে প্রকল্পটি বাস্তবায়নে নানা জটিলতার সৃষ্টি হয়। তবে বাস্তবায়নে গতি বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। ফলে অনেকটাই গতি এসেছিল। কিন্তু করোনার ধাক্কা লেগেছে। এ কারণে এখন কার্যক্রম স্থগিত রয়েছে।

পাক অধিকৃত কাশ্মীর সীমান্তে ওঠানামা করছে চীনা যুদ্ধ বিমান

লাদাখ ইস্যুতে বাংলাদেশের দৈনিকগুলোর খবর: বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম-ভারতের উপর চাপ বাড়াতে পাকিস্তান সীমান্তকেও ব্যবহার করছে চীন। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে,ভারতের উপরে চাপ বাড়াতে এবার পাকিস্তান সীমান্তকেও পুরোদমে ব্যবহার করা শুরু করলো চীন। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের এয়ার স্ট্রিপগুলিতে নিয়মিত ওঠানামা করতে দেখা যাচ্ছে চীনা বিমান। চীনা অফিসারেরা সম্প্রতি পাক সেনা এবং আইএসআই-এর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।গোয়েন্দাদের অনুমান, নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তানে যে অতিরিক্ত বিশ হাজার সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ, তাও আসলে চীনের নির্দেশে। বালাকোট কাণ্ডের পরেও এত সেনা পাক সীমান্তে দেখা যায়নি। 

সূত্রের খবর, পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন ‘আল বাদর’-এর নেতাদের সঙ্গে চীনা কর্মকর্তারা কথা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই সীমান্তে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে ভারতকে চাপে রাখা।

কূটনৈতিক শিবিরের মতে, ভারতকে মাথা নত করানোর জন্য যে বৃহৎ কৌশল রয়েছে চীনের, পাকিস্তান তার একটি অংশ। গোটা অঞ্চলে চীনের একাধিপত্য মেনে নেওয়া, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে নিজেদের সুবিধাজনক শর্ত ভারতকে মানতে বাধ্য করা, চীন-বিরোধী মার্কিন অক্ষ থেকে ভারতকে দূরে রাখা-সবই রয়েছে শি জিন পিংয়ের পরিকল্পনায়। প্রশ্ন উঠছে, ভারতের উপর সামরিক চাপ বাড়ানোর ক্ষেত্রে যুক্ত না-হয়েও কীভাবে চীনকে সাহায্য করতে পারে পাকিস্তান? 

বিশেষজ্ঞদের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কোনও না কোনও ভাবে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখাটা পাকিস্তান এবং চীনের উদ্দেশ্য। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করবে পাক সেনা। ফলে ওই সীমান্ত থেকে সেনা কিছুটা হালকা করে অন্যত্র অনুপ্রবেশ রুখার জন্য ব্যবহার করা সমস্যা হয়ে দাঁড়াবে ভারতের পক্ষে।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

লাদাখ  ইস্যু: বেইজিংয়ের আগ্রাসী মনোভাবই চীনা কমিউনিস্ট পার্টির প্রকৃত স্বরূপ, মনে করেন ট্রাম্প-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, 

ভারত ও অন্যান্য দেশের বিরুদ্ধে বেইজিংয়ের আগ্রাসী মনোভাবেই স্পষ্ট হয়ে উঠেছে চীনা কমিউনিস্ট পার্টির প্রকৃত স্বরূপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন বল‌ে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কেলি ম্যাকানেনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাকানেনি বলেন, ‘‘ভারত-চিন সীমান্তে তৈরি হওয়া উত্তেজনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বের অন্যান্য দেশের প্রতি চীনের আগ্রাসী মনোভাব। এই পদক্ষেপগুলিই চিনা কমিউনিস্ট পার্টির প্রকৃত স্বরূপ সকলকে চিনিয়ে দিয়েছে।পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাকানেনি জানান, দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর আমেরিকা নিয়মিত দৃষ্টি রাখছে। নজর রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকা চায় এই সমস্যা শান্তিতে মিটুক।

গত প্রায় ৭ সপ্তাহ ধরে পূর্ব লাদাখের একাধিক স্থানে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই উত্তেজনাই চরম আকার নেয় যখন গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন।

দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, ভারত এমনিতেই হংকং–এর সাম্প্রতিক ঘটনার উপর কড়া নজর রাখছে। হংকং–এর বিশেষ প্রশাসনিক অঞ্চল বা হংকং এসএআর–এ চীন জাতীয় নিরাপত্তা আইন না মানায় সেখানকার পরিস্থিতি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে রাষ্ট্রপুঞ্জকেও আবেদন করছে ভারত।স্থানীয় সময় বুধবার রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত রাজীব কুমার চান্দের এমনটাই বললেন। এছাড়া, চীনের উপর চাপ বাড়িয়ে দেশটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন অভিযোগ করেছে ব্রিটেন। চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করে- হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেবে বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ভারতে করোনার আপডেট: শেষ পাঁচ দিনে সংক্রমিত লক্ষাধিক! বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ৩ জুন ছিল তিন লাখ। ২ জুলাই পেরলো ছয় লাখ। গত এক মাসে সংক্রমণ বাড়ল তিন লাখ। আক্রান্ত বৃদ্ধির এই পরিসংখ্যান প্রশাসন থেকে বিশেষজ্ঞ-চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট। এখন দেশে লকডাউনের কঠোরতা উঠে গিয়েছে। রাস্তাঘাটে ভিড়ও বেড়েছে। তার উপর এভাবে সংক্রমণ বাড়তে থাকলে শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে থামবে, সেটা‌ই এখন চিন্তার কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা ১৭ হাজার পার করে সামনের দিকে ছুটছে। এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মমতার প্রতি তোপ দেগে বললেন, কেন্দ্রের কথা শুনলে বাংলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত। তিনি অভিবাসী শ্রমিক ও চীন ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২


 

ট্যাগ